জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের কমিটি গঠন

শুক্রবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান চেয়ারপার্সন শাহ নিস্তার জাহান কবীর ও সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. জুনায়েদ হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের ২০২৩-২৪ এর কমিটি ঘোষণা করেন। এতে বিভাগটির ২০০৮-৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুল আলমকে সভাপতি ও ২০০৯-১০ শিক্ষাবর্ষের নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার সময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে এম. মাহফুজুর রহমান, আরিফ হোসেন, তাসনোভা হোসেন, অর্থ সম্পাদক পদে বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আরাফাত আলী রাজু, হাসান আহমেদ, সম্রাট আনোয়ার, রাশেদ শাহেদ, সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক পদে রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক পদে তোফায়েল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুর ইসলাম টিপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারওয়ার হোসেন রাফসান, আন্তর্জাতিক সম্পাদক পদে রিয়াদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ন আহমেদ, উপ-সমাজকল্যাণ সম্পাদক পদে টিটু চন্দ্র দর, নারী উন্নয়ন সম্পদ পদে তাসমিয়া খাতুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম অভি, উপ- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আশিকুর রহমান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে শাহ আলম, ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকি আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাখওয়াত হোসেন আনাস ও উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে কাওছার আহমেদ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে নোমান বিল্লাহর নাম ঘোষণা করা হয়।
এছাড়া সদস্য পদে রয়েছেন সহকারী অধ্যাপক মিঠুন মিয়া, নুর মোহাম্মদ, ওবায়দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম আরেফিন, আপেল মাহমুদ, সাইফুল্লাহ ইবনে সুমন, বেলায়েত হোসেন, বিশ্বজিৎ, জোবায়ের আহমদ, আতাউস সুলতান, আকিদুল ইসলাম, ড্রিঞ্জা চাম্বুগং, মো. আবু দাইয়ান, জসিম উদ্দিন, সাব্বির, সেতু ও মাসুদ রানা।
জবিতে প্রদর্শিত হতে যাচ্ছে "মাউস ট্রাপ" নাটক

রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আগাথা ক্রিস্টি এর রচিত "মাউস ট্রাপ" এর প্রদর্শনী হবে আগামী ১৯ মার্চ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ঐদিন সন্ধ্যা ৭:০০ টায় নাটকের মঞ্চায়নে থাকবে বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নাট্য প্রযোজনা কোর্সের পরীক্ষার কাজ হিসেবে তারা এই নাটকের মঞ্চায়িত হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা ‘দ্যা মাউসট্র্যাপ’। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক মঞ্চায়িত এই নাটকটি রহস্যঘেরা এক মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত। পারস্পারিক সম্পর্ক, মানসিক টানাপোড়েন, অতীত স্মৃতি সবকিছুর সংমিশ্রনে 'কুইন অফ ক্রাইম' নামে খ্যাত লেখক আগাথা ক্রিস্টির ‘দ্যা মাউসট্র্যাপ’ নাটকটি মানুষের মনস্তত্বের গভীরে পৌছায়। ইংরেজি থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। প্রচলিত বাংলায় অনুবাদকের অত্যন্ত সহজ ও প্রাঞ্জল অনুবাদ অভিনেতাদের বোধগম্য করে তুলতে সাহায্য করেছে।
নাটকটির কাহিনী মূলত গোয়েন্দা কল্পকাহিনী লেখার প্রচলিত ছন্দ whodunit (Who [has] done it?) পদ্ধতিতে রচিত। নাটকটিতে আনুসঙ্গিক বিষয়াদির ওপর জোর না দিয়ে চরিত্র ও তার কার্যালাপের মধ্যদিয়ে মূল ঘটনা ও রহস্য এগিয়ে যায়। হত্যা, খুনী, গোয়েন্দা, মানসিক বিকারগ্রস্ততা এসকল কিছুর মাঝে এক জটিল ধাঁধার মধ্যদিয়ে নাটকের কুশীলববৃন্দ খুনের আসল রহস্য উদঘাটন করে। ‘Dangerous বলেই অবিশ্বাস্য, আবার অবিশ্বাস্য বলেই Dangerous’। নাটকের প্রতিটি ধাপে নতুন পরিস্থিতি, সন্দেহ, অবিশ্বাস মানবমন ও অস্তিত্বের এক জটিল সমীকরণ খোঁজার চেস্টা করে।
নাটকটি পরিকল্পনা ও নির্দেশনা রয়েছেন আফরিন হুদা, পোশাক পরিকল্পনা সহযোগী: মৌমিতা হালদার মৌ, সাবিহা হক, সাদিয়া ইসলাম বৃষ্টি, কর্ণা কবীর; আবহ সঙ্গীত পরিকল্পনা ও প্রয়োগ: ওয়াসিম বারী ইনজয়, আবহ সঙ্গীত সহযোগী: বৃষ্টি এবং তূর্ণা; আলোক প্রক্ষেপণ সহযোগী: মাহাবুব, শান, সিয়াম, রকি, রঞ্জন; মঞ্চ ব্যবস্থাপনা: ইব্রাহিম, রকি, ইমাম, সাগর; এবং অঙ্গরচনায় থাকবেন বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থীবৃন্দ।
জাবিতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন
যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনও শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের নেতৃত্বে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করছেন। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প ঘোষণা করেছেন। এই রূপকল্প বাস্তবায়নে আমাদের সকলকে অংশীদার হতে হবে।’
বক্তব্য শেষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং পেশাজীবী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শোভাযাত্রায় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন আবাসিক হল সমূহের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অফিসার ও কর্মচারীগণ।
এছাড়াও জাতির পিতার জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে এগারোটায় কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনের শিক্ষক লাউঞ্জে এবং বেলা বারোটায় নতুন প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা,বৃক্ষরোপন সহ নানা কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগ।
প্রসঙ্গত, দিবসটির সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার ক্লাব সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করে।
মিলনমেলা ঘিরে বর্ণিল সাজে সেজেছে ইবির 'দা'ওয়াহ' বিভাগ

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনর্মিলন উৎসব ২০২৩। দিনটি উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে বিভাগটি।
শুক্রবার (১৭ মার্চ) সরেজমিনে বিভাগটি ঘুরে মিলনমেলাকে ঘিরে নানা আয়োজন চোখে পড়ে। বাহারী রঙের লাইটিং ও আলপনা এঁকে সাবেক শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত ইবির এই বিভাগটি। এদিন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রহমান মিলনায়তনে আয়োজন করা হয় পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আগামীকাল শনিবার দিনব্যাপী আয়োজনের শুরুতেই সকাল ১০ টা থেকে বর্ণাঢ্য এক র্যালী বিভাগ থেকে বের হয়ে মিলনায়তনে গিয়ে শেষ হবে। র্যালীতে বিভাগের প্রায় সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূনর্মিলনীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া’সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
বিভাগসূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান সহ মোট ৩৫ টি ব্যাচের প্রায় ১০০০ জনের আয়োজন রাখা হয়েছে এ উৎসবে। যার মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথি’সহ প্রায় ৭৫০ জন ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
পুনর্মিলনী উৎসবের সার্বিক বিষয়ে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: ওয়ালি উল্লাহ্ বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রথমবারের মতো পুনর্মিলনী উৎসব আয়োজন করতে যাচ্ছি। সে জন্যে মহান রব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি।
ইবিতে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র উন্মোচন

নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ রাসেল হল ছাত্রলীগের সহযোগিতায় 'অনুকল্প' এ দেয়ালচিত্র উন্মোচন করে।
দেয়ালচিত্র উন্মোচনের সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ সভাপতি নাঈমুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়া অনুকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুকল্পের এক সদস্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে তার চেতনা ও ভাবানুবাদ কে জীবিত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। শিল্প ও সংস্কৃতিকে পরিবর্তনশীলতার ধারায় প্রবহমান করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।
উল্লেখ্য, 'অনুকল্প' সংগঠনটি ক্যাম্পাসে শিল্প ও সংস্কৃতিতে পরিবর্তন আনার লক্ষ্যে ২০২২ সালের ৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
মন্তব্য