ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

মানিক মিয়া এভিনিউ

‘জুলাই পুনর্জাগরণ’ মূল অনুষ্ঠান শুরু

অনলাইন ডেস্ক
৫ আগস্ট, ২০২৫ ১৬:৩২
অনলাইন ডেস্ক
‘জুলাই পুনর্জাগরণ’ মূল অনুষ্ঠান শুরু
ছবি : সংগৃহীত

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হয়।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

এই আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নতুন সরকারের জন্য আগাম প্রস্তুতি: মন্ত্রীদের গাড়ি-বাসা নিশ্চিতে কাজ শুরু

    অনলাইন ডেস্ক
    ৫ আগস্ট, ২০২৫ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    নতুন সরকারের জন্য আগাম প্রস্তুতি: মন্ত্রীদের গাড়ি-বাসা নিশ্চিতে কাজ শুরু

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ এখনও ঘোষণা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। এ মেয়াদের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের রাজধানীতে আবাসনের বিষয়েও কার্যক্রম শুরু করে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।


    জানা গেছে, নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।


    গাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (৭ আগস্ট) একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।


    বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে বাসা দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের

    জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট: ফিজিবিলিটি স্টাডি নিয়ে মতামত আহ্বান

    বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।


    এদিকে, আগামী সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের রাজধানীতে আবাসনের বিষয়েও কার্যক্রম শুরু করে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন বাসা চিহ্নিত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। এ মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে গত ২০ জুলাই একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।


    সবমিলিয়ে আসন্ন সরকার গঠনের আগে থেকেই প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।


    এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। সে হিসাবে সময় আছে আরও ৬ মাস। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি রুটিন প্রশাসনিক কার্যক্রম, যাতে নতুন সরকারের কাজ শুরুর সময় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার : প্রধান উপদেষ্টা

      অনলাইন ডেস্ক
      ৫ আগস্ট, ২০২৫ ১৪:৪৮
      অনলাইন ডেস্ক
      গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার : প্রধান উপদেষ্টা

      মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার—বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।


      মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।


      বিগত ১৬ বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার। এ আন্দোলনে গুলিবিদ্ধ আহkদের চিকিৎসা নিতে দেওয়া হয়নি। হাসপাতালগুলোকে তৎকালীন সরকার আহতদের চিকিৎসা না দিতে নির্দেশ দিয়েছিল। এ কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে।


      জুলাই-আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়েছে। এখন পর্যন্ত ৮৩৬ শহীদ পরিবারের মধ্যে ৭৭৫টি পরিবারকে মোট ৯৮ কোটি ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতাবাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।


      প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট শুধু একটা বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাকে। যাদের কারণে আত্মত্যাগের কারণে আমরা আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ।


      তিনি বলেন, ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় অধ্যায়। ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুলসংখ্যক তরুণরা ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার। এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি।


      তিনি আরও বলেন, দীর্ঘদিন এই সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করা হয়েছিল। যারা আর্থিক বা অন্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

        অনলাইন ডেস্ক
        ৫ আগস্ট, ২০২৫ ১৩:২৭
        অনলাইন ডেস্ক
        রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

        জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 


        বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।


        প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


        সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে—তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

          অনলাইন ডেস্ক
          ৫ আগস্ট, ২০২৫ ৯:৫৭
          অনলাইন ডেস্ক
          গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

          জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‌‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


          সোমবার রাত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।


          বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।


          এদিকে অনুষ্ঠানস্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত