সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, মানুষের উচ্ছ্বাস: ভিডিও

মুরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অংশে আকস্মিক ভাবে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এমন আকস্কিকতায় বেজায় খুশি দেশটির বাসিন্দারা।
সোসাল মিডিয়ায় দেশটির বাসিন্দারা শিলা বৃষ্টির ভিডিও শেয়ার করছেন। সেখানে দেখা যায় লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।
মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই কম হয়ে থাকে। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।
তবে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।
https://twitter.com/Storm_centre/status/1646511181379813377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646511181379813377%7Ctwgr%5Ee7b110c473ec5a4baf0c75a44e631e7ebc617ef1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F186964
এক কেজি আলুর দাম ৫০ হাজার টাকা!

আলুর ব্যবহার ও সমাদর বিশ্বজুড়েই। দামের দিক থেকেও অন্য সব্জির থেকেও বেশ সস্তা হয় আলু। আলুর প্রজাতির বৈচিত্র্যও কম কিছু নয়। প্রকারভেদে আলুর স্বাদের পরিবর্তনও লক্ষ্য করা যায়। কিন্তু সম্প্রতি ফ্রান্সে এক প্রজাতির আলু ফলেছে, যা বিরল। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় এই আলু, নাম লা বোন্নতে। এই প্রজাতির আলুর প্রতি কেজির দাম শুনলে চমকে যাবেন আপনি।
ফ্রান্সের একটি দ্বীপে এই ধরনের আলু পাওয়া যায়। দ্বীপের নাম ইলে দে নরমউয়ার। বছরে খুব অল্প সময়ের জন্য তা মেলে।
জানা গেছে, ওই দ্বীপে প্রায় ১০ হাজার টন আলুর চাষ হয়েছে, তার মধ্যে মাত্র ১০০ টন এই ধরনের আলু। এই আলুর খোসা খুবই সুস্বাদু হয়। আর রয়েছে ওষুধি গুণও।
তবে সুপার মার্কেটে এই আলু মেলে না। ই-কমার্স সাইটে অর্ডার দিয়ে তা কিনতে হয়। প্রতি কেজি এই আলুর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা।
মায়ের সঙ্গে অভিমান, নানির কাছে নালিশ দিতে সাইকেলে ১৩০ কিমি পথ পাড়ি শিশুর

মায়ের সাথে ঝগড়ার জের ধরে অভিমানে বাড়ি ছাড়ে ১১ বছর বয়সের শিশু। সে নানির কাছে যেয়ে মায়ের নামে নালিশ করতে বেরিয়ে পড়ে এক দুঃসাহসিক অভিযানে। ২৪ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পথ পাড়িও দেয় সে। অবশেষে টানা সাইকেল চালিয়ে ক্লান্ত, একাকী শিশুটিকে ব্যস্ত মহাসড়কে খুঁজে পায় পুলিশ। ফিরিয়ে দেয় পরিবারের কাছে।
ঘটনাটি ঘটেছে চীনে। শিশুটির নানির বাড়ি ঝেইজিয়াং প্রদেশের মেইজিয়াং এলাকায়। মায়ের সঙ্গে ঝগড়া করার পর নানির কাছে নালিশ জানাতে মেইজিয়াং যাওয়ার সিদ্ধান্ত নেয় শিশুটি। একা একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে।
টানা ২৪ ঘণ্টা সাইকেল চালিয়ে শিশুটি ১৩০ কিলোমিটার পথ পাড়ি দেয়। বাড়ি থেকে সঙ্গে আনা রুটি ও পানি খেয়ে ক্ষুধা মিটায় সে। গন্তব্য থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে ছিল শিশুটি। ব্যস্ত মহাসড়কে একাকী একটি শিশুকে সাইকেল চালাতে দেখে পুলিশকে খবর দেন লোকজন। পুলিশ এসে শিশুটির সঙ্গে কথা বলে। একা এতটা পথ একটানা সাইকেল চালানোর মতো দুঃসাহসিক কাজের কথা শুনে অবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় শিশুটির মা-বাবা আর নানিকে। তাঁরা থানায় এসে শিশুটিকে নিয়ে যান।
শিশুটির মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাড়ি থেকে নানির কাছে চলে যাওয়ার কথা বলেছিল তাঁর সন্তান। তিনি ভেবেছিলেন, রাগের মাথায় হয়েতা শিশুটি এমন কথা বলেছে। সত্যি সত্যি সে একা সাইকেল চালিয়ে এতটা পথ পাড়ি দেবে, এটা তিনি ভাবতেও পারেননি।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির এই দুঃসাহসিক কাজের খবর ও ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই শিশুটির সাহসের প্রশংসা করেছেন। অনেকে শিশুটিকে নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
বিয়ের আসরে বন্দুক থেকে গুলি ছুড়ে বিপদে নববধূ

