ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২২ ১৫:৪৫
নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনা আক্রান্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দুজনেই শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র আরও জানিয়েছে, কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    করোনা সংক্রমণের দায় বিএনপিকে নিতে হবে : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ১১ জানুয়ারি, ২০২২ ১৫:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    করোনা সংক্রমণের দায় বিএনপিকে নিতে হবে : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিধিনিষেধ না মেনে বিএনপি কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।

    আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার জনস্বার্থে বিধিনিষেধ জারি করেছে বলেও দাবি করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোট গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

    মন্ত্রী বলেন, সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে বিএনপি নেতারা করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছেন।

    তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্বক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারো সেই পথে হাঁটালে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।

    এদিকে, গতকাল সোমবার করোনা রোধে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসির ফল

      নিজস্ব প্রতিবেদক
      ১১ জানুয়ারি, ২০২২ ১৫:২৬
      নিজস্ব প্রতিবেদক
      ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসির ফল

      এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। আগামী মাসের (ফেব্রুয়ারি) প্রথম সপ্তাহে-এর ফল প্রকাশ করা হতে পারে। এবং সে লক্ষে আজ মঙ্গলবার দেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

      করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়া বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। ওইদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

      ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরীর কাজ শুরু করা হচ্ছে। নতুন পদ্ধতিতে এবছরের পরীক্ষা হওয়ায় ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সে কারণে মঙ্গলবার দেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠক করে এসব বিষয়ে প্রস্তাবনা তৈরি করবে। সকাল ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

      ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ চলছে।

      তিনিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এইচএসসি ফল প্রকাশের সম্ভাবনার কথা জানান।

      তবে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।

      প্রসঙ্গত, ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাভারে স্কুলে ভর্তির দাবিতে সড়ক অবরোধ

        নিজস্ব প্রতিবেদক
        ১১ জানুয়ারি, ২০২২ ১৫:২২
        নিজস্ব প্রতিবেদক
        সাভারে স্কুলে ভর্তির দাবিতে সড়ক অবরোধ

        সাভারে ভর্তি হতে না পেরে দ্বিতীয় দিনের মতো স্কুলের প্রধান গেটের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী ও অভিবাবকরা। ভর্তির দাবিতে স্কুলটির সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

        মঙ্গলবার বেলা ১১ টার সময় সাভার অধরচন্দ্র স্কুলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা।

        শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রোকেয়া হক আশ্বাস দিয়েছিলেন লটারি হলেও প্রাথমিক শাখার সব শিক্ষার্থী মাধ্যমিক শাখায় ভর্তির সুযোগ পাবে। কিন্তু আমরা প্রায় ৭০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছি না। আমাদের বিভিন্ন মহল থেকে আশ্বাস দেয়া হয়েছিলো। গতকাল সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখা হয়েছিলো। এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত পাইনি।

        এ বিষয়ে একজন অভিভাবকের সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা পড়াশোনা করছে। এবং স্কুল থেকে বলা হয়েছিলো সর্বাধিক সুযোগ দেয়া হবে এইসব শিক্ষার্থীদের। হঠাৎ করে কেন বা কি কারনে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমরা এখনও জানিনা। বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি এখনও পালন করছে না শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আমাদের সন্তানদের এখন কোথায় নিয়ে যাব তা ভেবে পাচ্ছিনা।

        অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ বলেন, সরকারি প্রক্রিয়ায় স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বর্তমানে নতুন করে ভর্তির কোনো সুযোগ নেই। যারা রাস্তায় নেমেছে তারা মূলত লটারি মানতে পারছেন না।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চট্টগ্রামে স্টেডিয়ামে শিক্ষার্থীদের টিকাদান শুরু

          নিজস্ব প্রতিবেদক
          ১১ জানুয়ারি, ২০২২ ১৫:২০
          নিজস্ব প্রতিবেদক
          চট্টগ্রামে স্টেডিয়ামে শিক্ষার্থীদের টিকাদান শুরু

          চট্টগ্রামে স্কুল ও কমিউনিটি সেন্টারের পর এবার স্টেডিয়ামে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। শিক্ষার্থীদের করোনার টিকাদান জোরদার করার জন্য স্বাস্থ্য বিভাগ এমন পদক্ষেপ নিয়েছে।

          গতকাল সোমবার চট্টগ্রামের তিনটি কমিউনিটি সেন্টারে টিকাদান শুরু হয়েছে। এর মধ্যে একটি ছিল আগ্রাবাদের আবদুল্লাহ কমিউনিটি সেন্টার। আবদুল্লাহ কমিউনিটি সেন্টার রাস্তার ওপর হওয়ায় শিক্ষার্থীদের দাঁড়াতে সমস্যা হচ্ছিল। এ কারণে টিকাকেন্দ্রটি সরিয়ে আজ স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আনা হয়।

          স্টেডিয়ামে সকাল ৯টায় ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। কাল বুধবার থেকে আরও একটি টিকাকেন্দ্র বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া রীমা কমিউনিটি সেন্টার ও সিরাজদৌলা সড়কের হল সেভেন ইলেভেনে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে।

          এ নিয়ে জানতে চাইলে শিক্ষার্থীদের টিকাদান পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ডেপুটি সিভিল সার্জন আসিফ খান বলেন, খোলামেলা পরিবেশের জন্য আবদুল্লাহ কমিউনিটি সেন্টার থেকে টিকাকেন্দ্র সরিয়ে স্টেডিয়ামে নেওয়া হয়েছে। সেখানে স্টেডিয়ামের শীতাতপনিয়ন্ত্রিত সম্মেলনকক্ষে টিকাদান চলছে। আজ ১৭ হাজার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। কাল থেকে শিক্ষার্থীদের জন্য আরেকটা কেন্দ্র বাড়ানো হবে। নতুন করে চট্টগ্রাম অফিসার্স ক্লাবে টিকাদান করা হবে।

          গত ৯ ডিসেম্বর থেকে চট্টগ্রামের চারটি স্কুলে শিক্ষার্থীদের টিকাদান চলছে। টিকাদানে গতি আনার জন্য গতকাল কমিউনিটি সেন্টারে টিকা দেওয়া শুরু হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত