ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

পরিবহন সংকটে জর্জরিত বাঙলা কলেজে শিক্ষার্থীদের স্বস্তির মুক্তি

ক্যাম্পাস প্রতিনিধি
১ মে, ২০২৫ ১৫:৩৬
ক্যাম্পাস প্রতিনিধি
পরিবহন সংকটে জর্জরিত বাঙলা কলেজে শিক্ষার্থীদের স্বস্তির মুক্তি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। প্রায় পনেরো হাজার শিক্ষার্থী সমৃদ্ধ এই কলেজটি নানা সমস্যা আর সংকটে জর্জরিত। এর মধ্যে অন্যতম হলো নিজস্ব পরিবহন ব্যবস্থার স্বল্পতা।

ছাত্র-ছাত্রী পরিবহণের জন্য এতোদিন বাস ছিলে মাত্র দুটো। ‘স্বাধীনতা’ ও ‘বিজয়’ নামে এ দুটো বাস নিয়মিত পরিবহন-সেবা দিয়ে আসলেও প্রায় সময়েই একটি চলমান থাকলে অপরটি বসিয়ে রাখতে হতো। যার ফলে, পর্যাপ্ত পরিবহনের অভাবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হতো নানা ভোগান্তিতে। ভাড়া নিয়ে বাসের হেল্পারের সাথে বাক-বিতণ্ডা, নারী শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের অসদাচরণ; এসবের জেরে বাস আটকানো এখানকার নিয়মিত ঘটনা। ফলে প্রায়ই কলেজ প্রশাসনকে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে আলোচনায় বসতে হতো। শিক্ষার্থীরা বার বার আলোচনায় বসার পরেও সমাধান না পেয়ে যারপরনাই বিরক্ত।

অবশেষে তাদের কিছুটা স্বস্তি মিলছে। কলেজের পরিবহন সুবিধা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কলেজ প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষার পর কলেজের পরিবহণ পুলে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস, যার নামকরণ করা হয়েছে ‘মুক্তি’। নতুন এই বাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কলেজের পরিবহন কমিটি জানিয়েছে, ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাহিদা মেটাতে এই নতুন বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার (৩০শে এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাসটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। নব সংযোজিত ‘মুক্তি’ বাসের উদ্বোধন পর্ব শেষে অধ্যক্ষ বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরিবহন সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং আমার কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে আমরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মুক্তি বাস যুক্ত হওয়া একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ভবিষ্যতে আরও বাস সংযোজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যাতায়াত আরও সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করলেও আরো বাসের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের মতে, বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা এখনো অপ্রতুল। তিনটি বাস থাকলেও পরিবহনের দুর্ভোগ এখনো পুরোপুরি কমেনি। পরিবহনব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নতির জন্য আরও বাস সংযোজন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং রুট সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তারা আশা করছেন, প্রতিশ্রুত বাসগুলো দ্রুত সরবরাহ করা হলে তাদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ অনেকাংশে কমবে।

এ ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদুজ্জামান মন্ডল বলেন, ‘নতুন বাস আমাদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। এটি যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করবে। এখন থেকে ক্লাসে ছাত্রদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধির আশা করছি। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আরও বাস যুক্ত না হলে পুরোপুরি সমাধান সম্ভব নয়। আমরা আশা করি, কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মুক্তি’ বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে ক্যাম্পাসে পৌঁছাবে এবং বেলা আড়াইটায় ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

মন্তব্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব

ক্যাম্পাস প্রতিনিধি
৩০ এপ্রিল, ২০২৫ ২০:৩৭
ক্যাম্পাস প্রতিনিধি
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫। 

আগামী ১২ মে পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সের (৪৬৫ নং) পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং ৭টা ৩০ মিনিটে দুটি করে ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক মঞ্চস্থ হবে, যার মাধ্যমে মোট ১৮টি নাটক দর্শকদের সামনে উপস্থাপিত হবে।

এবারের নাট্যোৎসবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ফুটে উঠবে। নবীন নাট্যনির্দেশকদের সৃজনশীলতা, নাট্যদৃষ্টি এবং পারফরম্যান্সের দক্ষতার মাধ্যমে প্রতিটি প্রযোজনা নান্দনিকভাবে মঞ্চায়নের জন্য তারা নিরলস পরিশ্রম করছেন। এই কোর্সের তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

৪ মে থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে ‘ইতি বিনোদিনী’ (নির্দেশনা: তৃপ্তি রাণী রায়) এবং ‘কোকিলারা’ (নির্দেশনা: মনিসা সাহা)। এরপর ৫ মে মঞ্চে আসবে ‘তেজ’ (নির্দেশনা: আফিয়া জাহান প্রার্থনা) এবং ‘ভার্সেস অব ব্লাড এন্ড ফায়ার’ (নির্দেশনা: মো. শাকিল আহমেদ)। ৬ মে উপস্থাপিত হবে ‘কোয়েশ্চান মার্ক’ (নির্দেশনা: জাফরিন হক তরু) এবং ‘লেডি আওই’ (নির্দেশনা: পিপাসা সাহা গৌরী)। 

৭ মে দর্শকরা দেখতে পাবেন ‘বীক্ষণ’ (নির্দেশনা: পরাগ বর্মণ) এবং ‘পাখি’ (নির্দেশনা: ইশরাত জান্নাত)। ৮ মে মঞ্চস্থ হবে ‘ভেরোনিকার নতুন জীবন’ (নির্দেশনা: রাফেল আফ্রাদ) এবং ‘অতসী মামী’ (নির্দেশনা: ফারহানা আমবেরীন লিওনা)। ৯ মে প্রদর্শিত হবে ‘কাঁটাতারে প্রজাপতি’ (নির্দেশনা: পল্লব কুমার বিশ্বাস) এবং ‘জিনের বাদশা’ (নির্দেশনা: ফাতেমা তুজ যাহরা)। 

১০ মে মঞ্চে আসবে ‘লবিং’ (নির্দেশনা: মো. শাহীন আলম) এবং ‘মৃত্যুঞ্জয়’ (নির্দেশনা: সামিয়া সুলতানা চারু)। ১১ মে উপস্থাপিত হবে ‘ডলস হাউজ’ (নির্দেশনা: প্রিয়াংকা রাণী দাস) এবং ‘গেম অব গ্রিড’ (নির্দেশনা: লাবণী রাণী পন্ডিত)। উৎসবের সমাপনী দিন ১২ মে মঞ্চস্থ হবে ‘দ্যা স্টেশনারি শপ অব তেহরান’ (নির্দেশনা: সুমাইয়া খান কানিজ) এবং ‘মুক্তি?’ (নির্দেশনা: হাবিবা আক্তার পিংকী)

আয়োজকরা বলেন, ‘থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের হাতে তৈরি এই নাটকগুলো দর্শকদের জন্য একই সঙ্গে শিক্ষামূলক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলে  আশাবাদী।’

মন্তব্য

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
৩০ এপ্রিল, ২০২৫ ২০:২২
ক্যাম্পাস প্রতিনিধি
তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কলেজ শাখা ছাত্রদল। 
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) এর নেতৃত্বে কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে উপস্থিত আলোচকদের সামনে নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর প্রোগ্রাম অফিসার অনিক, রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা।

আলোচনা সভায় উপস্থিত আলোচকবৃন্দরা ৩১ দফায় উল্লেখিত বিষয়গুলো তুলে ধরে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে এবং সাধারণ মানুষের মাঝে এই ৩১ দফার ন্যায় দাবিগুলো পৌঁছে দিবে।

৩১ দফার মধ্যে উল্লেখিত কয়েকটি বিষয় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা (Rainbow Nation) ও 'জাতীয় সমন্বয় কমিশন ('National Reconciliation Commission') পঠন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠণ ও শক্তিশালীকরণ। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। 

 আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। "সবার জন্য স্বাস্থ্য" এবং "সর্বজনীন চিকিৎসা" ব্যবস্থা কার্যকর করাসহ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উপস্থাপিত বাকি দফা গুলো।

মতবিনিময় সভায় ৩১ দফা আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। শিক্ষার্থীরা সমসাময়িক বিষয়ে প্রশ্নোত্তর পর্বে আলোকচদের প্রশ্ন করেন এবং উপস্থিত আলোচকরা শিক্ষার্থীদের প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরেন। 

মন্তব্য

ববি সাংবাদিক সমিতির নতুন দায়িত্বে জাহিদ-রবিউল

ক্যাম্পাস প্রতিনিধি
৩০ এপ্রিল, ২০২৫ ১৬:৪
ক্যাম্পাস প্রতিনিধি
ববি সাংবাদিক সমিতির নতুন দায়িত্বে জাহিদ-রবিউল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি ও দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা।  

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল) , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন ( প্রতিদিনের বাংলাদেশ) , দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকন্ঠ) , কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন, ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা৷ নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম৷ 

নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে আসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।

ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নোবিপ্রবিতে বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৯ এপ্রিল, ২০২৫ ২০:৬
    ক্যাম্পাস প্রতিনিধি
    নোবিপ্রবিতে বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা - ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    আজ মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এখনই ঠিক করে ফেলো। মেধার স্বাক্ষর রাখার এবং সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করার এখনই উপযুক্ত সময়। তাই শিক্ষার্থীরা যারা যে বিষয়ে আগ্রহী প্রত্যেকে নিজের জায়গায় প্রতিভার স্বাক্ষর রাখবে এটাই প্রত্যাশা। আমরা বিশ্বাস করি যেখানে সমস্যা সেখানেই সম্ভাবনা। আমরা এ সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। প্রাপ্তিগুলোকে অবশ্যই আমাদের কর্মজীবনে কাজে লাগাতে হবে। আমাদের নানা সীমাবদ্ধতা থাকবে তবে আপনারা যদি পরামর্শ দেন তাহলে আমরা সেই সীমাবদ্ধতাকে জয় করতে পারবো।

    এসময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী চাইলে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিছু শিখতে পারে। তাই এই প্রতিযোগিতামূলক বাজারে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সমাজকে কিছু দিতে হবে। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান বৃদ্ধির জায়গা। তাই এখনই সময়কে কাজে লাগাতে হবে। আমি তোমাদের সার্বিক সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

    এছাড়াও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. ডি. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না। এছাড়াও অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

     

    মন্তব্য
    সর্বশেষ সংবাদ
      সর্বাধিক পঠিত