বিয়ের আসরে গুলি চালিয়ে উদযাপন করে চরম বিপদে পড়েছেন এক নববধূ। এই বিপজ্জনক আনন্দ প্রকাশের খেশারত হিসাবে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মূলত গুলি চালানোর এই ভিডিও ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যে পুলিশ এমন এক নারীর খোঁজে রয়েছে যিনি তার বিয়েতে বন্দুক থেকে গুলি চালিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই নারী তার স্বামীর পাশে বসে চার রাউন্ড গুলিবর্ষণ করেন।
অবশ্য উত্তর ভারতের কিছু রাজ্যে বিবাহের সময় আনন্দ উদযাপনের জন্য বন্দুক থেকে গুলিবর্ষণ খুবই সাধারণ বিষয় এবং এই ধরনের ঘটনা প্রায়ই অনেককে আহত এবং এমনকি দুর্ঘটনাজনিত মৃত্যু পর্যন্ত ঘটায়।
ভারতীয় আইন অনুসারে, যে কেউ ‘অবহেলায় বা উদযাপনের জন্য বন্দুক থেকে গুলিবর্ষণ করতে’ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে।
এর আগে ২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের একটি আদালত আনন্দ উদযাপনের সময় গুলি চালানোর প্রতিটি ঘটনা তদন্ত করা উচিত বলে রায় দিয়েছিল। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সেটি বিবেচনায় না নিয়ে এই ধরনের ঘটনা সেসময় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, উত্তর প্রদেশের ওই কনের গুলি চালানোর ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেছিলেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ফুটেজটি পোস্টও করেন। পুলিশ এই সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেপ্তারের আশঙ্কায় ওই নববধূ এখন পালিয়ে বেড়াচ্ছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পর নিখোঁজ ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
https://twitter.com/TOIWestUP/status/1645260485019979777?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1645260485019979777%7Ctwgr%5Efe0010f8f1a40e43c4f5e0a0982d7ef95802f8c1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F185897
তারাবিহর নামাজের সময় ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, ভিডিও

তারাবিহর নামাজ পড়াচ্ছেন একজন ইমাম। নামাজে সুরা তেলাওয়াত করছেন তিনি। তার পেছনে জামাতের সাথে তারাবিহর নামাজ আদায় করছেন মুসল্লরা। এ সময় হঠাৎ ইমামের বুক হয়ে কাঁধে লাফিয়ে উঠে একটি সাদা-ধূসর রঙের বিড়াল। তারপরও নামাজে সুরা তেলাওয়াত চালিয়ে যান ইমাম।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সম্প্রতি তারাবিহর নামাজ পড়ানোর সময় ইমামের কাঁধে বিড়াল লাফিয়ে ওঠার এই ঘটনা ঘটেছে আলজেরিয়ায়।
আর ইমামের নামাজ পড়ানোর ওই দৃশ্য তখন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, নামাজের মাঝপথে হঠাৎ বিড়ালটি সামনের দিক থেকে ইমামের কাঁধে লাফিয়ে ওঠে। এরপর সেখানে কিছু সময় অবস্থান করে। এ সময় ইমামও বিড়ালটি তাড়িয়ে না দিয়ে বরং নামাজ চালিয়ে যান।
https://twitter.com/AJEnglish/status/1643554070408597506?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643554070408597506%7Ctwgr%5Ee8f00c1d1604452581105598f9be1bb9186f85a5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F184896
পরে সেটি ইমামের কাঁধ থেকে নেমে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিড়ালের প্রতি ইমামের এমন আচরণে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
আলজাজিরা টুইটারে এই ভিডিওটি টুইট করেছে। সেখানে ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এছাড়া রিটুইট করেছেন সাড়ে তিন হাজারের বেশি ব্যবহারকারী। ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।
মন্তব্য