ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১ জনের

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৩ ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে মৃত্যু ১১ জনের

আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে তাপজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা অবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জাঁকজমকভাবে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু আসল জিনিসেরই ব্যবস্থা নেই! দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

এই ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম বলছে, মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুরস্কার তুলে দেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে খবর পেয়ে সঙ্গে সঙ্গে টাটা হাসপাতালে যান। অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। অসুস্থদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মিস ইন্ডিয়া মুকুট জিতলেন নন্দিনী গুপ্তা

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ এপ্রিল, ২০২৩ ১২:১৬
    নিজস্ব প্রতিবেদক
    মিস ইন্ডিয়া মুকুট জিতলেন নন্দিনী গুপ্তা

    এবার মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাথায় পরলেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।

    দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

    সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। তিনি বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী।

    নতুন মিস ইন্ডিয়া নন্দিনী জানান, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সঙ্গে আরেক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি অনুসরণ করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। তার একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অফিসের লাকি ড্র, এক বছরের সবেতন ছুটি ‘পুরস্কার’ জিতলেন এক কর্মী

      নিজস্ব প্রতিবেদক
      ১৬ এপ্রিল, ২০২৩ ১২:৪
      নিজস্ব প্রতিবেদক
      অফিসের লাকি ড্র, এক বছরের সবেতন ছুটি ‘পুরস্কার’ জিতলেন এক কর্মী

      গত তিন বছর করোনার কারণে ওই সংস্থা বার্ষিক নৈশাহারের উৎসবের আয়োজন করতে পারেনি। তাই এ বার মহাধুমধাম সহকারে ‘গালা ডিনার’-এর আয়োজন। সেই উৎসবেই বাজিমাত করলেন মুখচোরা এক কর্মী। লাকি ড্র’য়ের প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী। লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা সবেতন ছুটি।

      এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে চীনের সমাজমাধ্যমে। তা দেওয়া হয়েছে টুইটারেও। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন চেয়ারে। তার সামনে একটি ছোট্ট মেয়ে। প্ল্যাকার্ডে ম্যান্ডারিনে লেখা, ৩৬৫ দিন সবেতন ছুটি!

      যদিও এক বছর সবেতন ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনও কাজ করা যাবে না, যেখানে শ্রম বা বুদ্ধির বিনিময়ে মজুরি পাওয়া যায়। এমনকি কোনও রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না।

      এই খবর ভাইরাল হওয়ার পরেই গোটা চীনের কর্মীরা হিংসায় জ্বলেপুড়ে মরছেন। তাদের সবার একটাই প্রশ্ন, এক বছর বাদে যখন কর্মী নিজের দপ্তরে ফিরবেন, তখন অন্য কাউকে দেখবেন না তো সেই চেয়ারে! কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে, চাকরি যাওয়ার প্রশ্নই নেই।

      https://twitter.com/NewsBFM/status/1646839718565531648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646839718565531648%7Ctwgr%5E0cf88493cadd169b06abd99948ded7db55234423%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F187260

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, মানুষের উচ্ছ্বাস: ভিডিও

        নিজস্ব প্রতিবেদক
        ১৫ এপ্রিল, ২০২৩ ১২:৩৮
        নিজস্ব প্রতিবেদক
        সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, মানুষের উচ্ছ্বাস: ভিডিও

        মুরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অংশে আকস্মিক ভাবে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এমন আকস্কিকতায় বেজায় খুশি দেশটির বাসিন্দারা।

        সোসাল মিডিয়ায় দেশটির বাসিন্দারা শিলা বৃষ্টির ভিডিও শেয়ার করছেন। সেখানে দেখা যায় লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।

        মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই কম হয়ে থাকে। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

        তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।

        https://twitter.com/Storm_centre/status/1646511181379813377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646511181379813377%7Ctwgr%5Ee7b110c473ec5a4baf0c75a44e631e7ebc617ef1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F186964

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          এক কেজি আলুর দাম ৫০ হাজার টাকা!

          নিজস্ব প্রতিবেদক
          ১৩ এপ্রিল, ২০২৩ ১৩:২১
          নিজস্ব প্রতিবেদক
          এক কেজি আলুর দাম ৫০ হাজার টাকা!

          আলুর ব্যবহার ও সমাদর বিশ্বজুড়েই। দামের দিক থেকেও অন্য সব্জির থেকেও বেশ সস্তা হয় আলু। আলুর প্রজাতির বৈচিত্র্যও কম কিছু নয়। প্রকারভেদে আলুর স্বাদের পরিবর্তনও লক্ষ্য করা যায়। কিন্তু সম্প্রতি ফ্রান্সে এক প্রজাতির আলু ফলেছে, যা বিরল। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় এই আলু, নাম লা বোন্নতে। এই প্রজাতির আলুর প্রতি কেজির দাম শুনলে চমকে যাবেন আপনি।

          ফ্রান্সের একটি দ্বীপে এই ধরনের আলু পাওয়া যায়। দ্বীপের নাম ইলে দে নরমউয়ার। বছরে খুব অল্প সময়ের জন্য তা মেলে।

          জানা গেছে, ওই দ্বীপে প্রায় ১০ হাজার টন আলুর চাষ হয়েছে, তার মধ্যে মাত্র ১০০ টন এই ধরনের আলু। এই আলুর খোসা খুবই সুস্বাদু হয়। আর রয়েছে ওষুধি গুণও।

          তবে সুপার মার্কেটে এই আলু মেলে না। ই-কমার্স সাইটে অর্ডার দিয়ে তা কিনতে হয়। প্রতি কেজি এই আলুর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত