ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

পাকিস্তানের পাল্টা হামলা প্রতিরোধে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা

অনলাইন ডেস্ক
৮ মে, ২০২৫ ১৯:৩
অনলাইন ডেস্ক
পাকিস্তানের পাল্টা হামলা প্রতিরোধে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা

পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ধারাত থেকে ব্ল্যাকআউট ঘোষণা করেছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গুরদাসপুর জেলায় আজ (৮ মে) রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করেছে জেলা প্রশাসন। সীমান্তে ভারতীয় প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে স্থাপিত HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লাঞ্চারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মিরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, ভারত বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে পাকিস্তানের ৬টি এলাকায় মোট ২৪টি আঘাত হেনেছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। পাকিস্তান এটিকে তাৎক্ষণিক প্রতিরোধ বলছে এবং ভারতের হামলার যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

    

প্রাসঙ্গিক
    মন্তব্য

    পাকিস্তানজুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, ২৫টি ভূপাতিত

    অনলাইন ডেস্ক
    ৮ মে, ২০২৫ ১৬:৩২
    অনলাইন ডেস্ক
    পাকিস্তানজুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, ২৫টি ভূপাতিত

    পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঝে গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত।

    বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান।

    গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দুই দেশের দুই সপ্তাহের সীমান্ত উত্তেজনার পর বুধবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এই হামলার দাতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। তার হুমকির মাঝেই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

    বুধবারের হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।

    রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত চার সৈন্য আহত হয়েছেন। এর আগে, তিনি বলেছিলেন অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।

    এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জমায়েত হয়েছেন। এ সময় অনেকেই সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান। লাহোরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

      অনলাইন ডেস্ক
      ৮ মে, ২০২৫ ১৪:০
      অনলাইন ডেস্ক
      ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

      ভারত ফের সামরিক আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারোপ ড্রোন পাঠিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

      আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। 

      এ ছাড়া তিনি জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে চারজন সেনা আহত হয়েছে। লাহোর, এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুড়, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।  

      তবে এসব ড্রোনের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

      এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। 

      পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে 'আজ শাহজাইব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        লাহোরে দুটি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

        অনলাইন ডেস্ক
        ৮ মে, ২০২৫ ১২:৪৮
        অনলাইন ডেস্ক
        লাহোরে দুটি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

        গত কয়েক ঘণ্টায় পাকিস্তানের লাহোরে দুটি সন্দেহভাজন ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

        মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পাঞ্জাব শহরের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

        তবে সূত্রটি এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। ওই পুলিশ কর্মকর্তার শুধু বলেছেন, কর্মকর্তারা ‘এই যন্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত পরীক্ষা করছেন।’

        এর আগে প্রকাশিত আল-জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের লাহোরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

        স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, শহরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

        এদিকে বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাঞ্জাব এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের নিরীহ শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

        ভারত জানিয়েছে, পাকিস্তানের গুলিতে ভারত-শাসিত কাশ্মীরে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

        উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। তবে পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

          অনলাইন ডেস্ক
          ৮ মে, ২০২৫ ১২:৮
          অনলাইন ডেস্ক
          পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

          ভারতের হামলার প্রতিক্রিয়ায় গোলাবর্ষণ করেছে করেছে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৭ মে) মধ্যরাতে সৈনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

          ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর এক্স-এ পোস্ট করে জানিয়েছে, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী অবকাঠামোর ওপর ভারতের হামলার পর ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত রাখে প্রতিপক্ষরা। এতে ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার নিহত হয়েছেন। হোয়াইট নাইট কোরের জিওসি এবং সমস্ত র‌্যাঙ্কের সদস্যরা তার সর্বোচ্চ আত্মত্যাগকে সালাম জানায়।

          আরও বলা হয়, দিনেশ ৭ মে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান। আমরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানাই। সেনাবাহিনী ভুক্তভোগীদের পাশে আছে।

          কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তীব্র আর্টিলারি হামলার প্রথম দফা সমাপ্তের পর ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়েছে বলে জানায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এ দিন গোলাবর্ষণে কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

          ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্রের গুলি বিনিময় শুরু হয়। বেলা গড়ালে তা ভারী আর্টিলারি যুদ্ধে রূপ নেয়। পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোটে এবং রাজৌরির লাম, মঞ্জাকোট এবং গম্ভীর ব্রাহ্মণায় গোলাবর্ষণ সবচেয়ে তীব্র ছিল। ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছে।

          পাকিস্তানের গুজরানওয়ালার আকাশে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাত ৩টা ৪৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে সেটি গুজরাট জেলার ডিঙ্গা এলাকার একটি মাঠে গিয়ে পড়ে—এমনটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

          ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে।

          প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশপাশের এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত