ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম

বাকৃবিতে প্রথমবারের মতো টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২২ ১০:৩২
নিজস্ব প্রতিবেদক
বাকৃবিতে প্রথমবারের মতো টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত

রায়হান আবিদ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় তরুণ সমাজকে উদ্বুদ্ধকরনে আত্ম উন্নয়ন, অভিব্যক্তি, বাস্তবমুখী গল্প, আবহাওয়া ও জলবায়ুসহ মোটিভেশনমূলক কথা বলেন স্পিকাররা।

শনিবার (২৪ডিসেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।

টেডএক্স হলো স্পিকারের একটি প্রদর্শনী। এখানে আমণন্ত্রিত বক্তারা তাদের জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা শুনান । শ্রেতাদের মাঝে সবকিছু নতুন দৃষ্টিকোণে ভাবতে শেখায়। কর্মশালা গুলো একাডেমিক ও কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

তরুণ সমাজকে নতুন ধারণা এবং উল্লেখযোগ্য বক্তৃতা প্রদানের মাধ্যমে উৎসাহয়িত করেন উপস্থিত সাত জন বক্তা। তারা হলেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, লেখক ও ডিজিটাল মিডিয়া কৌশলবিদ সাদমান সাদিক, বিজ্ঞানী ও অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান সিকদার, বসুন্ধরা গ্রুপের জনসংযোগের (শাখা এ) প্রধান ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল, জলবায়ু নীতি অ্যাডভোকেট ও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের গ্লোবাল ফ্যাসিলিটেটর জুহাইর আহমেদ কৌশিক, অ্যানিমেটর ও কার্টুনিস্ট মাহাথির মাহমুদ অন্তিক।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ স্বপ্নিল আহমেদ জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালা সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অনসূয়া চক্রবর্তী ও শাহেদ জাকির অপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ক্যরিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার ১.০ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:২৬
    নিজস্ব প্রতিবেদক
    রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার ১.০ অনুষ্ঠিত

    লিমন আহমেদ, রাবি: সেইভ আওয়ার সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'ক্যাম্পাস পিকচার ১.০' অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পারিবারিক সম্পর্কের অবস্থান এই প্রতিপাদ্যে শনিবার (২৪ ই ডিসেম্বর,২০২২ খ্রিস্টাব্দ) বিকাল ০৩:০০ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সেইভ আওয়ার সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান রিপার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা জনাব তারেক নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব গোলাম কিবরিয়া, সমাজকর্ম বিভাগ।

    উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সভাপতি কাজী আবুল কালাম।এছাড়াও উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম সহ সাবেক ও বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি কাজী আবুল কালাম, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম কিবরিয়া, সমাজকর্ম বিভাগ এবং সংগঠনের কার্যক্রম, নীতিমালা, সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখে সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম।

    সমাপনী ব্যক্তব্যে ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সেইভ আওয়ার সোসাইটির সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয় হলো-এক পর্যায়ে যখন আমরা পরিবার থেকে বাহিরে চলে আসি বিশ্ববিদ্যালয় জীবনে, চাকরি জীবনে তখন পরিবারের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। তাদের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা এবং জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আমাদের কতটা দায়িত্বশীল হতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইউল্যাবে চলছে ৪ দিনব্যাপী মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ ডিসেম্বর, ২০২২ ২১:৫৫
      নিজস্ব প্রতিবেদক
      ইউল্যাবে চলছে ৪ দিনব্যাপী মোবাইল-চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

      রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এবং বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কর্তৃক যৌথভাবে আয়োজিত চার দিনব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

      ইউল্যাব-এর ক্যাম্পাসে কর্মশালাটি চলবে চলতি মাসের ২৩, ২৪, ৩০ ও ৩১ তারিখ পর্যন্ত। কর্মশালাটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে গোয়েথে ইন্সটিটিউট, বাংলাদেশ।

      বিনামূল্যে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ সামগ্রী ছাড়াও প্রশিক্ষণার্থী ও শিক্ষক প্রতিনিধিদের জন্য যাতায়াত ও খাবারের ব্যবস্থা থাকবে। কর্মশালাটিতে অংশগ্রহণ করছে জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার হাই স্কুল এবং কে কে ফাউন্ডেশন স্কুলের ষষ্ঠ থেকে দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০ জন স্কুলগামী শিক্ষার্থী।

      উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ’ এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়।

      মূলত মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এ আয়োজন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ৫ দিন

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯
        নিজস্ব প্রতিবেদক
        নজরুল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ৫ দিন

        জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শীতকালীন অবকাশ শুরু হচ্ছে আগামী রবিবার (২৫ ডিসেম্বর)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

        বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. ম. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

        শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর পর্যন্ত হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

        প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, হলে অনেক শিক্ষার্থী আছেন, যারা শীতকালীন অবকা‌শে বাড়িতে যা‌বেন না। অ‌নে‌কেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাছাড়া অ‌নে‌কেই টিউশ‌নির সা‌থে যুক্ত। তারা যেন কোনও ধরনের বিপাকে না পড়েন, সেজন্য হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৭
          নিজস্ব প্রতিবেদক
          ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে নন-ফিকশন বইমেলা বসছে সোমবার

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা ২০২২। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ৬ষ্ঠ বারের মতো তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করছে।

          শনিবার (২৪ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

          সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। তিনি বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।

          তিনি আরো বলেন নন-ফিকশন বইমেলা এরইমধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে ।

          সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর মেলায় অংশ নিচ্ছে সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা। এগুলো হলো আদর্শ, জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, ঐতিহ্য, নালন্দা প্রকাশনী, দিব্যপ্রকাশ, তাম্রলিপি, রকমারি, জাগৃতি প্রকাশনী, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, সময় প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন,এএইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, সংহতি প্রকাশন, শ্রাবণ প্রকাশনী, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাতিঘর, অন্যপ্রকাশ,  বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পাঠক সমাবেশ,মাওলা ব্রাদার্স, অনন্যা, কথাপ্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, সাহিত্য প্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, স্বরে অ, ডেইলি স্টার বুকস, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।

          মেলায় দর্শনার্থীরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন। বইয়ের বিকিকিনির পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র‍্যাফল ড্রর আয়োজনও থাকছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত