ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, ভালো আছেন নাহিদ-রিশাদ

অনলাইন ডেস্ক
৮ মে, ২০২৫ ১৮:২৫
অনলাইন ডেস্ক
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, ভালো আছেন নাহিদ-রিশাদ

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এরই মাঝে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ পেশোয়ার জালমি ও রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। তবে এখন পর্যন্ত ভালো আছেন এই দুই টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার (৮ মে) রিশাদ ঘণ্টা তিনেক ২টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এরপর নাহিদের সঙ্গে একটি ছবি শেয়ার করে রিশাদ লেখেন, ‘ভ্রাতৃত্ব’।

 এ দিকে ড্রোন ভেঙে পড়ায় স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।'

এ দিকে রাওয়ালপিন্ডিতে চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ, যা চলবে ১০ মে পর্যন্ত। কিন্তু ভারতের হামলার ঘটনার জেরে বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রেফারির দিকে বরফ ছুড়ে মারায়

    ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার

    ক্রীড়া ডেস্ক
    ২৭ এপ্রিল, ২০২৫ ১৯:২
    ক্রীড়া ডেস্ক
    ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার

    কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারায় বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ধারণা করা হচ্ছে, ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই জার্মান ফুটবলার।

    স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, তার নিষেধাজ্ঞাটা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনকি তাকে ম্যাচ হিসেবে নয়, মাস হিসেবেও নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

    মূলত ম্যাচের শেষ পর্যায়ে এমবাপ্পের এমবাপ্পে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তেই ক্ষোভে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রুডিগার। শুধু তাই নয়, অভিযোগ এসেছে রেফারির দিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মেরেছেন এই রিয়াল তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটের বক্সে থাকা বরফ ছুড়ে মারা হয়েছিলো রেফারিকে। ফলে লাল কার্ড দেখেন রুডিগার। এছাড়া, লুকাস ভাসকেজ ও জুড বেলিংহ্যামও লাল কার্ড দেখেন।

    জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করবে। নিয়ম অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। যদি ডিসিপ্লিনারি কমিটি আগ্রাসন খুঁজে পায়, তাহলে রুডিগার নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।

    যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার। সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গত রাতে আমার আচরণের জন্য কোনো অজুহাত নেই। তার জন্য আমি খুবই দুঃখিত।

    তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিটের পর আমি দলকে আর সহযোগিতা করতে পারিনি। শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করে বসি। রেফারি এবং গত রাতে যাদের হতাশ করেছি, তার জন্য আবারও দুঃখিত। 

    মন্তব্য

    ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পেতে পারে আর্জেন্টিনা

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ এপ্রিল, ২০২৫ ১৩:৫৩
    নিজস্ব প্রতিবেদক
    ব্রাজিলের অভিযোগে নিষেধাজ্ঞায় পেতে পারে আর্জেন্টিনা

    ম্যাচ শেষের পর পেরিয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারটা যেন এখনই ভুলতে চাইছে না ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ নিয়ে এবার ফিফার দরবারে অভিযোগ জমা দিতে পারে সিবিএফ। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ নিয়ে এই অভিযোগ দায়ের করা হতে পারে

    আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। তাদের ভাষ্য, ব্রাজিল সমর্থকদের দাবির ভিত্তিতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে সিবিএফ।

    ব্রাজিলের অভিযোগ প্রসঙ্গে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকরা ব্রাজিলীয়দের উদ্দেশ্যে বর্ণবাদী ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এমনকি এক আর্জেন্টিনার দর্শককে বানরের অনুকরণ করতেও দেখা যায়। সাধারণত এসব ঘটনাকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হয় আন্তর্জাতিক ফুটবলে।

    আর এসব ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে পর্যাপ্ত ভিডিও ফুটেজও সংগ্রহ করেছে সিবিএফ। জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এই ব্যাপারে নিষ্পত্তি করতে চায় ব্রাজিল

    অভিযোগের সত্যতা প্রমাণ হলে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। সে সময় মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয় ফিফা।

    পুনরাবৃত্তির ক্ষেত্রে দর্শকসংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। সবশেষ চিলিকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে এমন শাস্তি দেয়া হয়েছিল। এছাড়া মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের কারণে একই শাস্তি পেয়েছিল ব্রাজিলও।

    উল্লেখ্য, আগামী ৯ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে সেই ম্যাচেও আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জুলাই আন্দোলনে পার্কের সেই হাসিমাখা ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ এপ্রিল, ২০২৫ ১৩:২২
      নিজস্ব প্রতিবেদক
      জুলাই আন্দোলনে পার্কের সেই হাসিমাখা ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

      গেল বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। যদিও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে ছিল, ঠিক তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। পরে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়েছিলেন সাকিবের স্ত্রী। এরপর সমালোচনার বাণ ছুটে, তীব্র সমালোচনার মুখে পড়েন টাইগার অলরাউন্ডার।

      সেই সময়ে নীরব ভূমিকা নিয়ে সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সাকিব, ‘সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল।'

      'আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সব সময় বলা হয়েছে, শুধু ক্রিকেট খেলো। তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি’—আরও যোগ করেন সাকিব।

      ক্রিকেটার সাকিবের রাজনীতিতে নামাও নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এর ব্যাখ্যায় ইংরেজি দৈনিকটিকে সাকিব বলেন, ‘আমি মাত্র মাস ছয়েকের মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত ৩ দিন মাগুরায় গিয়েছি। ৪-৫ মাসই ক্রিকেট নিয়ে ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বুঝার সময় পেলাম কই? তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনে চললাম।'

      সাকিব বলেন, 'আর কোনো এজেন্ডা তো ছিল না। আমার ভাবনাই ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব। আমি চাইলেই ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তে ধীরে বুঝেশুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের দুটি মৌলিক অধিকার আছে- একটা ভোট দেওয়া আরেকটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া।’

      রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না জানিয়ে সাকিব বলেন, ‘যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা- এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কীভাবে? এখন যারা দেশ চালাচ্ছে, সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারত?’

      ‘এটা মানুষের ব্যাপার। আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনও বিশ্বাস করি আমি ঠিক ছিলাম। কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারব, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারো দাঁড়াই আবারো জয়ী হবো।’

      জুলাই আন্দোলনের পর সাকিবের দেশের হয়ে খেলাও যেন থমকে গেছে। তবে এখনো জাতীয় দলের হয়ে খেলতে চান এবং নিজের ক্যারিয়ারের একটা সুন্দর সমাপ্তি চান সাবেক এই অধিনায়ক। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি আমি ১৮ থেকে ২০ বছর (খেলা) ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি এক সিরিজ, দুই সিরিজ নাকি আরও এক বছর খেলব, সেই পরিকল্পনা করতে চাই।’

      আরও যোগ করেন, ‘দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সে জন্য আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করছি—ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি।‘

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

        নিজস্ব প্রতিবেদক
        ৫ এপ্রিল, ২০২৫ ১৩:২৩
        নিজস্ব প্রতিবেদক
        নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা চৌধুরী

        বিশ্বকাপের সময় বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল নেশায় ডুবে ছিলেন তারা। তবে এক হামজা চৌধুরীর আগমনে আবারও দেশের ফুটবলের দিকে ঝুঁকছেন ভক্তরা।

        সম্প্রতি ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।

        লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

        ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, 'ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।'

        হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত