ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

পাকিস্তানে ভারতের হামলায় আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা ও উদ্বেগ

অনলাইন ডেস্ক
৭ মে, ২০২৫ ২০:৮
অনলাইন ডেস্ক
পাকিস্তানে ভারতের হামলায় আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা ও উদ্বেগ
ছবি: রাইজিং ক্যাম্পাস গ্রাফিক্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে অস্থিরতা। এর মাঝেই আজ বুধবার ভোর রাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এটি লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, 'আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'এক্স'-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

গুতেরেসের মুখপাত্র জানান, '(কাশ্মীরের) নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন।

তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশ্ব ভারত-পাকিস্তানের সংঘাতের জন্য প্রস্তুত নয়।'

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি

হায়াশি বলেন, 'কাশ্মীরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানায় জাপান।

তবে ওই ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে (দুই দেশের মধ্যে) প্রতিশোধমূলক পদক্ষেপ ও পূর্ণ মাত্রার সামরিক সংঘাত দেখা দেওয়ার সম্ভাবনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আমরা ভারত-পাকিস্তান উভয়কে ধৈর্যশীল থাকার ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানাই।'

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একইসঙ্গে চীনেরও প্রতিবেশী'।

'সব ধরনের জঙ্গি কার্যক্রমের বিরোধিতা করে চীন'।

'শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া, শান্ত ও ধৈর্যশীল থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে আহ্বান জানাচ্ছি', বলেন মুখপাত্র।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো টিএফওয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমরা বুঝতে পারছি, ভারত ধারাবাহিক জঙ্গি হামলার হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়।

তবে অবশ্যই আমরা ভারত ও পাকিস্তানকে ধৈর্য্যশীল থাকার আহ্বান জানাই, যাতে পরিস্থিতির আরও অবনতি না হয় এবং বেসামরিক মানুষ সুরক্ষা পায়।'

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে 'সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।'

'পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি আমরা'

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আশা করছি শান্তিপূর্ণ ও কূটনীতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে'।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে 'সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।'

'পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি আমরা'

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আশা করছি শান্তিপূর্ণ ও কূটনীতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে'।

মন্তব্য

পাকিস্তানের ‘পাল্টা হামলা’ ভারতে নিহত ১৫

অনলাইন ডেস্ক
৭ মে, ২০২৫ ১৯:১৩
অনলাইন ডেস্ক
পাকিস্তানের ‘পাল্টা হামলা’ ভারতে নিহত ১৫
হামলায় আহত হয় এক বালিকা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরিতে আহত হয় সে। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি: রয়টার্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তারা বলছে, মঙ্গলবার রাতের পর থেকে এ পর্যন্ত  কামানের গোলার আঘাতে ৪৩ জন আহত হয়েছে। হতাহত সবাই বেসামরিক বলেও দাবি করা হয়। হামলা করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলার পর এ হামলা চালানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের বিতর্কিত অঞ্চলকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত পোস্টগুলো থেকে পাকিস্তান সেনাবাহিনী যথেচ্ছ গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিকভাবে জবাব দিচ্ছে।

ভারতকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনীভারতকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী
এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে।

ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দু পক্ষ। বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত পাকিস্তান। এর মধ্যেই শুরু হলো হামলা।

বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে অমিত শাহবাংলাদেশ-পাকিস্তান সীমান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে অমিত শাহ
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, ভেঙে গেছে মসজিদ। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারতের কাশ্মীরেও ১০ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

মন্তব্য

পাক-ভারত সংঘাত

পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে বিদেশি বেশিরভাগ ফ্লাইট

অনলাইন ডেস্ক
৭ মে, ২০২৫ ১৮:৫৫
অনলাইন ডেস্ক
পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে বিদেশি বেশিরভাগ ফ্লাইট
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে দেখা যাচ্ছে।

রতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বেশিরভাগ বিদেশি ফ্লাইট— এমন তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ (Flightradar24)। খবর আল জাজিরার।

এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বেশিরভাগ ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পাকিস্তানের বিমানবন্দরে যাচ্ছে বা পাকিস্তানের ওপর দিয়ে ওভারফ্লাইট হিসেবে যাচ্ছিল— বিভিন্ন দেশের এমন ফ্লাইটগুলো বিকল্প পথ ব্যবহার করছে। তবে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলো এখনও তাদের নির্ধারিত গন্তব্যে উড়াল দিচ্ছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। দেশটির রাজস্থান, পাঞ্জাবসহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।

‘এক্সটার্নাল’ নামের একটি প্রতিষ্ঠান এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ফিনএয়ার, এমিরেটস, টার্কিশ কার্গো ও সাউদিয়া তাদের ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে।

এ ছাড়া ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের অন্যতম একটি উড়োজাহাজ সংস্থা স্পাইসজেট জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে এসব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইন্ডিগো এয়ারলাইন্সও তাদের অনেক ফ্লাইট স্থগিত করেছে। এক্সে দেওয়া এক পোস্টে ইন্ডিগো জানায়, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সব নগর থেকে তাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ভারতের আরেক প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া বলেছে, আজ স্থানীয় সময় দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে চলাচল করা তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের পথ পরিবর্তন করে রাজধানী দিল্লিতে পাঠিয়েছে এয়ার এন্ডিয়া।

অন্যদিকে পাকিস্তানের লাহোর, করাচিসহ তাদের কয়েকটি বড় শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানীর ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাকিস্তানের বড় কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, অনেক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়াতে ঘুরে অন্য পথে যাছে।

এয়ার ফ্রান্স মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের সব ফ্লাইট পাকিস্তানের ওপর দিয়ে চলাচল স্থগিত থাকবে।

জার্মান উড়োজাহাজ সংস্থা লুফথানসাও একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানটি বলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলবে।

মন্তব্য

‘সুবহান আল্লাহ’ মসজিদে

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
৭ মে, ২০২৫ ১৮:৪৬
অনলাইন ডেস্ক
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতের এই হামলায় তার আরও ৪ ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন। পাকিস্তান-ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবর দিয়েছে।

পাকিস্তানি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধানের দায়িত্বে রয়েছেন মাওলানা মাসুদ আজহার। তার এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

জইশ-ই-মোহাম্মদের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, তার ভাগ্নে, তার স্ত্রী, ভাগ্নী এবং তার পরিবারের পাঁচ সন্তান রয়েছে। এছাড়াও ভারতের হামলায় সুবহান আল্লাহ মসজিদে মাসুদ আজহারের ঘনিষ্ঠ আরও তিন সহযোগী নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মাসুদ আজহার বলেছেন, স্বজনদের মৃত্যুতে তার কোনও আফসোস কিংবা হতাশা নেই। বরং বারবার আমার মনে হচ্ছে, আমিও এই ১৪ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম। তাদের চলে যাওয়ার সময় এসেছিল। কিন্তু সৃষ্টিকর্তা তাদের হত্যা করেননি। বাহাওয়ালপুরে নিহতদের জানাজায় অংশ নেওয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

২০০১ সালে ভারতের পার্লামেন্টে, ২০০৮ সালে মুম্বাইয়ে, ২০১৬ সালে পাঠানকোটে এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহার জড়িত বলে অভিযোগ করে আসছে ভারত। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দুকধারীদের হামলায় ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফের ৪০ জওয়ানের প্রাণহানি ঘটে।

পুলওয়ামার এই হামলায় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তার ভাই আবদুর রউফ আসগর জড়িত বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়। পুলওয়ামায় হামলার ঘটনার পরও চিরবৈরী এ দুই দেশের মাঝে যুদ্ধের দামামা বেজে উঠেছিল। যদিও পরবর্তীতে সার্জিক্যাল স্ট্রাইক এবং পাল্টা হামলার পর সেই উত্তেজনার অবসান ঘটে।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

মন্তব্য

ভারতকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেলো পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
৭ মে, ২০২৫ ১৮:৩২
অনলাইন ডেস্ক
ভারতকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেলো পাকিস্তান সেনাবাহিনী

ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে। দেশটির এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে সামরিক বাহিনীকে ‘‘সংশ্লিষ্ট পদক্ষেপ’’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।

বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’’

বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ‘‘ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে।’’

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানায়। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনও সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা জনগণের কোনও ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

মন্তব্য
সর্বশেষ সংবাদ
    সর্বাধিক পঠিত