ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বৈষম্যহীন-নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৫৪
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যহীন-নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাঙলা কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বাঙলা কলেজ প্রতিনিধি: সরকারি বাঙলা কলেজ প্রশাসনের কাছে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবিগুলো উত্থাপন করেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ কলেজটির অধ্যক্ষর কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব মো. ফয়সাল রেজা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের লক্ষ্যে কলেজ প্রশাসনের কাছে পেশকৃত দাবিসমূহ হলো:

• কলেজ ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন চালু করা। • ছাত্রাবাসের ডাইনিংয়ে মানসম্মত খাবার পরিবেশন এবং ভর্তুকি প্রদান করা। • কলেজের লাইব্রেরিকে একটি আধুনিক ও মানসম্মত লাইব্রেরিতে রূপান্তর করা। • প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস সংস্কার করা। • দ্রুত ছাত্রী হোস্টেল নির্মাণ করা। • পয়ঃনিষ্কাশন ব্যাবস্থার উন্নয়ন করা। • খেলার মাঠ সংস্কার করা। • নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা। • দ্রুততম সময়ের মধ্যে কলেজের লেক পরিষ্কার করা। • আন্দোলনকারী এবং অন্যান্য শিক্ষার্থীদের যারা নির্যাতন ও হয়রানী করেছে তাদের ছাত্রত্ব বাতিল করা। • নবনির্মিত ছাত্রাবাসের নামকরণ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগরের নাম অনুযায়ী করা। • কলেজ ক্যাম্পাসকে ধুমপান ও মাদকমুক্ত ঘোষণা করা। • নিকটস্থ বার উচ্ছেদ করা। • কলেজের দখলকৃত জমি উদ্ধার করা। • বাঙলা কলেজ সাংবাদিক সমিতি পুনর্গঠন করা। • বাঙলা কলেজ পরিবার নামক ফেসবুক গ্রুপ কলেজ প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রণ করা। • ভর্তি ফি এবং অন্যান্য ফি সরকার ও বিশ্ববিদ্যালয় নির্ধারিত হারের অতিরিক্ত না নেয়া। • কলেজ ক্যাম্পাসে র‍্যাগিং, হয়রানি ও ইভটিজিং বন্ধে পদক্ষেপ নেয়া।

স্মারকলিপি প্রদান শেষে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান বলেন, “বৈষম্যহীন,সাম্য ও মানবিক ক্যাম্পাস বিনির্মাণ ছাত্রদলের অঙ্গীকার। আমরা সরকারি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দাবি কলেজ প্রশাসনের কাছে তুলে ধরেছিছি। আশা করি প্রশাসন শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে।”

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন, "শিক্ষার্থীদের দাবিগুলো যথাযথভাবে পর্যালোচনা করা হবে এবং প্রশাসনিকভাবে সম্ভাব্য সমাধান খুঁজে বের করা হবে।"

প্রাসঙ্গিক
    মন্তব্য

    খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসমাপনী উৎসব শুরু

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৪৮
    নিজস্ব প্রতিবেদক
    খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসমাপনী উৎসব শুরু

