১ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স একদিনের সফরে ঢাকায় আসছেন।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে সিনেটর পিটার্সের ঢাকায় আসার কথা।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ঢাকা সফরকালে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, সিনেটর পিটার্স সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র বলছে, সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ওই মাসে প্রথম বাংলাদেশ সফর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন।
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিতে বললেন ফরাসি এমপি

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের এক সংসদ সদস্য যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চেয়েছেন। বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান দাবি করেছেন, যে মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্স এই মূর্তি উপহার দিয়েছিল, ট্রাম্প প্রশাসন তা অমান্য করছে।
মধ্য-বাম রাজনীতিবিদ গ্লাকসম্যান তার প্লেস পাবলিকের মধ্য-বাম আন্দোলনের এক সম্মেলনে বলেছেন, ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।’
তিনি আরো বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে: ‘আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন।
তিনি বলেন, আমরা এটি আপনাকে উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু দৃশ্যত আপনি এটা ঘৃণা করেন। তাই এখানে তার বাড়িতেই এটা (আমাদের স্ট্যাচু অফ লিবার্টি) ঠিক থাকবে।
আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর নিউ ইয়র্ক সিটির বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন করা হয়েছিল। এটি ছিল আমেরিকার প্রতি ফরাসি জনগণের উপহার।
এর নকশা করেছিলেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৯২৪ সালে মার্কিন সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থার কারণে এটি ফেরত চাওয়ার দাবি তুললেন ফরাসি এমপি গ্লাকসম্যান।
বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান ইউক্রেনের একজন কট্টর সমর্থক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিষয়ে মার্কিন নীতির আমূল পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন।
তিনি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের কাটছাঁটেরও তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সের সরকারকে ইতিমধ্যেই তাদের কিছু লোককে ফ্রান্সে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন।
গ্লাকসম্যান আরো বলেন, ‘দ্বিতীয় যে জিনিসটি আমরা আমেরিকানদের বলতে যাচ্ছি তা হলো, আপনি যদি আপনার সেরা গবেষকদের বরখাস্ত করেন, যারা আপনার দেশকে বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিতে পরিণত করেছেন, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’
ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে তার প্রশাসন ফেডারেল গবেষণা তহবিল হ্রাস করেছে এবং স্বাস্থ্য ও জলবায়ু গবেষণায় কর্মরত শত শত ফেডারেল কর্মীকে বরখাস্ত করার চেষ্টা করেছে। গ্লাকসম্যান ফ্রান্সের অতি-ডানপন্থী নেতাদেরও সমালোচনা করেছেন।
তাদের ট্রাম্প এবং বিলিয়নেয়ার ইলন মাস্কের ‘ফ্যান ক্লাব’ বলেও অভিযোগ করেছেন।
সূত্র : এএফপি
ভারতে প্রকাশ্যে নামাজ পড়ার ঘটনায় এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ

ভারতের উত্তরপ্রদেশের মীরাটে একটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে নামাজ পড়ার ঘটনায় এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় হিন্দু গ্রুপ প্রতিবাদ জানায় এবং ওই ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
ক্যালিড প্রধান (ক্যালিড মেওয়াতি) নামে ওই ছাত্র একটি ভিডিও আপলোড করেছিলেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে নামাজ পড়ছিলেন। ভিডিওটি হোলি উৎসবের সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনার তদন্ত করে এবং ক্যালিড প্রধানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের তিন নিরাপত্তাকর্মীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ ও প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে।
গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং জানান, ঘটনার পর এক স্থানীয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পুলিশের মতে, ওই ভিডিও ‘ধর্মীয় অনুভূতি আঘাত’ দেওয়ার জন্য ছড়ানো হয়েছে। মামলায় ভারতীয় দণ্ডবিধির ২৯৯ ধারাসহ তথ্য প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা বলেন, এ ঘটনার উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। সূত্র: এনডিটিভি
পোপ ফ্রান্সিস সুস্থ হয়ে উঠছেন: ভ্যাটিকান

ডেস্ক রিপোর্ট: বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি এখনও হাসপাতালেই আছেন এবং তার চিকিৎসা চলছে।
শনিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে পোপের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানায় ভ্যাটিকান।
ভ্যাটিকানের বিবৃতি অনুসারে, পোপ ফ্রান্সিস রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এখনও তার চিকিৎসার প্রয়োজন।
হলি সি প্রেস অফিসের তথ্য অনুযায়ী, পোপের অবস্থা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং ‘উচ্চ-প্রবাহের অক্সিজেন থেরাপি অব্যাহত রয়েছে, যা রাতের বেলায় ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে কমে আসছে।’
ভ্যাটিকান আরও জানায়, ‘বাবার এখনও হাসপাতালের চিকিৎসা সেবার পাশাপাশি ফিজিওথেরাপি ও শ্বাসযন্ত্রের থেরাপির প্রয়োজন। এই থেরাপিগুলোর ফলে বর্তমানে ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে।’
ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ ইতালির রোমে অবস্থিত জেমেলি হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি তার অটল প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রথম তিন সপ্তাহ তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল, যার মধ্যে শ্বাসকষ্ট, কিডনির সমস্যা ও তীব্র কাশি দেখা দিয়েছিল। তবে এরপর তার অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানায় ভ্যাটিকান।
চিকিৎসকদের মতে, পোপ এখন আর গুরুতর সংকটাপন্ন নন, যদিও বয়স, নড়াচড়ার অসুবিধা এবং তরুণ বয়সে তার ফুসফুসের একটি অংশ হারানোর কারণে তার পরিস্থিতি এখনও জটিল।
২০২৬ সালের শেষে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ: ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, তাদের বিশাল রকেট স্টারশিপ ২০২৬ সালের শেষের দিকে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করবে।
‘২০২৯ সালের মধ্যেই’ মঙ্গল গ্রহে মানুষের অবতরণ ঘটতে পারে বলেও অনুমান করেছেন এই ধনকুবের।
ইলন মাস্ক এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, আগামী বছর শেষের দিকে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করবে স্টারশিপ। যদি অবতরণ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে।
মন্তব্য