ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: ভারতীয় পণ্যের ওপর অতিরক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল মঙ্গলবার নিজের বাসভবন মার–এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘যদি কোনও দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের ওপর কোনও কর চাপাইনি।’ এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়।’

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের চেয়ারে বাসার আগেই তিনি ভারত ও ব্রাজিলকে হুমকি দিলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও পারস্পরিক চাপাব।’

এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, ‘নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন এটাই আশা করা উচিত।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ডেস্ক রিপোর্ট: অতঃপর ভারতকেও ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা।

    এটি এমন একটি তালিকা, যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।

    আইসিই জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে।

    আইসিই’র তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজারই ভারতীয়।

    সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

    বহু সংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। বৈধতার আবেদনে দু-তিন বছরও সময় লাগতে পারে।

    যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় সবার ওপরে রয়েছে হন্ডুরাস। দেশটির ২ লাখ ৬১ হাজার অবৈধ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে। এরপর গুয়াতেমালার রয়েছে ২ লাখ ৫৩ হাজার অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন ৩৭ হাজার ৯০৮ জন অভিবাসী নিয়ে শীর্ষে। ভারত রয়েছে ১৩তম স্থানে।

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে।

    যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    সূত্র: এনডিটিভি

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন

      নিজস্ব প্রতিবেদক
      ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৬:১১
      নিজস্ব প্রতিবেদক
      অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন

      ডেস্ক রিপোর্ট: নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসন মুখোমুখি হন তিনি। খবর রয়টার্সের।

      অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ এমপি। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ এমপি, আর বিপক্ষে ছিলেন ৮৪ জন।

      এর আগে, গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইওলের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

      এর ফলে, দেশটিতে দেখা দেয় চরম রাজনৈতিক সংকট ও অস্থিরতা। ইওলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া।

      এদিকে, দেশটির সাংবিধানিক নিয়মানুযায়ী ১৮০ দিনের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে পদচ্যুতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ

        নিজস্ব প্রতিবেদক
        ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৯:২২
        নিজস্ব প্রতিবেদক
        মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ

        ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

        সম্প্রতি ঐতিহাসিক এক অনাস্থা ভোটে প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রোঁ।

        মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ৭৩ বছর বয়সী বায়রু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

        ফ্রান্সে সবশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।

        এদিকে গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

          নিজস্ব প্রতিবেদক
          ১২ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫২
          নিজস্ব প্রতিবেদক
          টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

          আন্তর্জাতিক ডেস্ক: টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

          বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে টাইম ম্যাগাজিন এতথ্য জানিয়েছে।

          বিবৃতিতে বলা হয়েছে, টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বছরের সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

          টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ভালো ও খারাপের জন্য ২০২৪ সালের সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।

          তিনি আরও বলেন, মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। যিনি আমেরিকান রাজনীতির পুনর্বিন্যাস করছেন।

          জ্যাকবস বলেন, টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মান নিয়ে সর্বদা একটি বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতে হবে যে এই বছর অতীতের চেয়ে সহজ সিদ্ধান্ত ছিল।

          গত সোমবার (৯ ডিসেম্বর) এ বছর প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে টাইম। এরপর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে ম্যাগাজিনটি ট্রাম্পের নাম ঘোষণা করে।

          ৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবার তাকে এই খেতাব দেওয়া হয়। ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত