সিরাজগঞ্জে শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে “ইকো ভলেন্টিয়ার্স” নামে একটি সংগঠন। দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের হাতে শীতে উষ্ণতা তুলে দেয় সংগঠনটি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশনের দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী ও পূজা রানী শীল।
ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী বলেন, “আমরা গত ৩ দিন ধরে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা ঘুরেছি এবং এই এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত যারা তাদের শীত বস্ত্র বিতরণ করছি। ইকো ভলেন্টিয়ার্স চায় আমাদের শহর পরিচ্ছন্ন রাখার কাজে যারা নিয়োজিত, তারা যেন শীতে কষ্ট না করে।”
ইকো ভলেন্টিয়ার্সের আরেক সদস্য পূজা রানী শীল বলেন, “পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি আমাদের চলমান থাকবে। আর সিরাজগঞ্জ জেলা যেন পরিচ্ছন্নতা বজায় রাখতে ও দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা ইকো ভলেন্টিয়ার্সের পক্ষে থেকে খুব শীঘ্রই মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করব।”
সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মী আমেনা জানান, “বেশীরভাগ সময়ই ভোরে এবং রাতে আমাদের পরিচ্ছন্নতার কাজ করতে হয়, তখন শীতে কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”
ইকো ভলেন্টিয়ার্স একটি পরিবেশবাদী সংগঠন। যারা পরিবেশের উন্নয়ন, পরিবেশ রক্ষণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনে কাজ করছে।