    খুবি প্রতিনিধি: 'বিশ', 'টু জিরো', আমরা অরিঞ্জয়ী- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের 'বিবৃত্ত ২০' ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাকোর্স সম্পন্ন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু হয়েছে।
    আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় ট্রাক র‌্যালির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে র‌্যালিটি শেষ হয়। এছাড়াও এইদিন কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়েছে।
    কর্মসূচির দ্বিতীয় দিন (মঙ্গলবার) ফরমাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে ‘নগরবাউল জেমস’ ‘মেঘদল’ এবং ‘ক্রিপটিক ফেইট’ পারফর্ম করবে।
    আয়োজক কমিটি বলেন, জীবন একটি যাত্রা। এই যাত্রায় রয়েছে নানান রঙের স্মৃতি। বিশ্ববিদ্যালয় জীবন এর মধ্যে অন্যতম। এখানে প্রতিদিন গল্প তৈরি হয়। আমরাও সেই গল্পের অংশ। আমরা, 'বিবৃত্ত ২০' এই গল্পগুলোকে লালন করেই সামনে অগ্রসর হতে চাই। বিবৃত্ত একটি অন্তহীন যাত্রার প্রতীক। এই যাত্রায় ঘুরেফিরে আমরা বারবার ১০৬ একরের অঙ্গনে ফিরে আসি, আমাদের রঙিন দিনগুলোকে উদযাপন করি। আমরা জেন জি, আমরা অভয় প্রজন্ম। সকল ভয়কে জয় করে অন্তহীন যাত্রায় একসাথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।
    বিবৃত্ত আয়োজিত র‍্যাগ'২৫ আয়োজনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশের গল্প ও স্মৃতিগুলো মধুময় হয়ে থাকুক। জীবনযাত্রার নতুন বাঁকে সবার আগামী দিনগুলো সুন্দর ও নিরাপদ হোক। সবার মনে বেঁচে থাকুক, 'অদম্য প্রতিবিম্ব রেখা, শূন্যে দুই শূন্য লেখা।'
    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, 'শিক্ষাসমাপনী উৎসবের অন্যতম আকর্ষণ কনসার্ট এবং ট্রাক র‌্যালি। যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এর পাশাপাশি কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
    এদিকে শিক্ষাসমাপনী উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্নে খুলনার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও ২০ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আজম খান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ হোসেন আহম্মদ, সহকারী পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ রোকনুজ্জামান, র‌্যাব-৬ এর ডিএডি মোঃ নজরুল ইসলাম, ডিজিএফআই খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক অনিমেষ মন্ডল, হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতান প্রমুুখ।
    এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী এবং ২০ শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৭
      নিজস্ব প্রতিবেদক
      জাবির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

      ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৯ দিনব্যাপী ভর্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা শুরু হয়েছে। শেষ দিনে ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলছে।

      সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘সি-১’ ইউনিটের ভর্তিচ্ছুদের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।

      শেষ দিনে চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা। চতুর্থ শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

      ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৫ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি লড়বেন ৮৬ জন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী।

      এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৫৮ জন এবং ছাত্রী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসনপ্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

      ভর্তি পরীক্ষার সার্বিক তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (juadmission.org) পাওয়া যাবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৯
        নিজস্ব প্রতিবেদক
        ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

        ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি লিখেন, ‘যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না।’

        রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি ওই স্ট্যাটাস দেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

        ‘গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় যারা সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে বারবার জাস্টিফাই করেছে; তারাই পিলখানা হত্যাকাণ্ড, ইলিয়াস আলীকে গুম করা , আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধকরণ, কিংবা বিএনপি-জামায়াতসহ অন্যান্য বিরোধীদল নির্মূলসহ প্রতিটি ধাপে আওয়ামী লীগের প্রধানতম সহযোদ্ধা ছিল। এই ঘটনা নিশ্চয়ই নতুন না; একই আদর্শের লিগ্যাসি বহনকারী কিছু পূর্বপুরুষের কারণেই বাকশাল কায়েম হয়েছিল।

        শাহবাগ কায়েম করে যে সকল সংগঠনের সহযোগিতায় আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিতে রূপ নিয়েছে এবং ছাত্রদল ও ছাত্রশিবিরকে গত ১৬ বছর নির্বিচারে গুম, খুন ও ক্রসফায়ার দেওয়াকে যারা জোটবদ্ধভাবে উদ্‌যাপন করেছে, তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে এই প্রজন্ম যথেষ্ট অবগত।

        যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে; তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না। আমরা ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ।

        ঢাবি শিবির সভাপতির ফেসবুক স্ট্যাটাস

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতি বই মেলা শুরু মঙ্গলবার

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতি বই মেলা শুরু মঙ্গলবার

          বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রথমবারের মত শহীদ আবু সাঈদ বই মেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

          আজ রবিবার (১৬জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শওকাত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

          সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২.৩০ মিনিটে শহীদ আবু সাঈদ বই মেলার উদ্বোধন করা হবে। উপাচার্যের সভাপতিত্বে শহীদ আবু সাঈদের বাবা ও শহীদ ফেলানির বাবা উদ্বোধন করবেন।

          প্রশাসন থেকে প্রথমবারের মত আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলায় থাকছে ১৮ টি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের ১৭ টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

          এছাড়াও পাঁচ দিন ব্যাপী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। লেখক-পাঠক আড্ডা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন ২.৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।

          বই মেলায় ২১ শে ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই শিকদার এবং সমাপণী দিনে উপস্থিত থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

          আবু সাঈদ বই মেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো.ইলিয়াছ প্রামানিক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো.শাহজাহান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত