ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো অবশ্যই করবেন

অনলাইন ডেস্ক
২ জুন, ২০২৫ ১২:১৫
অনলাইন ডেস্ক
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতে শহরের ব্যস্ততা ফেলে নাড়ির টানে বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকেই। দীর্ঘ ছুটির এই সময়টাতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছোটেন শহরবাসী। তবে ঈদের আনন্দযাত্রা যেন কোনো অপ্রত্যাশিত বিপদে না বদলায়, তার জন্য কিছু বিষয় আগে থেকেই খেয়াল রাখা জরুরি। বাড়ি ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিলে আপনার অনুপস্থিতিতে ঘরবাড়ি থাকবে নিরাপদ ও গোছানো।

চলুন, জেনে নিই সেই প্রয়োজনীয় বিষয়গুলো।

গ্যাস ও পানির লাইন ঠিকভাবে বন্ধ করুন
বাসা ফাঁকা রেখে বের হওয়ার আগে গ্যাসের চুলা, সিলিন্ডার ও গ্যাস লাইনের সংযোগ ভালোভাবে বন্ধ করেছেন কি না, তা যাচাই করে নিন। ফিরে এসে গ্যাস চালু করার আগে জানালা-দরজা খুলে দিন, যাতে ঘরের ভেতরে কোনো গ্যাস জমে থাকলে তা বের হয়ে যায়। পানির কল ঠিকভাবে বন্ধ হয়েছে কি না, সেটিও ভালোভাবে দেখে নিন।

বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি
বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সাবধানতা জরুরি। প্রতিটি ঘরের ফ্যান, লাইট ও অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করে রাখুন। ফ্রিজ ছাড়া অন্যান্য যন্ত্রপাতি যেমন টিভি, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, কম্পিউটার ইত্যাদির প্লাগ খুলে রাখাই ভালো। বিদ্যুৎ বিভ্রাটের সময় যন্ত্রপাতির ক্ষতি থেকে বাঁচাতে এটি একটি কার্যকর পদক্ষেপ।

দরজা-জানালায় নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকুন
ছুটির সময় বাড়িতে চুরি বা অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। তাই বাসা ছাড়ার আগে সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ করুন এবং তালা দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনে একাধিকবার পরীক্ষা করুন। পাশের বাসিন্দা বা নিরাপত্তাকর্মীদের জানিয়ে রাখা যেতে পারে আপনি ছুটিতে বাইরে যাচ্ছেন।

ঘর গুছিয়ে রাখুন
দীর্ঘ সময়ের জন্য বাসা ফাঁকা রেখে গেলে সেখানে ধুলা, পোকামাকড় ও দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তাই ছুটিতে বের হওয়ার আগে ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে ফিরে এসে বিশ্রামের মুহূর্ত নষ্ট হবে না।

পোষা প্রাণীর ব্যবস্থা করে যান
বাসায় পোষা প্রাণী থাকলে তাদের একা ফেলে যাবেন না। সম্ভব হলে পরিচিত কারও কাছে রেখে যান বা পোষা প্রাণীর জন্য নির্ধারিত পেট কেয়ার সেন্টারে অল্প খরচে রাখতে পারেন।

দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখুন
আইডি কার্ড, পাসপোর্ট বা টিকিটের মতো গুরুত্বপূর্ণ নথির একটি করে ফটোকপি নিজের কাছে রাখুন এবং মূল কপি সুরক্ষিত জায়গায় রেখে যান। ভিড়ের মাঝে এসব হারিয়ে গেলে অনেক ঝামেলা পোহাতে হতে পারে।

ঈদের আনন্দ যাতে কোনো দুর্ঘটনায় মলিন না হয়, সে জন্য পরিকল্পনা করে ঘর ছাড়ুন। একটু বাড়তি সতর্কতা আপনাকে এনে দিতে পারে নিশ্চিন্তে ঈদের আনন্দ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভুঁড়ি কমাতে যেসব খাবার খাবেন

    ক্যাম্পাস প্রতিনিধি
    ১ জুন, ২০২৫ ১৭:৪৯
    ক্যাম্পাস প্রতিনিধি
    1. খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে।
    2. গ্রিন-টিতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর।
    3. আখরোট, কাঠবাদাম ও সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস।
    4. ঝাল খাবার খান, পেটের মেদ কমে যাবে।
    5. কাঁচা রসুনের কয়েক কোয়া সকালবেলা চুষে খান।
    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চায়ের সঙ্গে নিয়মিত ধূমপান করলে শরীরে কী কী হয়?

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৮:১
      অনলাইন ডেস্ক

      কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে কেউ পান করেন চা, কেউবা খান বিড়ি বা সিগারেট। তবে এর মধ্যে অনেকে আছেন যারা চা-সিগারেট একসঙ্গে খান, যা স্বাস্থের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। হাতে জ্বলন্ত সিগারেট, সঙ্গে গরম চা-কে ‘ডেডলি কম্বো’ বলা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        চুলের কালো রং ধরে রাখতে চাইলে যেসব খাবার খাবেন

        অনলাইন ডেস্ক
        ২৫ মে, ২০২৫ ১৮:১০
        অনলাইন ডেস্ক

        চুল পাকা বার্ধক্যের একটি স্বাভাবিক অংশ। তবুও কেউ কেউ চুলের কালো রং আরও কিছুদিন ধরে রাখতে চায়। সুখবর হলো, কিছু খাবার আপনাকে এই কাজে সাহায্য করতে পারে। অর্থাৎ, সেসব খাবার নিয়মিত খেলে আপনার চুলের কালো রং দীর্ঘদিন বজায় থাকবে। চুলের রঙ মেলানিন দ্বারা নির্ধারিত হয়, যা মেলানোসাইট নামক কোষ দ্বারা উৎপাদিত একটি রঙ্গক।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এই ঈদে স্যামসাং মোবাইলের সাথে সুজুকি বাইক জেতার সুযোগ

          অনলাইন ডেস্ক
          ২৪ মে, ২০২৫ ১৬:৮
          অনলাইন ডেস্ক
          এই ঈদে স্যামসাং মোবাইলের সাথে সুজুকি বাইক জেতার সুযোগ

          ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ নিয়ে এসেছে স্যামসাং, যেখানে থাকছে দারুণ সব উপহার ও অফার।

          এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নির্বাচিত স্যামসাং ডিভাইসের উপর সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ডিল এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ—যেমন: স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি নতুন সুজুকি মোটরসাইকেল (সুজুকি জিক্সার এস এফ বা সুজুকি এক্সেস ১২৫) জেতার সম্ভাবনা। গ্রাহকদের আরও নিশ্চিন্ত রাখতে, স্যামসাং নির্দিষ্ট কিছু মডেলে প্রথম দুই বছরে ফ্রি ওয়ারেন্টি দিচ্ছে।  

          ক্যাম্পেইন প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিস - এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট এন্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন,


          “এই ঈদ-উল-আযহায় আমাদের গ্রাহকদের  ঈদ উদযাপন আরও বিশেষ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের প্রযুক্তি পণ্যের মাধ্যমে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন।”

          এই অফারগুলো নতুন গ্যালাক্সি এ৫৬ সহ বিভিন্ন নতুন স্যামসাং ডিভাইসের জন্য প্রযোজ্য।
          গ্রাহকরা যে কোন নির্ধারিত স্যামসাং আউটলেট থেকে ডিভাইস ক্রয়ের পর, স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল ফোনে একটি এসএমএস পাবে, যেখানে কেনা পণ্যের সাথে প্রাপ্ত অফার বা পুরস্কারের বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।

           

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত