দেশের চারটি বিভাগের দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খেলাধুলার সরঞ্জাম কিনতে এক লাখ ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিদ্যালয়গুলোর জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় চার বিভাগের ২৪৬টি উপজেলার দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়কে নিড বেসড প্লেয়িং এক্সেসরিজ কিনতে ২২ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি এ টাকা মঞ্জুরি ও ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে।
এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে মোট বিলের ৬৪ দশমিক ৮০ শতাংশ জিওবি বাবদ ও আরপিএ বাবদ ৩৫ দশমিক ২০ শতাংশ ব্যয় করতে হবে। কোনো অবস্থাতেই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না। অগ্রিম টাকা উত্তোলন করা যাবে না। টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তরের তালিকা ও নির্দেশনা অনুযায়ী টাকা ব্যয় করতে হবে।