ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

গোবিপ্রবি ছাত্রদলের কমিটিতে সভাপতি-সিনিয়র সভাপতিসহ পদ পেলেন ছাত্রলীগের ১৫ জন

নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৫ ২০:৩
নিজস্ব প্রতিবেদক
গোবিপ্রবি ছাত্রদলের কমিটিতে সভাপতি-সিনিয়র সভাপতিসহ পদ পেলেন ছাত্রলীগের ১৫ জন

গোবিপ্রবি প্রতিনিধি: ৫ই আগষ্টের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকলেও স্বৈরাচার হাসিনার পতনের পর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন অনেকেই। যাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে যুক্ত ছিলেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে। ছাত্রদলের কার্যক্রমকে গতিশীল কারার অংশ হিসেবে গত ১৪ মার্চ রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( গোবিপ্রবি) ছাত্রদলের ৫৪ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি ঘোষণা করা হয়। সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি, সিনিয়র সভাপতি সহ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী দুর্জয় শুভ। তিনি ইতিপূর্বে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের অনুসারী ছিলেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। যেখানে একটি ছবিতে তাকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম সারিতে দাড়িয়ে মিছিল করতে দেখা যায়।

একই ভাবে সিনিয়র সহ সভাপতি হিসেবে পদ পাওয়া মাহমুদুল হাসান রাকিবকে সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের ব্যানার ধরে প্রথম সারিতে দাড়িয়ে মিছিল করতে। এছাড়াও তাকে ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপের শীর্ষস্থানীয় নেতা হিসেবে চিনে আসছেন সবাই। সে সময়ে তাকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহন করতে দেখা যায়।

অন্য দিকে সিনিয়র সাধারণ সম্পাদক পদ পাওয়া শাহরিয়ার গালিবকে ৫ই আগস্টের পূর্বে আওয়ামীলীগের পক্ষে ফেসবুকে লেখালেখি করা ও নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে নিয়মিত পোস্ট করতে দেখা গেছে। একইভাবে ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেও কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মোঃ ফারুক খন্দকার। ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে তাকে সামনের সারিতে দেখা গেছে।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া শফিকুল ইসলামকে ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান আগমন করলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির দাবি নিয়ে তাদের সাথে দেখা করতে যান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া আরেক নেতা শাহজাহানকে ২০২৩ সালে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যায়।

একই ভাবে ইতিপূর্বে ছাত্রলীগের কর্মী থেকেও ছাত্রদলের কমিটিতে পদ পেয়েছেন। কমিটিতে সহ সভাপতি হিসেবে পদ পেয়েছেন জহিরুল ইসলাম জহির, শেখ মেহেদী হাসান সাকিব ও আনোয়ার হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মোঃ সাইফুল্লাহ, মোঃ তৌফিক রহমান আকাশ, মোঃ সাব্বির আহম্মেদ শুভ, কৌশিক মোঃ রাজেল প্রামাণিক, সজীব ঘোষ,অপি সরকার। এছাড়াও ছাত্রলীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নাহিদুর রহমান সাকিব (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) পেয়েছেন প্রচার সম্পাদকের পদ।

চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা চন্দ্রনাথ মজুমদারের ডান হাত খেতো মোঃ জুয়েল হোসেন ছাত্রদল নেতাদের সাথে নিয়মিত বিভিন্ন মিছিল মিটিংয়ে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছেন। এমনকি দেখা করছেন ছাত্রদল ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে।

ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার বিষয় অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, " আমি ছাত্রদলের সদস্য হওয়ার ফরম পূরণ করেছি। আমি ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা লেখালেখি হচ্ছে।"

পূর্বে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে ছাত্রদলের সিনিয়র সভাপতি মাহমুদুল হাসান রাকিব বলেন,"আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমাদের ময়মনসিং বিভাগীয় ছাত্র ছাত্র সংসদ এই ক্যাম্পাসে ভালো একটা অবস্থান ছিল। সেসময় আমি ময়মনসিংহ ছাত্র সংসদের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলাম। তখন ময়মনসিংহ বিভাগীয় কিছু বড় ভাই ছিল যারা অত্যান্ত প্রভাবশালী এবং ছাত্রলীগের নেতা ছিল। বিভাগীয় সংগঠনে আমার একটি বড় সার্কেল ছিল। প্রথম বর্ষের হওয়ায় বড় ভাইরা মাদকবিরোধী মিছিল বলে আমাদের নিয়ে যায়। মিছিলে এক পর্যায়ে তারা আমাকে সামনে দিয়ে দেয়। আর আমি যদি অরিজিনাল ভাবে ছাত্রলীগ করতাম তাহলে জীবনের রিস্ক নিয়ে গোপালগঞ্জের মতো যায়গায় আওয়ামী লীগের আমলে ছাত্রদল করতাম? আমিতো নতুন ছাত্রদল করি না। আমি আওয়ামী লীগের আমল থেকে ছাত্রদলের সাথে যুক্ত আছি।"

ইতিপূর্বে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে সভাপতি দুর্জয় শুভ'র সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

সদ্য কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ পাওয়ার বিষয়ে সাধারণ সম্পাদক আমিনুল বিদ্যুৎ বলেন," আমি কি বলবো। আমার বলার মতো কিছু নেই। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। "

কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় সহ সভাপতি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পর্যবেক্ষক মাসুদ রানা রিয়াজ বলেন, " গোপালগঞ্জ জেলা একটি আওয়ামী অধ্যুষিত এলাকা। এখানে আওয়ামী লীগের আমলে কাজ করাই অসম্ভব ছিল। আর আমাদের কর্মীরা সবাইতো অর্থনৈতিক ভাবে সামর্থ্যবান না। তাই তাদেরকে হলে থাকতে হয়েছে। আওয়ামী লীগের আমলে হলে থাকতে হলে বাধ্যতামূলক অনেক সময় ছাত্রলীগের মিছিলে যেতে হয়েছে। এখানে প্রকাশ্যে কাজ করার মতো পরিস্থিতি ছিল না। তারপরও অনেকেই চেষ্টা করেছে কাজ করার জন্য।"

তিনি আরও বলেন, " আমরা সদস্যের ভোটের মাধ্যমে কমিটি গঠন করেছি। আমরা যখন ভোট নিয়েছি তখন কেউ এমন অভিযোগ করেনি। কারোর থেকে কারোর বিরুদ্ধে অভিযোগ পাইনি। ভোটের ফলাফল আমরা প্রতিনিধি দল ঘোষণা করে আসছি। আমাদের সাধারণ সম্পাদক চীন সফর শেষ করে যাচাই বাছাই শেষে কমিটি ঘোষণা করেন। এখন যে অভিযোগ গুলো উঠছে সেই বিষয় গুলো যদি কেউ আমাদের কাছে অভিযোগ আকারে দেয় সে গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই করে দেখবেন। আমাদের কেন্দ্রীয় সংগঠন বিষয়টি দেখবেন। "

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা-সভা ও ইফতার

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ মার্চ, ২০২৫ ১৯:৫৬
    নিজস্ব প্রতিবেদক
    ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা-সভা ও ইফতার

    মুজাহিদুল ইসলাম: ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের মাঠে ছাত্রদলের আলোচনা-সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৮ মার্চ) রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের মাঠে মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের উদ্যোগে এই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু.যহুর আলী। রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

    এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিকুজ্জামান প্রিতমসহ ছাত্রদলের নেতৃবৃন্দেরা।

    অনুষ্ঠানে ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত সকলের মাঝে ঐতিহাসিক বদর যুদ্ধ দিবসের ইতিহাস তুলে ধরেন। তারা জানান, বর্তমান প্রজন্মের কাছে ইসলামের গৌরবময় ইতিহাস তুলে ধরতেই তাদের এই আয়োজন।

    এছাড়াও দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত পরিবেশে একসাথে ইফতারি ও আলোচনা-সভার আয়োজন করতে পেরে তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানের শুরুতে আলোচনা-সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা-সভা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি করা হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

      নিজস্ব প্রতিবেদক
      ১৮ মার্চ, ২০২৫ ১৯:৫৩
      নিজস্ব প্রতিবেদক
      জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

      শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার পরিবর্তন করা হয়েছে।

      মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

      এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধু কর্ণার (গ্রন্থাগার ও হল) এর নতুন নামকরণ করা হয়েছে।

      এছাড়া একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে 'বিদ্রোহী হল' এবং ছাত্রী হলের নাম 'বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল' পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে। এছাড়া 'শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ' নাম পরিবর্তন করে 'বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ' এবং বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম 'জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার', শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বুলবুল শিশু পার্ক।

      উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পরই নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় আন্দোলনকারীরা। পরে হল দুটির নাম কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম 'বিদ্রোহী' কবিতা ও 'শিউলিমালা' গল্পগ্রন্থের নামে পরিবর্তন করার দাবি জানায় শিক্ষার্থীরা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবির ১২৮ জনের তালিকা চূড়ান্ত নয়, হবে অধিকতর তদন্ত

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ মার্চ, ২০২৫ ১৭:৫৯
        নিজস্ব প্রতিবেদক
        ঢাবির ১২৮ জনের তালিকা চূড়ান্ত নয়, হবে অধিকতর তদন্ত

        ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

        মঙ্গলবার (১৮ মার্চ) জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৭ মার্চ) সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।

        সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে গঠিত কমিটি ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্ত করবে। এই কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে।

        বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শিগগিরই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

        বিজ্ঞপ্তিতে আরও ‍উল্লেখ করা হয়, সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জুলাই গণঅভ্যুত্থানে হা’মলা: জবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি প্রশাসন!

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ মার্চ, ২০২৫ ১৬:২৫
          নিজস্ব প্রতিবেদক
          জুলাই গণঅভ্যুত্থানে হা’মলা: জবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি প্রশাসন!

          ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

          জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

          সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

          তবে তালিকায় থাকা দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

          তালিকায় ৮২ নম্বরে ইব্রাহিম সানিমের নাম রয়েছে, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। আর তালিকায় ১২১ নম্বরে রয়েছেন মাহমুদুল হাসান আকাশের নাম, যিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের মার্কেটিং বিভাগের সভাপতি।

          এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বলেন, ‘যারা হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে সিন্ডিকেটে বহিষ্কার করা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের যারা এ তালিকায় আছে, তাদের বহিষ্কারের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হবে।’

          জানতে চাইলে ঢাবির প্রক্টর সাহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সোমাবার গণমাধ্যমকে বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

          এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

          তদন্ত কমিটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই হামলার সবচেয়ে খারাপ বিষয় হলো নারী শিক্ষার্থীদের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে যাওয়ার পথে আহত শিক্ষার্থীদের ওপর হামলা। এছাড়া জরুরি বিভাগের ভেতরে আহতদের ওপর হামলা করা হয়েছে এবং তাদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত