ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

ঢাকা মেডিকেল থেকে আর ফেরা হলো না জবি ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২২ ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল থেকে আর ফেরা হলো না জবি ছাত্রীর

ব্রেইন ইনফেকশন জনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঞ্জুমান আরা সুখী নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জান গেছে। বুধবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ১১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন তার সহপাঠী হাসান সজীব।

সুখী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা নামক গ্রামে। তিনি ছিলেন পরিবারের প্রথম সন্তান। তার বাবার নাম আব্দুল আউয়াল খান।

আরো পড়ুনঃ মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ছয় অংকের ডিজিটে।

সুখীর সহপাঠী হাসান সজীব জানান, আঞ্জুমান আরা সুখী বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। পরবর্তীতে পেটে ব্যথা ও সর্দি নিয়ে ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসক নির্দিষ্ট করে রোগ চিহ্নিত করতে পারেনি।

এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, সুখী খুব ভালো একজন মানুষ ছিলো। সবার প্রিয়। হঠাৎ করেই আমাদের ছেড়ে গেল। আমরা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, সকালে জানতে পারলাম এক শিক্ষার্থী মারা গেছে। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।

এদিকে শোকাহত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পরিবারও। শোক প্রকাশ করছেন সুখীর সহপাঠী ও স্বজনরা। ফেসবুকে কেউ সুখীর হয়ে সকলের কাছে ক্ষমা চাচ্ছেন আবার কেউ স্মৃতি চারণ করছেন।

আরো পড়ুনঃ সিত্রাংয়ে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী প্রকাশ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাড়লো অধিভুক্ত সাত কলেজের ভর্তির সময়

    নিজস্ব প্রতিবেদক
    ২৫ অক্টোবর, ২০২২ ১৯:৩৭
    নিজস্ব প্রতিবেদক
    বাড়লো অধিভুক্ত সাত কলেজের ভর্তির সময়

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তির সময় দুই দিন বাড়িয়ে ২৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ মঙ্গলবাব বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

    সময় বর্ধিত করার কারন হিসাবে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 

    অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, ঘোষণা অনুযায়ী রাজধানীর সরকারি সাত কলেজের বিষয়  ভর্তি কার্যক্রমের আজই ছিলো শেষ দিন। আজকের মধ্যেই মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছিলো। তবে গত দুইদিনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে  শিক্ষার্থীদের সুবিধার জন্য আরো দুইদিন সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা আগামী ২৭ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। বিষয়টি প্রত্যেকটি কলেজকে অবহিত করা হয়েছে।

    এর আগে গত ১৬ অক্টোবর (রোববার) সরকারি সাত কলেজের বিষয় কলেজ পছন্দের ৩য় এবং সর্বশেষ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে এবছরের জন্য সাত কলেজের ভর্তি পরীক্ষা ফলপ্রকাশ সংক্রান্ত যাবতীয় বিষয় শেষ হতে চলেছে। ভর্তি নির্দেশনায় বলা হয়, আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। যা আজ বর্ধিত করে ২৭ অক্টোবর করা হয়েছে।

    ইতোপূর্বে তিন ধাপে সকল আসনের বিপরীতে শিক্ষার্থীদের কলেজ বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিটি আসন নিশ্চিত করতে শিক্ষার্থীদের জমাকৃত টাকা ভর্তির ক্ষেত্রে অগ্রিম হিসেবে গণ্য করা হবে যা পরবর্তীতে চূড়ান্তভাবে মনোনীত কলেজের নির্ধারিত ফি এর সাথে সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      র‌্যাংকিংয়ে নর্থ সাউথের সমপর্যায়ে আসতে পারায় ঢাবিকে নর্থ সাউথের ভিসির অভিনন্দন: বিতর্কের সৃষ্টি

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ অক্টোবর, ২০২২ ২০:২৫
      নিজস্ব প্রতিবেদক
      র‌্যাংকিংয়ে নর্থ সাউথের সমপর্যায়ে আসতে পারায় ঢাবিকে নর্থ সাউথের ভিসির অভিনন্দন: বিতর্কের সৃষ্টি

      যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। যৌথ অবস্থানে থাকার পরও নিজেদেরকে সেরা দাবি করে দিনব্যাপি উৎসব করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

      টিএইচই প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। অনেকের মতে যৌথ ভাবে তালিকায় অবস্থান করেও উৎসব, উৎযাপনে এগিয়ে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। যা নেট দুনিয়ায় সৃষ্টি করেছে তুমুল বিতর্ক। পক্ষে বিপক্ষে চলছে ট্রলও।

