ইবির ইংরেজি বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিয়ামতুল্লাহ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯৯১-৯২ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিভাগটি।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে মিলিত হয়। পরে সেখানে বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, বিভাগের অধ্যাপক ও সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। এসময় বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস করেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, অনেকদিন পর একত্রিত হয়ে আমরা খুবই আনন্দিত। বন্ধুবান্ধবদের দেখা হয়না কতদিন এখানে এসে সে সুযোগটি পেয়েছি। বড় ভাই-বোনদেরও দেখার সুযোগ হয়েছ। এতো খুশি হয়েছি যা বলে বুঝানোর মতো না। এরকম আয়োজন বারবার হোক সে প্রত্যাশা।
আলোচনা সভায় উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ইংরেজি বিভাগের অ্যালামনাই যারা আছেন তারা অনেক ভালো জায়গায় কাজ করছেন। এছাড়া তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। উত্তরোত্তর আরও যতোদিন যাবে ইংরেজি বিভাগ ততো সমৃদ্ধ হবে। এছাড়া তারা সমাজে, দেশে কিংবা দেশের বাহিরে নেতৃত্ব দিচ্ছে। আর আপনাদের কারণে বিশ্ববিদ্যালয় অনেক সুনাম অর্জন করেছে।
ডিআইইউতে রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে অব্যাহতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রড দিয়ে পেটানোর ঘটনার জেরে তিন শিক্ষার্থীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমটি বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ মার্চ দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১নং ছাত্র হলে সংঘটিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে ইউনিভার্সিটির স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএসই ডিপার্টমেন্টের ৫১ তম ব্যাচের ছাত্র মুহাম্মদ মোরসালিন, ইংরেজি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ, ফার্মেসি ডিপার্টমেন্টের ২৯ তম ব্যাচের ছাত্র মো. নিজামকে হলে অবস্থান, ক্যাম্পাস অঙ্গনে প্রবেশসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশ দেয়া হলো।
আরো পড়ুন: ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশি হেফাজতে তিনজন
মাছ ও মুরগির মূল্য শৃঙ্খলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মসূচি

বাকৃবি প্রতিনিধিঃ "বাংলাদেশের মাছ ও মুরগির মূল্য শৃঙ্খলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিকরণ" শীর্ষক প্রদর্শনী ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রুপালি হ্যাচারিতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফোর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর ফুড সেফটি (এফএসআইএল) প্রকল্পের অর্থায়নে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, প্রকল্পটি ২০২১ সাল থেকে সাড়ে তিন বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল গবেষকের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের যুক্তরাষ্ট্র অংশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মদন মোহন দে।
প্রকল্পের প্রধান গবেষক (বাংলাদেশ অংশের) এবং বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মোস্তাফিজুর রহমান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আনিসুর রহমান, ময়মনসিংহের মৎস্য বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে. এইচ. এম নাজমুল হোসাইন নাজির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফাসহ রূপালি হ্যাচারির আশেপাশের মাছচাষীরা অংশ নেন।
এসময় রুই মাছ চাষাবাদে খাদ্য প্রস্তুত থেকে শুরু করে পোনা অবমুক্তকরণ, সময়ে সময়ে মাছের বৃদ্ধি ও ওজন নিরক্ষণ, নিয়মিত পুকুর পরিদর্শন, মাছ আহরণ ও বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করা হয়েছে এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসমূহ কি হবে, সে সম্পর্কে আলোকপাত করেন অধ্যাপক ড. সাইদুর রহমান। পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. কে. এইচ. এম নাজমুল হোসাইন নাজির গবেষণাগারে করা রুইমাছের মাইক্রোবায়োলজিক্যাল ফলাফল তুলে ধরে বলেন, দেশের বাজারে মাছ নিয়ে ভুল ধারণা রয়েছে তা হলো বাজারের মাছ খারাপ বা মাছে দূষিত এবং ভারি ধাতুর উপস্থিতি বেশি। কিন্তু আমরা মুক্তাগাছা বাজারের মাছ এবং আমাদের প্রকল্পের রুপালি হ্যাচারিতে চাষকৃত মাছের ব্যাকটেরিয়া এবং ভারি ধাতুর (আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম) পরীক্ষা করি। ফলাফলে দেখা যায় সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দুই জায়গার মাছেই ব্যাকটেরিয়া এবং ভারি ধাতুর পরিমাণ কম রয়েছে। তবে আমাদের প্রকল্পের হ্যাচারিতে চাষকৃত মাছে ভারি ধাতুর পরিমাণ বাজারের মাছের তুলনায় কম ছিলো। ময়মনসিংহের বাজারের মাছ নিরাপদ এটি এ গবেষণার ফলাফলে উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, নিরাপদ মাছ চাষে অবদান রাখতে নারীদের একটি বড় সুযোগ রয়েছে। তবে তাদের সে সুযোগ দিতে হবে। নারীদের মতামতের গুরুত্ব দিবে হবে। এলাকায় তাদের মতামতকে অবহেলা করা হয়।
সৌরভ দাস নামে একজন মাছ চাষী জানান, আমরা তো আসলে জানি না যে কোন খাবার মাছের জন্য ভালো। কেউ যদি বলে যে এই খাবার ভালো বা কারো যদি দেখি যে একটি খাবার ব্যবহার করে উৎপাদন বেড়েছে। তাহলে আমরা সেটি ব্যবহার করি। কিন্তু সেটি নিরাপদ কি না জানি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে আমরা নিরাপদ মাছের খাদ্য এবং মাছ পাবো।
উপাচার্য লুৎফুল হাসান বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সরকারও এবিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি পেলে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। এতে দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হবে।
গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, ৮-১০ জন আহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভেতরের পুরো অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বার্ষিক শিক্ষাসফরের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রিম হলিডে পার্কে যান তারা। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ অংশ নেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে ছাড়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন। এখন বিকল্প উপায়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
জাবিতে তিনদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

জাবি প্রতিনিধিঃ 'যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) এর আয়োজনে কাল ( ১০ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে 'লজেনস-জাডস আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩।'
বৃহস্পতিবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিযোগিতার আহবায়ক মীর হাসিবুল হাসান রিশাদ।
আয়োজকবৃন্দরা বলেন, শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এবারের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পর্দা উঠবে৷ মোট চার রাউন্ড ট্যাবিং পদ্ধতির মাধ্যমে ২৪ টি দলের অংশগ্রহণে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক হবে। সেরা চারটি দল নিয়ে ১১ মার্চ (শনিবার) সকাল দশটায় সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।পরবর্তীতে ১৩ মার্চ (সোমবার) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সমাপনী পর্বের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী দল ঘোষণা করা হবে।
বিতর্কের পাশাপাশি ১১ মার্চ (শনিবার) সকাল দশটায় নতুন কলা ভবনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলা ও ইংরেজি মাধ্যমের এ আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ এছাড়াও আয়োজনের অংশ হিসেবে ৭ থেকে ১২ মার্চ অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছয়দিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। সমাপনী অনুষ্ঠান শেষে থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
এ বিষয়ে আহ্বায়ক মীর হাসিবুল হাসান রিশাদ বলেন, আমরা আশা করছি আয়োজন সাফল্যমন্ডিত হবে৷ দীর্ঘদিন পর আমরা বৃহৎ পরিসরে প্রতিযোগিতা শুরু করেছি। নবীন শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে আমাদের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিতর্কচর্চা শুরু করে সংগঠনটি। নতুন বিতার্কিক তৈরি ও বিশ্ববিদ্যালয়ে মননশীলতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে সংগঠনটি।
মন্তব্য