১ লাখ ৫০ হাজার টাকা করে পেল দেড় লাখ প্রাথমিক বিদ্যালয়

দেশের চারটি বিভাগের দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খেলাধুলার সরঞ্জাম কিনতে এক লাখ ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিদ্যালয়গুলোর জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় চার বিভাগের ২৪৬টি উপজেলার দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়কে নিড বেসড প্লেয়িং এক্সেসরিজ কিনতে ২২ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি এ টাকা মঞ্জুরি ও ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে।
এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে মোট বিলের ৬৪ দশমিক ৮০ শতাংশ জিওবি বাবদ ও আরপিএ বাবদ ৩৫ দশমিক ২০ শতাংশ ব্যয় করতে হবে। কোনো অবস্থাতেই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না। অগ্রিম টাকা উত্তোলন করা যাবে না। টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তরের তালিকা ও নির্দেশনা অনুযায়ী টাকা ব্যয় করতে হবে।
১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর প্রকাশ করা হবে। শনিবার (৩০ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ছয় মাসের আইসিটি সনদধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন। তবে এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী ছয় মাসের সনদধারীদের নিয়োগ বন্ধ করা হয়। যা এমপিও নীতিমালা-২০২১-এ বহাল রাখা হয়েছে। এরপরও ছয়মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিট করেছেন। রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যাওয়া এবং নতুন বেঞ্চে মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আটকে গেছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান এনটিআরসিএ আদালতের রায় নিয়ে ঈদুল ফিতরের পর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আইসিটি সনদধারীদের বাদ দিয়েই বিশেষের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে দেরি হচ্ছে। আশা করছি, ঈদের পর আপিল বিভাগ এ বিষয়ে একটি মতামত দেবেন। এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করবো।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আবেদন করেন তিন লাখ ৪৩ হাজার ৪০৭ জন।
চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।
বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণী সভা করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার যদি দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ না দেখা যায় তাহলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫০৯১২, ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এসআই পদের বুদ্ধিমত্তা ও মৌখিকের মাসব্যাপী পরীক্ষা শুরু ৯ মে

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
শনিবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ৯ মে থেকে ধাপে ধাপে নেওয়া হবে। পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত। প্রতিদিন দুই বেলা পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টায় এবং বেলা ২টায়।
পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে http://police.teletalk.com.bd/home.php নতুনভাবে প্রবেশপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ হেডকোয়ার্টার্স, ৬ ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকায় উপস্থিত হতে হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য গত ডিসেম্বরে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১৭ ফেব্রুয়ারি। এরপর অনুষ্ঠিত হয় কম্পিউটার দক্ষতা পরীক্ষা। উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার লক্ষ্যে এবার নতুন নিয়মে এসআই পদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ।
ইবতেদায়ি (পঞ্চম), নাহবেমির (সপ্তম), শরহে বেকায়া (দ্বাদশ), মেশকাত (স্নাতক) ও হিফজ—মোট পাঁচটি স্তরে এ পরীক্ষা হয়।
আজ শনিবার বিকেলে রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বেফাক জানিয়েছে, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৫ হাজার ৬৩১ জন, এর মধ্যে ১ লাখ ২ হাজার ৭২৭ জন ছাত্র, ১ লাখ ২২ হাজার ৯০৪ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকা ‘মুমতায’ অর্থাৎ স্টার মার্কস পেয়েছে ৩৩ হাজার ৪৩৩ জন, প্রথম বিভাগ (জায়্যিদ জিদ্দান) পেয়েছে ৩৭ হাজার ৬৬৫ জন, দ্বিতীয় বিভাগ (জায়্যিদ) পেয়েছে ৪০ হাজার ৯০৭ জন, তৃতীয় বিভাগ (মাকবুল) পেয়েছে ৫৪ হাজার ৬৮৩ জন। পরীক্ষার ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে। পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে।
মন্তব্য