ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে

তিনটায় শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৫ ১৪:১৭
নিজস্ব প্রতিবেদক
তিনটায় শাহবাগ ব্লকেড
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) কালবেলাকে এ তথ্য জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ঘোষণা অনুযায়ী, আজ বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যাবেন শিক্ষার্থীরা। এসময় জবি, জাবি, ঢাবি, বুয়েট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে জানান মুসাদ্দিক।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী তিন শতাধিক শিক্ষার্থী। পৌনে দুই ঘণ্টা সেখানে অবস্থান শেষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের দুদিনেও কোনো সুরাহা হয়নি। এর মধ্যে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকায় দুর্বল হয়ে পড়ছেন আন্দোলনরত ২৭ শিক্ষার্থী ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ২২ ব্যাচের আরেক শিক্ষার্থী। তাকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এনিয়ে অনশনে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

টানা ৪৩ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৫ শিক্ষার্থীর সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক হল ও বাইরের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হচ্ছেন। সকাল থেকে কুয়েটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাম্পাসের ফটকগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য অনুরোধ করেছি। কিন্তু তারা অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। তারপরও আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কিছুদিন আগে বহিরাগত একজন বাদী হয়ে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ছাত্রদের ব্যক্তিগত পরিচয়, বিভাগ ও রোল নম্বর যেভাবে নিখুঁত বর্ণনা করা হয়েছে তা কুয়েট প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। এরপর কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীও রয়েছে। উপাচার্যের কাছে বারবার দাবি জানালেও তিনি দাবিগুলো বাস্তবায়ন করেননি।

এদিকে অনশন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষকরা। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার অনুরোধ জানান। উপ-উপাচার্য অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে গত সোমবার (২১ এপ্রিল ) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ৩২ শিক্ষার্থী।

মন্তব্য

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৫ ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- খুলনা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহ জেলার মো. লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং জামালপুর জেলার সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)।

পুলিশ জানায়, আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। সিসি টিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে।

পুলিশ আরও জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেট এলাকায়সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত আসামিদের রাতে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদেরকে চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

এর আগে, রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

জানা গেছে, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

    নিজস্ব প্রতিবেদক
    ২০ এপ্রিল, ২০২৫ ২৩:৩১
    নিজস্ব প্রতিবেদক
    কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

    রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীর সৈকত ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইইএম) বিভাগের উপল এ কর্মসূচির ঘোষণা দেন।

    প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘ দুই মাস ধরে চলা ন্যায্য আন্দোলনে একবারও অন্তর্বর্তী সরকার আলোচনা করেনি। হামলা, মামলা ও বহিষ্কারাদশ দেওয়ার পরও এই ভিসিকে অপসারণ করেনি। আমরা ক্লান্ত, আমরা হতাশ ও ব্যর্থ। আমাদের হাতে আর কিছু করার নেই। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম। এ ভিসিকে অপসারণ না করা হলে এরপর আমরা আমরণ অনশনে বসব। আমাদের আর দেওয়ার কিছু নেই, জীবনটা আছে, এটাই দিয়ে দেব।

    এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।

    অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী। তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। এসব না করে তাদের আলোচনায় বসার আহ্বান জানান তারা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন-মিশন

      নিজস্ব প্রতিবেদক
      ২০ এপ্রিল, ২০২৫ ১৬:৩৭
      নিজস্ব প্রতিবেদক
      রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন-মিশন

      রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

      রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

      কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহসাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা), দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।

      এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির খান তরুণ (এডুকেশন টাইমস), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)।

      ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের জামিল।

      নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সেশনজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে: রাবিপ্রবি উপাচার্য

        নিজস্ব প্রতিবেদক
        ২০ এপ্রিল, ২০২৫ ১৬:৩৪
        নিজস্ব প্রতিবেদক
        সেশনজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে: রাবিপ্রবি উপাচার্য

        রাবিপ্রবি প্রতিনিধিঃ

        রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সেশনজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

        সেশনজট নিরসনের পরিকল্পনা জানতে চাইলে উপাচার্য বলেন, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যোগদানের পরপরই সকল বিভাগের সাথে বসেছি, আলোচনা করেছি এ বিষয়ে বিভাগগুলোকে বার্তা দিয়েছি।

        উপাচার্য আরো বলেন, সেশনজট নিরসনের জন্য আমি সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেমিস্টারের সময়সীমা কমানোর পাশাপাশি কারিকুলাম সম্পন্ন করতে যেন ঘাটতিটা না থাকে। সবদিক চিন্তা করেই আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকাটাও জরুরি বলে আমি মনে করি।’

        উপাচার্য আরো জানান, সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে ইতোমধ্যে সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

        এদিকে শিক্ষার্থীরা বলছেন, করোনা মহামারী,শিক্ষক আন্দোলন, জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষ সংকটের কারণেই সেশনজট তৈরি হয়েছে।

        সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সেশনজট। আমাদের নতুন উপাচার্য আসার পর ক্যাম্পাসে একের পর এক চমক দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন আমাদের চোখের সামনে দৃশ্যমান। আমরা আশাকরি, বাকি কাজের মতো স্যারের হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে সেশনজট নিরসনে যথাযথ উদ্যোগ দেখতে পাবো।

        বিশ্ববিদ্যালয়ের সংকটের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য জানান, আমাদের বহু স্বল্পতা রয়েছে। সবার সহযোগিতায় ধারাবাহিকভাবে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের কাজ,একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুতি ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। তিনি এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত