ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ১৬ জুন, উপস্থাপিত হবে বাজেট

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন, ২০২২ ৮:৫২
নিজস্ব প্রতিবেদক
ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ১৬ জুন, উপস্থাপিত হবে বাজেট

আগামী বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে

এ উপলক্ষে সিন্ডিকেটের এক সভা আজ রবিবার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন।

সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং উক্ত বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কৃষি গুচ্ছে সিলেকশন বাদ, পরীক্ষা দিতে পারবেন সবাই

    নিজস্ব প্রতিবেদক
    ১৩ জুন, ২০২২ ৮:৪৮
    নিজস্ব প্রতিবেদক
    কৃষি গুচ্ছে সিলেকশন বাদ, পরীক্ষা দিতে পারবেন সবাই

    সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। রবিবার (১২ জুন) কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলতি বছরের যোগ্য প্রার্থীরাও অংশ নেবেন। এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

    জানা গেছে, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

    কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগের ৭টি বিশ্ববিদ্যালয়সহ এবার নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হয়েছে। সে হিসেবে মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা।

    এর আগে বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা ভর্তিচ্ছুদের তিনগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। কিন্তু এবার সে নিয়ম থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

    অধ্যাপক শহীদুর রশীদ বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ফি, বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যাসহ যাবতীয় বিষয় পরবর্তী সভায় আলোচনা করা হবে। সভাটি শিগগিরই অনুষ্ঠিত হবে।

    ২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।

    প্রসঙ্গত, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় সিলেকশন বাতিল অথবা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ভর্তিচ্ছুরা। তারা বলেছিলেন, ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেখানে কৃষি গুচ্ছে মাত্র ৩৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুগো বঞ্চিত হবে। এই অবস্থায় সিলেকশন বৃদ্ধি অথবা একাধিক শিফটে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছিলেন তারা।

    এদিকে, আজ কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় সিলেকশন বাতিলের সিদ্ধান্তের ফলে ভর্তি পরীক্ষায় বসতে পারবে সবাই।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চতুর্থ গণবিজ্ঞপ্তি: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু ১৬ জুনের পর

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জুন, ২০২২ ১২:৩৭
      নিজস্ব প্রতিবেদক
      চতুর্থ গণবিজ্ঞপ্তি: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু ১৬ জুনের পর

      চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসেই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে জানানো হবে।

      রবিবার (১২ জুন) = এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

      এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গত ৭ জুন আমাদের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়েছে। এখন আমরা ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করব। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

      কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে এনামুল কাদের খান আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলে বলা যাবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        পদ্মা সেতু উদ্বোধনের কারণে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার তারিখ

        নিজস্ব প্রতিবেদক
        ১২ জুন, ২০২২ ১২:৩৫
        নিজস্ব প্রতিবেদক
        পদ্মা সেতু উদ্বোধনের কারণে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার তারিখ

        স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‍আর সেজন্য একদিন আগানো হয়েছে এসএসসি পরীক্ষার তারিখ।

        রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।0

        সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন রুটিন অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন। ২৫ জুন ইংরেজী ২য় পত্র বিষযের পরীক্ষা হওয়ার কথা থাকলেও উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি এখন ২৪ জুন হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৬১ দেশের জনসংখ্যা ছাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

          নিজস্ব প্রতিবেদক
          ১২ জুন, ২০২২ ১১:৩২
          নিজস্ব প্রতিবেদক
          ৬১ দেশের জনসংখ্যা ছাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

          জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সংখ্যা পেছনে ফেলেছে ৬১টি দেশের জনসংখ্যাকে। বৃহস্পতিবার (৯ জুন) ভর্তি আবেদনের শেষ দিন ছিল।

          জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।

          বিশ্বব্যাপী জনসংখ্যার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২৩৫টি দেশের মধ্যে ৬১টি দেশের জনসংখ্যা ৫ লাখ ১৪ হাজারের কম। সেই দেশগুলোর মধ্যে রয়েছে মাল্টা, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, গ্রানাডা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, গ্রিনল্যান্ড, সান মারিনোসহ আরও অনেক দেশ।

          এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২টি আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

          উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত