অন্তর্বর্তী সরকারের ১ বছরের উদ্যোগে বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে অর্থনীতি: সিপিডি
গত ১ বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। রোববার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সিপিডি ডায়ালগে এমন মন্তব্য করেন তিনি।
৭ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগেই-রিটার্ন দাখিলে প্রথম দিনেই রেকর্ড
উদ্বোধনের দিনেই ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ২০২ জন। যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতমূলক
১০ লাখ টাকার বেশি যদি কেউ ব্যাংকে মেয়াদি আমানত ও সঞ্চয়পত্র কিনতে চায়, তাহলে তাঁকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে আয়কর রিটার্নের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া মোট ২৪টি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে এসব তথ্য জানিয়েছে।
১৩ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগেবাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এডিবির এ অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে ব্যয় হবে।
১৩ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে