ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি

অনলাইন ডেস্ক
১১ মে, ২০২৫ ১২:৫৭
অনলাইন ডেস্ক
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জাননা তিনি।

গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল। 

গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রিক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    শাহবাগে ফাঁসিতে ঝুলছে ‘খুনি হাসিনা’

    অনলাইন ডেস্ক
    ১০ মে, ২০২৫ ১৯:৫৫
    অনলাইন ডেস্ক
    শাহবাগে ফাঁসিতে ঝুলছে ‘খুনি হাসিনা’

    শাহবাগে ফাঁসিতে ঝোলানো হয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার প্রতিকৃতি। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন ‘জাগ্রত জুলাই’র উদ্যোগে এ প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।

    শনিবার (১০ মে) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ফাঁসিতে ঝুলছে খুনি হাসিনার প্রতিকৃতি। প্রতিকৃতির উপরে লেখা ‘খুনি হাসিনা’।

    উৎসুক জনতা ভিড় দেখা যায় প্রতিকৃতিটিকে ঘিরে। ঝুলে থাকা খুনি হাসিনার প্রতিকৃতিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কাউকে কাউকে।

    এসময় সেখানে তিন দফা দাবিও প্রদর্শন করা হয়।

    জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ রয়েছে যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

    সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, শুক্রবারের মতোই হাজার হাজার ছাত্র-জনতা, নারী-শিশু, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে।

    মন্তব্য

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ

    সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

    অনলাইন ডেস্ক
    ১০ মে, ২০২৫ ১৬:৪
    অনলাইন ডেস্ক
    সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

    শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে জরুরি বৈঠকটি নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

    বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য এখনো গণমাধ্যমকে জানানো হয়নি।

    তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

    মন্তব্য

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত

    সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা

    অনলাইন ডেস্ক
    ১০ মে, ২০২৫ ১৪:২১
    অনলাইন ডেস্ক
    সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা

    সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

    শনিবার (১০ মে)  থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

     

    মন্তব্য

    ‘শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

    অনলাইন ডেস্ক
    ৯ মে, ২০২৫ ২১:১৫
    অনলাইন ডেস্ক
    ‘শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

    আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। সেখানে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। 

    এদিকে শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 

    তিনি লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহিদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।’

    ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে হাদি বলেন, ‘যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে। ইনশাআল্লাহ্।’

    এদিন বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবরোধে যেন ফিরে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের উত্তাল দিনগুলো, যা ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিত।

    এ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এদিন বিকেল সাড়ে ৪টার পর থেকেই জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান। 

    মন্তব্য
    সর্বশেষ সংবাদ
      সর্বাধিক পঠিত