ইবাইস ইউনিভার্সিটির ৪৭ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ছিলেন সরকার কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য জনাব মো: ফজলুর রহমান, এডিশনাল সেক্রেটারী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল ইসলাম, পিএইচডি, ডাইরেক্টর অব এডুকেশন, বাংলাদেশ আর্মি। এয়ার কমোডর সৈয়দ এস. এম. জি. ইয়াজদানী, পিএইচডি, সাবেক ডীন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. শায়লা আলম, রেজিস্ট্রার মো: আলমগীর হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক এ. এস এম নাজমুল হাই, ইংরেজী বিভাগের চেয়ারম্যান শরীফ মো: আশরাফুল হক। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া লিংকন।
সিন্ডিকেট সভায় ইবাইস ইউনিভার্সিটির কোভিড-১৯ পরবর্তী করণীয়, স্থায়ী ক্যাম্পাস, নতুন উপাচার্য ও কোষাধ্যাক্ষ নিয়োগ , একাডেমিক কাউন্সিল এর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, অর্থ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি এর অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।