ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫ ১৭:৯
অনলাইন ডেস্ক
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই তিন মার্কিন বিজ্ঞানীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, তাদের এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আর এর পুরস্কার স্বরূপ তাদের নোবেলে ভূষিত করা হয়েছে।

কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত এবং সাধারণত ক্ষুদ্রাতীত কণার আচরণগুলো কীভাবে আমাদের পরিচিত বড় আকারের মানব-সৃষ্ট বস্তু বা অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সেটির ওপর এ বছরের পদার্থে নোবেলের বিষয় ছিল।

পুরস্কারপ্রাপ্ত এ তিন বিজ্ঞানী তাদের ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, যে এই ঘটনাটি সম্ভব। তারা এমন একটি অতিপরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেন, যা একটি অবস্থা থেকে সরাসরি অন্য অবস্থায় 'টানেল' করে যেতে পারে। বিষয়টি দেখে মনে হয় যেন একটি জিনিস দেওয়ালের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেছে।

তারা আরও দেখিয়েছেন যে এই ব্যবস্থাটি নির্দিষ্ট মাত্রার বা সুনির্দিষ্ট ‘ডোজ’-এ শক্তি শোষণ করে এবং বিকিরণ করে। যা কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যদ্বাণীর সাথে পুরোপুরি মিলে যায়।

নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই তিন পদার্থবিজ্ঞানী।

গতবছর পদার্থের নোবেল পেয়েছিলেন ‘মেশিন লার্নিং’ এর দুই পথিকৃত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড এবং কানাডার গবেষক জেওফ্রে ই হিন্টন।

বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাজশাহী কলেজের শাখাওয়াত পেলেন “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫”

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৫ অক্টোবর, ২০২৫ ১৫:১৩
    ক্যাম্পাস প্রতিনিধি
    রাজশাহী কলেজের শাখাওয়াত পেলেন “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫”

    রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের এক তরুণ শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন। সাধারণ পরিবারের সন্তান হলেও তাঁর ভেতরে ছিল এক অসাধারণ স্বপ্ন নিজেকে গড়ে তোলা আর অন্যদের জন্য সুযোগ সৃষ্টি করা। সেই স্বপ্নকেই মূর্ত করে তুললেন তিনি। আর সেই অর্জনের স্বীকৃতিস্বরূপ গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫” এ ব্র্যান্ডিং ও মার্কেটিং ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন তিনি।

    মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টার বাংলাদেশ মিডিয়ার আয়োজিত এই পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আসরে দেশের বিচারপতি, গণমাধ্যম, ব্যবসা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণীজনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এর মধ্যে তরুণ উদ্যোক্তা শাখাওয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি হিসেবে।

    ২০১৭ সালে অনলাইনে টি শার্ট ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা জীবনের শুরু করেছিলেন শাখাওয়াত। শুরুর পথে ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি, বরং আরও শক্তি যুগিয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন Liking Plus, যা আজ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, মার্কেটিং ও ব্যবসা উন্নয়নের নির্ভরযোগ্য সহযাত্রী হয়ে উঠেছে।
    এ পর্যন্ত ২০০–এরও বেশি উদ্যোক্তাকে ব্যবসা দাঁড় করাতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, তরুণ শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

    শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, বরং তরুণ প্রজন্মের জন্য একজন রোল মডেল হয়ে উঠছেন শাখাওয়াত হোসেন। রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন স্বপ্ন, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে যেকোনো তরুণই পরিবর্তন আনতে পারে সমাজে।
    আজকের এই অর্জন নিঃসন্দেহে রাজশাহীর গর্ব, বাংলাদেশেরও গর্ব।

    পুরস্কার হাতে নিয়ে শাখাওয়াত আবেগভরে বলেন, “আমার লক্ষ্য শুধু নিজের সাফল্য নয়, রাজশাহী কলেজসহ দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। পড়াশোনার পাশাপাশি কাজ শেখা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।”

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দুই বোনের একসঙ্গে বিসিএস জয়

      নিজস্ব প্রতিবেদক
      ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৯
      নিজস্ব প্রতিবেদক
      দুই বোনের একসঙ্গে বিসিএস জয়

      একসঙ্গে বিসিএস জয় করেছেন রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। দুই বোনের এ সাফল্যে আনন্দে ভাসছে পরিবারটি।

      শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নিবাসী রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মোশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

      এরপর সিলমা সারিকা শশী ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সিলমা সুবাহ আরশি ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে তারা ২০২২ সালে এমবিবিএস পাশ করেন। এরপর তারা ইন্টার্নশিপ করেন। পরে তারা দুজনই বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮তম বিসিএস পরীক্ষা দেন।

      শশী ও আরশির বাবা আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিল। তাদের স্বপ্ন ছিল তারা বড় হয়ে চিকিৎসক হবে। সেই লক্ষ্য নিয়ে তারা পড়ালেখা করেছে। আমি এবং তাদের মা আমরা দু’জনই আমার দুই মেয়েকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করেছি। তারা দুই বোনই একই বয়সী হওয়ায় এসএসসি এবং এইচএসসি একই স্কুলে একই সঙ্গে পড়েছে। সেখানে তারা দু’জনই জিপিএ-৫ পেয়ে পাস করে। তিনি আরও বলেন, শশী ময়মনসিংহ মেডিকেল ও আরশী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে। পরে তারা বিসিএসের প্রস্তুতি নিয়ে ৪৮তম বিসিএস পরীক্ষা দেয়। গত বৃহস্পতিবার তাদের ফলাফল দিয়েছে। তারা দু’জনই স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটি। আমি আমার দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।শশী ও আরশীর মামা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল কালবেলাকে বলেন, আমার দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয়ে আমরা আনন্দিত। তারা যেন মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। দুই বোনের একসঙ্গে বিসিএস জয়ের এই সাফল্যে তাদের পিতা-মাতা, ভাই-বোন সবার পাশাপাশি রাজবাড়ীবাসী আনন্দিত।

       
       
      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাকসুতেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

        অনলাইন ডেস্ক
        ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫০
        অনলাইন ডেস্ক
        জাকসুতেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

        জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেওয়া দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জয়ী হয়েছেন। তারিকুল ইসলাম কার্যকরী সদস্য ও নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে জয়লাভ করেছেন।

        হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক।

        তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।

        জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

        নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু।

        আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

        ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।

        প্রসঙ্গত, এর আগে ডাকসু নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতি বিজয়ী হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সেই ফাইয়াজের ভাই হলেন জাকসুর জিএস

          অনলাইন ডেস্ক
          ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৬
          অনলাইন ডেস্ক
          সেই ফাইয়াজের ভাই হলেন জাকসুর জিএস

          জুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন ছিলেন মাত্র ১৭ বছরের, ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

          ফাইয়াজ তিন ভাইয়ের মেজ। বড় ভাই মাজহারুল ইসলাম (ডাক নাম ফাহিম) এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন।

          ভাইয়ের এ অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ‘ফাহিম’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।

          ফাইয়াজ বিশ্বাস করেন, তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন।

          ফাইয়াজ উল্লেখ করেন, মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন।

          জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফাইয়াজ লিখেছেন, ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল, কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি।

          পোস্টে আরও লেখা ছিল, সবাই দোয়া করবেন, আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য ও উদ্দেশ্য কবুল করেন।

          গত ১১ সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ হয়। টানা ৪৪ ঘণ্টা গণনার পর আজ শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত