ফেসবুককে ইলন মাস্কের খোঁচা!

প্রায় দেড় ঘণ্টা নিষ্ক্রিয় ছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে সাড়ে ১০টার পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি।
এ নিয়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নিজের আইডি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিশ্বজুড়ে শুরু হয় হইচই।
এ অবস্থায় ব্যবহারকারীদের আশ্বস্ত করতে এক্সে একটি পোস্ট করেন মেটার কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন। তিনি লেখেন, ‘আমাদের পরিষেবা ব্যবহার করতে মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়ে আমরা অবগত। আমরা এ নিয়ে কাজ করছি।’
কিছু সময় পর তার পোস্টের স্ক্রিনশট নিয়ে মেটাকে খোঁচা দিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায়। আর ফুরফুরে মেজাজে দেখা যায় এক্সকে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

অনেকেই বাসায় বসে কমবেশি অফিসের কাজ করে থাকেন। বাসায় বসেই অফিসের জরুরি মিটিংয়ে যোগ দেন অনেকেই। অনেক সময় দেখা যায় কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে এরই মধ্যে হঠাৎই ওয়াইফাইয়ের গতি ধীর (স্লো) হয়ে গেল। জুম মিটিং তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে মেসেজই যাচ্ছে না।
বিভিন্ন সময়ে এ সমস্যার মুখোমুখি অনেকেই হয়েছেন। এর মূল কারণ হলো রাউটার। রাউটারের কারণেই ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ এমন হলে খুবই অসুবিধা হয়। তবে সহজ কিছু টোটকা কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন ওয়াইফাইয়ের গতি। জেনে নিন সে টোটকাগুলো:অনলাইন কেনাকাটায় নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে

মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন। এখন অনেকেই অনলাইন কেনাকাটা করেন।
করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আবার মার্কেটে গিয়ে ঘুরে দেখে কেনার সময়ও থাকে না। তবে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাও খুব সাধারণ। প্রতারকরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে নকল ওয়েবসাইট চিনবেন-
>> প্রথমেই অ্যাড্রেস বার চেক করুন। প্রথমেই অ্যাড্রেস বারের শুরুতে https:// আছে কি না দেখে নিন। https://-এ ‘S’ এর অর্থ সিকিউর। অর্থাৎ ‘S’ থাকলে বুঝে নিন ওয়েবসাইটটি সঠিক।
>> ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কি না দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত।অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।
>> একটু খেয়াল করলেই দেখবেন স্ক্যামাররা বড় বড় ডিসকাউন্ট অফার দেয় তাদের স্টোরে। সেগুলো আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনো অফার দেখবেন এড়িয়ে যাবেন।
>> ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কি না দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হল, ইউআরএলের বানান ভুল।
>> অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন।যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে ‘রিভিউস ফর (সাইটের নাম)’ সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।
সূত্র: গ্যাজেটস নাও
ফ্রান্সিসকোর অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় টুইটারকে নোটিশ

টুইটার ফ্রান্সিসকোতে অবস্থিত তাদের অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় ভবন কর্তৃপক্ষ তাদের নামে নোটিশ পাঠিয়েছে।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতে অফিস কার্যক্রম চালাতে ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার ভাড়া দিতে হয় টুইটাকে। সান ফ্র্যান্সিসকোর হ্যাটফোর্ড ভবনের ৩০ তলায় টুইটারের অফিস অবস্থিত। কিন্তু তারা এখন এ ভাড়া পরিশোধ করেনি।
ভবনটির মালিক কলম্বিয়া রেট – ৬৫০ ক্যালিফোর্নিয়া এলএলসি গেলো ১৬ ডিসেম্বর টুইটারকে ভাড়া পরিশোধের জন্য পাঁচদিন সময় দিয়ে নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়, যদি পাঁচদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হয় তাহলে তাদের খেলাপি হিসেবে বিবেচনা করা হবে। নোটিশ পাঠানোর পরও টুইটার ভাড়া পরিশোধ করেনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সান ফ্রান্সিসকোর আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করে ভবন মালিক কর্তৃপক্ষ।
আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত ১৩ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছিল, গত কয়েক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর সদর দপ্তর সহ বিশ্বব্যাপী অবস্থিত অন্যান্য অফিসগুলোর ভাড়া পরিশোধ করছে না টুইটার। এর আগে ২০২২ সালের ডিসেম্বরের শুরুতে দুটি চাটার্ড বিমানের ভাড়া না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটির কোনো মিডিয়া শাখা নেই। তারা এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ছাঁটাই হওয়া কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন টুইটার প্রতিষ্ঠাতা

ছাঁটাই হওয়া কর্মীদের উদ্দেশে একটি টুইট বার্তা দিয়েছে ডরসি, বার্তায় তিনি বলেছেন টুইটারে কাজ করা অতীত এবং বর্তমান কর্মীরা শক্তিশালী। তারা ভেঙে পড়ার মতো নয়।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ৫০ শতাংশ কর্মীকে শুক্রবার ছাঁটাই করা হয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার এক সপ্তাহের মধ্যে এই গণছাঁটাই করা হলো।
এ ঘটনায় ছাঁটাই হওয়া কর্মীদের কাছে ক্ষমা চান টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
ছাঁটাই হওয়া কর্মীদের উদ্দেশে লেখা একটি টুইট বার্তায় ডরসি বলেন, ‘টুইটারে কাজ করা অতীত এবং বর্তমান কর্মীরা শক্তিশালী। তারা ভেঙে পড়ার মতো নয়। সময় যত কঠিন হোক না কেন তারা সবসময় একটি উপায় খুঁজে বের করবে। আমি বুঝতে পারছি, অনেকেই আমার ওপর রেগে আছেন। সবার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কোম্পানিটিকে খুব দ্রুত সম্প্রসারণ করেছি। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী।’
কেবল কর্মী ছাঁটাই নয়, মাস্ক টুইটার কেনার পরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগ্যাল, আইন ও নীতিমালা বিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন।
চলতি বছরের মে মাসে টুইটারের বোর্ড থেকে পদত্যাগ করেন জ্যাক ডরসি। তিনি ২০০৬ সালের টুইটার প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৭ সাল থেকে ছিলেন টুইটারের পরিচালক।
এ ছাড়া ২০১৫ সাল থেকে গত মে পর্যন্ত টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন ডরসি।
মন্তব্য