      যদিও পরে নিজেদের অবস্থান নিয়ে কথা বলেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। র‌্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করায় ঢাবিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেছেন, র‌্যাংকিংয়ে আমাদের সমপর্যায়ে থাকায় ঢাবিকেও অভিনন্দন। তিনি গতকাল রবিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুকে এ অভিনন্দন জানান।

      যদিও ঢাবি এবং নর্থ সাউথের এমন যৌথ অবস্থান অনেকেই মানতে নারাজ। তাদের মতে দুইটি বিশ্ববিদ্যালয় প্রকাশিত তালিকা অনুযায়ী একই সমান্তরালে অবস্থান করছে না। তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে দেখাতে চেয়েছেন নর্থ সাউথ নয় ঢাবিই তালিকা অনুযায়ী প্রথম হয়েছে।

      আলোচিত বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ই নাম্বার ওয়ান টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে। নর্থ সাউথ প্রথম নয়। টাইম হায়ার এডুকেশনের পর্যবেক্ষণে পাঠদান, গবেষণা, সাইটেশন, ইন্ডাস্ট্রি ইনকাম ও আন্তর্জাতিক আউটলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে - ১৫.২, ৮.৬, ৮৫.৯, ৩৭.৩, ৪৩.১ মোট= ১৯০.১ অন্যদিকে নর্থ সাউথের স্কোর যথাক্রমে- ১২.৭, ৯.৩, ৮৭.৮, ৩৬.৯, ৩৪.৮ মোট= ১৮১.৫। ৮.৬ নম্বর কম নিয়ে তারা যে চিৎকার করছে আর আনুষ্ঠানিকভাবে এই মিথ্যা অস্থিত্ব জাহির করতে তাতে বোঝাই যায়, তারা ভেতরে ভেতরে চরম হীনমন্যতায় ভুগছে।”

      এর আগে ১২ অক্টোবর টিএইচই এর প্রকাশিত এই তালিকায় বাংলাদেশ থেকে নাম উঠেছে মোট ১৫টি বিশ্ববিদ্যালয়ের।

      টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রয়েছে ৬০১ থেকে ৮০০–এর মধ্যে। তালিকা অনুযায়ী  নর্থ সাউথের অবস্থানও ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। তৃতীয় অবস্থানে থাকা বাকৃবি রয়েছে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বেরোবিতে বাঁধনের রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ অক্টোবর, ২০২২ ১৫:৫৩
        নিজস্ব প্রতিবেদক
        বেরোবিতে বাঁধনের রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন

        পুলক আহমেদ, বেরোবি প্রতিনিধিঃএকের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান দিয়ে আজ ২৪ অক্টোবর বাঁধনের রজতজয়ন্তীকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর জোন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

        স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৪ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আনন্দ শোভাযাত্রা বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ইত্যাদি কর্মসূচি পালন করেন।আনন্দ শোভাযাত্রা এর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

        বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জোনের সাধারণ  সম্পাদক নাহিদ বলেন “সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানব সেবায় ২৫ বছর পার করতে চলছি আমরা বাঁধন। দীর্ঘ ২৫ বছর ধরে যারা সংগঠনের জন্য জীবনের মূল্যবান অতীতকে নীরবে নিভৃতে বিসর্জন করে চলেছেন, তাদের জন্য এই মুহূর্তটির অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।

        “যাদের হাত ধরে সংগঠনের জন্ম ও বিকাশ, তাদের বেশিরভাগের বয়সই অর্ধশতকের দিকে ছুটছে।

        ‘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জোন এর প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক কুমার বিশ্বজিৎ বলেন, ৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’ এই প্রতিপাদ্যে উদযাপন হবে সংগঠনটির রজতজয়ন্তী।

        এ পর্যন্ত সংগঠনটি সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে ২০ লাখ ১৭ হাজার মানুষকে।

        উল্লেখ্য ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা করে বাঁধন.

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জবির গণিত বিভাগের ৪ শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ অক্টোবর, ২০২২ ১০:৬
          নিজস্ব প্রতিবেদক
          জবির গণিত বিভাগের ৪ শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল

          জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৪ শিক্ষার্থীকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

          গতকাল রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর অর্থায়নে এই পদক দেওয়া হয়। একই সাথে গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াও হয়। এই নিয়ে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ৪র্থ বারের মতো এমন সংবর্ধনার আয়োজন করলো ফাউন্ডেশনটি।

          আয়োজিত অনুষ্ঠানে স্নাতক ক্যাটাগরিতে শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তর ক্যাটাগরিতে সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারীকে স্বর্ণপদক, নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

          অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশী কবির এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত