মোবাইল চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করার সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হলেন, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ(১৯) । তিনি ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হয় এবং খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর গুরুত্বর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় এলাকার বেল্লা কোট্রার একটি চা দোকানে তাকে ছুরিকাঘাত করা হয়।
রাফি একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মো.আজাদের ছেলে। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো.শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।
আরও পড়ুন
আহত রাফির বন্ধু সায়েম জানান, বিকেল ৪টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় আমার হাত লেগে আমার বন্ধু মো.রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খেলার মাঠ থেকে রুমনকে অলিপুর চাঁনমিয়া মোড় এলাকায় পল্লী চিকিৎসক মো.শাহীনের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তার সাথে একদল কিশোরের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে রাফির সাথে পল্লী চিকিৎসক শাহীনের হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে শাহিন রাফিকে চা দোকানে থাকা ছুরি দিয়ে গলার নিচে ছুরিকাঘাত করে ধমনি কেটে যায়। এতে রাফি গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবিতে ফের দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগে ফের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুপুর একটার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল।
এর আগে, গত ১৫ এপ্রিল বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুদক।
প্রাথমিক তদন্ত শেষে রাজু আহমেদ গণমাধ্যমে বলেন, অভিযানের বিষয় ছিল তৃতীয় বিভাগের বাছাইপ্রক্রিয়া, নতুন গঠনতন্ত্র এবং অন্যান্য বিভিন্ন আর্থিক অভিযোগ নিয়ে আমরা এখানে আসছি। সেই অভিযোগের আলোকে আমরা নথিপত্র সংগ্রহ করে সকাল থেকে সেগুলো পর্যালোচনা করলাম। আমরা সবার সঙ্গে কথা বললাম। আমরা সব কাজ এখনও শেষ করতে পারিনি। কিছু কাজ এখনও বাকি আছে।
তিনি আরও বলেন, ‘দেখুন, তৃতীয় বিভাগ ক্রিকেটের যে বাছাই প্রক্রিয়া সেটা একসময় ছিল বেশ সহজ প্রক্রিয়া। কিন্তু পরবর্তীতে ২০২২ সালের পর কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়, সেখানে ২-৩টার বেশি দল অংশগ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে এটা অনেক কম প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে যাচ্ছে। তাতে আমাদের জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় তৈরির পাইপলাইনটা খুবই সীমিত হয়ে যায়। এই বিষয়টাকেই ফোকাস করেছি আমরা।’
বিসিবির পরিচালনা গঠনতন্ত্র অনুযায়ী হওয়ার কথা থাকলেও, বাস্তব চিত্রে কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছে দুদক। রাজু বলেন, আমরা দেখেছি, বিসিবিতে সঠিক চাকরি বিধিমালা নেই। একটি সুসংগঠিত প্রতিষ্ঠানের যেমন কাঠামো থাকা দরকার, তা এখানে অনুপস্থিত।
রাজু আহমেদ বলেন, আমরা সব নথি সংগ্রহ করেছি। সবদিক যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহী কলেজে বহিরাগত কর্তৃক মেয়েদের উত্ত্যক্তের অভিযোগে আটক এক

রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের ক্লাস চলাকালীন মেয়েদের উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত শ্রী কৃষ্ণ কুমার ঘোষ নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার ( ১৭ মে) দুপুর ২টায় রাজশাহী কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা তাকে আটকের পর বোয়ালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
আটককৃত ব্যক্তি হলেন শ্রী কৃষ্ণ কুমার ঘোষ। পিতা শ্রী শঙ্খ কুমার ঘোষ। মাতা শ্রীমতী চন্দনা কুমার ঘোষ। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী নন, লেখাপড়া করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে।
শিক্ষার্থীরা জানান, ক্লাসে শুরু থেকেই তার পোশাক এবং কাছে কোনো বইখাতা না দেখে সন্দেহজনক মনে হয়। ক্লাসে ঢুকে সে মেয়েদের বিভিন্ন ভাবে পরিচয় জিজ্ঞেস করে এবং নাম প্রেজেন্টের সময় কয়েকজন মেয়ে শিক্ষার্থী ছেলেদের কাছে তার পরিচয় জিজ্ঞেস করেন।
ক্লাসের ছেলেরা তাকে চিনতে না পেরে সন্দেহজনক মনে হলে তার রোল জিজ্ঞেস করলে সে প্রথমবার ৮৪ পরে ১৮৪ রোল বলে। কিন্তু সেই সময় ১৮৪ রোলের শিক্ষার্থী সাইফুদ্দিন ক্লাসে উপস্থিত ছিলেন।
এরপর ক্লাস শেষে সবাই যখন বাহিরে আছে কয়েকজন শিক্ষার্থী লক্ষ্য করেন, সেই সন্দেহজনক ব্যক্তি আগবাড়িয়ে মেয়েদের সাথে কথা বলছে তবে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা জানান তারা তাকে চেনেন না। এছাড়াও ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য সম্পর্কে তার কাছে জানতে চাইলে সে কোনো সঠিক তথ্য দিতে পারেনি।
এছাড়াও সে স্বীকারোক্তি দেয়, সে কলেজে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় আসতো এবং একেক দিন একেক বিভাগে ক্লাস করতো। বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে এমনি তার একজন বান্ধবী মনোবিজ্ঞান বিভাগে পড়ে তাকেও নাকি সে এক দিন ক্যাম্পাসে উত্ত্যক্ত করেছে।
পরবর্তীতে বাংলা বিভাগের শিক্ষকদের নিকট শিক্ষার্থীরা তাকে নিয়ে গেলে তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিভাগের পক্ষে থেকে পুলিশকে জানানো হয়।
পুলিশ এসে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের খালাতো ভাই। এছাড়াও তার ফোনের কল লিস্টে জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময় ২৩ জুলাই রকি কুমার ঘোষের সাথে কথা বলার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ কে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান কে ফোন করা হলে তিনি জানান, যাকে আটক করা হয়েছে সে কলেজে ঘুরতে এসেছিল। এছাড়াও সে নাকি রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের আত্মীয়।
তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বাদী হয়ে ইভটিজিং এর মামলা করেছে। তাকে আদালতে চালান করা হবে।
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও ও এনসিপি নেতাকে ডেকেছে দুদক

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পান। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা গত ২৭ এপ্রিল জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মন্তব্য