শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ইকো ভলেন্টিয়ার্সের কম্বল বিতরণ

সিরাজগঞ্জে শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে "ইকো ভলেন্টিয়ার্স" নামে একটি সংগঠন। দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের হাতে শীতে উষ্ণতা তুলে দেয় সংগঠনটি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশনের দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী ও পূজা রানী শীল।
ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী বলেন, "আমরা গত ৩ দিন ধরে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা ঘুরেছি এবং এই এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত যারা তাদের শীত বস্ত্র বিতরণ করছি। ইকো ভলেন্টিয়ার্স চায় আমাদের শহর পরিচ্ছন্ন রাখার কাজে যারা নিয়োজিত, তারা যেন শীতে কষ্ট না করে।"
ইকো ভলেন্টিয়ার্সের আরেক সদস্য পূজা রানী শীল বলেন, "পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি আমাদের চলমান থাকবে। আর সিরাজগঞ্জ জেলা যেন পরিচ্ছন্নতা বজায় রাখতে ও দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা ইকো ভলেন্টিয়ার্সের পক্ষে থেকে খুব শীঘ্রই মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করব।"
সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মী আমেনা জানান, "বেশীরভাগ সময়ই ভোরে এবং রাতে আমাদের পরিচ্ছন্নতার কাজ করতে হয়, তখন শীতে কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আমি অনেক খুশি।"
ইকো ভলেন্টিয়ার্স একটি পরিবেশবাদী সংগঠন। যারা পরিবেশের উন্নয়ন, পরিবেশ রক্ষণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনে কাজ করছে।
জাবির ছাত্রী হলে চুরি, শঙ্কিত শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধিঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) ফজিলাতুন্নেসা হলে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চুরির ঘটনা ঘটে। হলের তিনটি রুমের জানালার কাঁচ ভেঙে নগদ অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে।
ফজিলাতুন্নেসা হলের চারুকলা বিভাগের আবাসিক শিক্ষার্থী মুমু বলেন, রাত ২টা থেকে আড়াইটার দিকে আমি জানালার কাঁচ ভাঙার শব্দ পাই। শীতকালীন বন্ধের কারণে হলে মেয়েরা কম থাকায় আমি ভয় পেয়ে চুপ থাকি। পরে ভোর ৪টার দিকে ৪৫ ব্যাচের এক মেয়ে দেখে জানালার পাশ থেকে এক ছেলে তার রুমে টর্চ লাইট মারছে। সে ভয়ে চিৎকার করলে চোর পালিয়ে যায়। এ ঘটনায় আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
হলে চুরির বিষয়টি নিশ্চিত করে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, 'হলে চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি এবং হলের সঙ্গে সংশ্লিষ্ট অনান্য শিক্ষকগণ হলে গিয়েছিলাম। আমরা হলের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।'
এ প্রসঙ্গে হলের ছাত্রীদের অভিযোগ, এর আগেও হলে কয়েকবার চুরির ঘটনা ঘটছে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও হল প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
আইসিপিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ঢাবি

বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-এর ‘এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল’-এ ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দল চ্যাম্পিয়ন হয়েছে ।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়মান রাশিদ, জুবায়ের রহমান নির্ঝর এবং অয়ন শাহরিয়ার।
উক্ত প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে ভারতের ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব টেকনোলজি-মাদ্রাজ এর দল এবং তৃতীয় হয়েছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল।
গত ২৪ ডিসেম্বর ২০২২ একাধিক ভেন্যুতে আইসিপিসি-এর ‘এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দলগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ভেন্যুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় এশিয়া-পশ্চিম আঞ্চলিক মহাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৬৭টি দল অংশগ্রহণ করে।
আইসিপিসি সারা বিশ্বে সর্বাধিক মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে পরিচালিত । প্রতি বছর বিশ্বের বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী দলের অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত (ICPC World Final) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা শুরু, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে ৩-দিন ব্যাপী ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা আজ ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে নন-ফিকশন বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন। এই মেলা বই কেনা ও বই পড়ার প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলায় দেশের ৩৯টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় সব বই-এ ৩০ভাগ মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ২৮ ডিসেম্বর বইমেলা শেষ হবে।
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে রাহা, ইমরান

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সানজিদা আক্তার রাহা সভাপতি এবং ইমরানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাত সাড়ে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল ইসলাম, এবং যুগ্ম সম্পাদক খাদিজা আক্তার রিয়া। কোষাধ্যক্ষ আশিকুর রহমান আশিক, সহকারী কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, গণসংযোগ সম্পাদক আবু সুফিয়ান আরমান, উপ-গণসংযোগ সম্পাদক রাবেয়া জাহান তারিন, গণসংযোগ অফিসার মাহমুদুল হাসান তুহিন, প্রকাশনা সম্পাদক মো. ইমাম হোসেন, উপ-প্রকাশনা সম্পাদক মোহসিন আলম রনি, প্রকাশনা বিষয়ক অফিসার জেবা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক হানিয়া বিনতে আসলাম, উপ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক সানজিদা ইসলাম সন্ধ্যা, গবেষণা ও উন্নয়ন বিষয়ক অফিসার সুনন্দ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, সহকারী-সাংগঠনিক সম্পাদক মো. নুর রাব্বি, সংগঠন বিষয়ক অফিসার মেহেদি হাসান রাফি, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রবিন খিসা, নাহিদ সুলতান ঋজু, ফাইজুল ইসলাম কানন, ইয়াসিন আরাফাত হিমেল, এবং ফোরকান আমিন শাওন।
এ ছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্যে ৩৬ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনিত করা হয়। নোবিপ্রবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলম, উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং অধ্যাপক ড. শফিকুল ইসলাম । সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মফিজুল ইসলাম, ড. মো. আব্দুস সালাম, ড. কাওসার হোসেন, ড. সাইফুল ইসলাম।
সায়েন্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক মো. ইমরানুর রহমান বলেন, 'সায়েন্স ক্লাব আবেগ ও ভালবাসার এক জায়গার সাথে এক বিরাট পরিবারও।পরিবারের সবাই একসাথে মিলে যেভাবে আমরা এতদূর এগিয়ে এসেছি, সামনেও সকলে মিলে আরও এগিয়ে যাব। আমাদের সকলের মধ্যে একজন বিজ্ঞানী হওয়ার যে সুপ্ত আকাঙ্ক্ষায়টা লুকিয়ে আছে তা ফুটিয়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সায়েন্স ক্লাবের মাধ্যমে সকলকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার চেষ্টা করে যাব আমরা। বিজ্ঞান তার আপন গতিতে এগিয়ে চলছে, আর এই চলার পথে আমরা আমাদের যা ক্ষুদ্র জ্ঞান আছে তা সকলের মাঝে ছড়িয়ে দিব যা আমাদের এই চলার পথটুকু মসৃণ করতে সাহায্য করবে।আর এইভাবেই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।'
সভাপতি সানজিদা রাহা বলেন, ' সূচনালগ্ন থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এবং উপদেষ্টা প্যানেলের সম্মানিত শিক্ষক বৃন্দের দিকনির্দেশনায় শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ২য় কার্যনির্বাহী কমিটি সেই ধারা অব্যহত রাখতে কাজ করে যাবে। এছাড়াও সংগঠনটির কার্যক্রম আরোও সুসংগঠিত করতে বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে গবেষণার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। ক্লাবের কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনার জন্য বরাবরের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আমাদের একান্ত কাম্য।'
মন্তব্য