ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম

ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৩ ১৬:৫১
নিজস্ব প্রতিবেদক
ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ ৩৭-৩৩ পয়েন্টে অণুজীব বিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

৮ জানুয়ারি ২০২৩ রবিবার শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জিদানকে অপমান: ফ্রান্স ফুটবল প্রধানের মন্তব্যে খেপেছেন এমবাপে

    নিজস্ব প্রতিবেদক
    ৯ জানুয়ারি, ২০২৩ ১৩:৪৭
    নিজস্ব প্রতিবেদক
    জিদানকে অপমান: ফ্রান্স ফুটবল প্রধানের মন্তব্যে খেপেছেন এমবাপে

    ‘জিদান যেখানে খুশি যেতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি তার ফোন ধরতামও না’-ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নুয়েল লে গ্রায়েতের এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সে দেশের ফুটবলে।

    দিদিয়ের দেশমের সঙ্গে নতুন করে চুক্তি না হলে জিদান ফ্রান্সের নতুন কোচ হতে পারেন, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। সেটা হতেই পারে। তবে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান লে গ্রায়েতের অযাচিত মন্তব্যেই মূলত তৈরি হয়েছে বিতর্ক।

    সবাই অবগত আছেন জিদানের নৈপুণ্য সম্পর্কে। জিদানকে মনে করা হয় ফরাসি ফুটবলের কিংবদন্তি। একক নৈপুণ্যে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান জিদান, ২০০০ সালে ঘরে তোলেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

    অথচ কোচ ইস্যুতে কিংবদন্তি জিদানকে নিয়ে ন্যাক্কারজনক এক মন্তব্য করেন ফরাসি ফুটবল ফেডারেশন প্রধান। 'আরএমসি'র সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি জিদানকে (কোচ বানানোর ব্যাপার) নিয়ে কথা বলছি। তার অনেক সমর্থক আছে, কেউ কেউ দেশমের বিদায় চাইছিলেন। কিন্তু কে পারবে দেশমকে তীব্র তিরস্কার করতে? কেউই না।’

    ফেডারেশন সভাপতি আরে যোগ করেন, ‘জিদান ব্রাজিলের কোচ হবেন? তিনি যা খুশি, করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনও দেশমের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা চিন্তা করিনি। তিনি যেখানে চান, যে ক্লাবে ইচ্ছে যেতে পারেন। জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অবশ্যই না। উনি ফোন করলে আমি ধরতামও না।’

    জিদানের মতো কিংবদন্তির জন্য এমন মন্তব্য নিঃসন্দেহে অসম্মানজনক। বর্তমান সময়ে ফ্রান্স জাতীয় দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে মুখ খুলেছেন এমন ন্যাক্কারজনক মন্তব্যের জেরে।

    সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লে গ্রায়েতের নিন্দা করে এমবাপে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে কিছুতেই এভাবে অসম্মান করা যায় না।’

    ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি ওদিয়া কাস্তেরা আরও একধাপ এগিয়ে জিদানের কাছে গ্রায়েতকে ক্ষমা চাইতে বলেছেন। এমনকি ফেডারেশনের সভাপতি পদ উল্লেখ করার সময়েই ইনভার্টেড কমা ব্যবহার করেন। যাতে বিতর্ক আরও তীব্র হয়েছে। তার টুইট বয়ান, ‘খেলার একজন কিংবদন্তিকে চূড়ান্ত লজ্জাজনক অপমান। যাতে আমরা সকলেই আহত। ফ্রান্সের একজন ক্রীড়া সংস্থার ‘প্রেসিডেন্টের’ এমন মন্তব্য করা উচিত নয়। অনুগ্রহ করে জিদানের কাছে ক্ষমা চেয়ে নিন।’

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং ক্যাম্পসে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ক্যাম্পাস, ক্যারিয়ার, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, অর্থ ও বাণিজ্য।  আপনার লেখাটি পাঠিয়ে দিন  newseditor.trc@gmail.com ঠিকানায়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সিইও না, বিসিবির সভাপতিই হতে চান সাকিব

      নিজস্ব প্রতিবেদক
      ৯ জানুয়ারি, ২০২৩ ১১:৩১
      নিজস্ব প্রতিবেদক
      সিইও না, বিসিবির সভাপতিই হতে চান সাকিব

      বিপিএল শুরুর আগেই এই টুর্নামেন্টকে নিয়ে মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে টালমাটাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। বিপিএলের সিইও হলে সাকিব মাত্র ১ থেকে ২ মাসে টুর্নামেন্টকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। তার এমন বক্তব্যের পর মুখ খুলেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। স্বাগতম জানিয়েছিলেন সাকিবকে সিইওর দায়িত্ব নিতে।

      রোববার (৮ জানুয়ারি) রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।

      এর আগে গেল শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।

      সাকিব এসময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, ১ দিনেও অনেক কিছু করা সম্ভব। যে পারে সে সবসময়ই করতে পারে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সেই সংবাদকর্মীকে আন্তরিকভাবে ‘সরি’ বললেন নাসির!

        নিজস্ব প্রতিবেদক
        ৮ জানুয়ারি, ২০২৩ ১১:৮
        নিজস্ব প্রতিবেদক
        সেই সংবাদকর্মীকে আন্তরিকভাবে ‘সরি’ বললেন নাসির!

        বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অধিনায়ক হিসাবে উপস্থিত হয়েছিলেন নাসির হোসেন। সেদিন তার কাছে এক সাংবাদিক জানতে চান খেলায় ফিরে এসে কেমন লাগছে, সাংবাদিকের এমন প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির।

        সেই সময় নাসির হোসেন উল্টো সাংবাদিককে প্রশ্ন করে বসেন, ‘আপনি কে ভাই? আপনি কি মিডিয়ার লোক? আপনি কি সাংবাদিক?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে মূহুর্তেই, যার ফলে আলোচনা-সমালোচনার মুখেও পড়ে গেছেন নাসির। তবে তার এমন প্রতিক্রিয়া ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা।

        গতকাল শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন নাসির। এরপর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের কাছে আন্তরিকভাবে সরি বলেছেন নাসির।

        এসময় তিনি বলছেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই । মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          পেলে কি পরিমাণ টাকা রেখে গেছেন?

          নিজস্ব প্রতিবেদক
          ৬ জানুয়ারি, ২০২৩ ১৯:১২
          নিজস্ব প্রতিবেদক
          পেলে কি পরিমাণ টাকা রেখে গেছেন?

          ব্রাজিল-পেরুর কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর আগমুহূর্তে পেলে বললেন, একটু অপেক্ষা করুন। জুতার ফিতে বেঁধে নিই। হাঁটু গেড়ে বসে জুতায় হাত দিলেন পেলে। ক্যামেরার ‘জুম’ করা দৃশ্যে দেখা গেল, ভালো করে জুতা পরে নিচ্ছেন পেলে। জুতাটা পুমা ব্র্যান্ডের।

          পরে জানা গিয়েছিল, সেদিন ওই মুহূর্তে জুতা বাঁধার জন্য আগেই পেলেকে ১ লাখ ২০ হাজার ডলারের প্রস্তাব দিয়ে রেখেছিল পুমা। এমনকি দৃশ্যটা ভালো করে দেখানোর জন্য ভালো পরিমাণের অর্থ দিয়েছিল ক্যামেরাম্যানকেও।

          জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার মতো পেলের মাধ্যমে পণ্যের প্রচার করেছে অন্যান্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও। ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। ২২ বছরের ক্লাব ক্যারিয়ার আর ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আয় একেবারে কম করেননি। তবে সেই আয় বিপুল অঙ্কের ছিল না।

          পেলের সম্পদের পরিমাণ কতঃ

          নিজের সময়ের সেরা হিসেবে দীর্ঘ খেলোয়াড়ি ক্যারিয়ার, এরপর বড় একটা সময়জুড়ে পৃথিবীর নানা প্রান্তে ছুটে বেড়ানো পেলে ছিলেন বিজ্ঞাপন বিশ্বের ‘সেরা মাধ্যম’। সারা জীবনে তিনি ঠিক কী পরিমাণ সম্পদ গড়েছেন, তার সঠিক অঙ্ক পাওয়া মুশকিল। তবে দৃশ্যমান চুক্তি ও বাজার বিশ্লেষণ করে একটি হিসাব দাঁড় করিয়েছে সেলেব্রিটি নেট ওর্থ।

          পোর্টালটির মতে, পেলের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার। এর বেশির ভাগই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় করা। একই তথ্য জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কাও। তাদের খবরে বলা হয়, মৃত্যুর সময় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা) সমমূল্যের সম্পদ রেখে গেছেন পেলে।

          সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ, পেতেন পেনশনঃ

          ক্যারিয়ারের শেষ বেলায় যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিলেন পেলে। নাম লিখিয়েছিলেন নিউইয়র্ক কসমসে। তিনবার বিশ্বকাপজয়ীকে বছরপ্রতি ২৮ লাখ মার্কিন ডলার দিত কসমস। যা ওই সময়ের সর্বোচ্চ ছিল।

          ২০১৫ সালে ফোর্বসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৫-৭৭ সময়ে পেলে বছরে যা আয় করতেন, এ সময় তা দেড় কোটি ডলারের সমপরিমাণ। গত সাত বছরে যা আরও বেড়েছে। পুমা ছাড়াও ভক্সওয়াগন, প্রক্টর অ্যান্ড গাম্বল, সাবওয়ে, এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিল পেলের।

          ২০১৪ সাল থেকে ব্রাজিল সরকারের কাছ থেকে পেনশন পেতেন পেলে। ব্রাজিলিয়ান ম্যাগাজিন ভেজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেনশনার হিসেবে অন্যান্য সুবিধার কথাও জানিয়েছিলেন পেলে। বলেছিলেন সিনেমা দেখা, গণপরিবহন ব্যবহারে অর্ধেক ও পূর্ণ ছাড় পান তিনি

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত