ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৩ ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারি বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আমি সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারি বন্ধে ভূমিকা রাখার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় গতকাল সোমবার ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ফিলিস্তিনি ভাইবোনদের পক্ষে আমার ভূমিকা অব্যাহত রাখব।’ তিনি বলেন, শান্তির জন্য তাদের মুসলিম নারীদের আওয়াজ শুনতে হবে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় পাঁচটি বিষয় তুলে ধরেন—

প্রথমত, ফিলিস্তিনে অবিলম্বে সংঘাতের অবসান এবং সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের, বিশেষ করে নারী ও শিশুদের ওপর অপরাধের বিচার।

দ্বিতীয়ত, সব অপরাধ, সহিংসতা, বৈষম্য ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামভীতিকে ‘না’ বলুন।

তৃতীয়ত, এসডিজি-৫ পূরণের লক্ষ্যে লৈঙ্গিক সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিন।

চতুর্থত, মুসলিম নারীরা যেন স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন, তা নিশ্চিত করুন।

পঞ্চমত, নারীর ক্ষমতায়ন ও মূল স্রোতে নারীদের ভূমিকার উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ, বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে এ–সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, ওআইসি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে এই বহুল প্রতীক্ষিত ইস্যুগুলোতে সংলাপ প্রত্যাশিত।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে: পুতিনের হুশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ অক্টোবর, ২০২৩ ১০:৪১
    নিজস্ব প্রতিবেদক
    ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে: পুতিনের হুশিয়ারি

    ইসরাইল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনে রাশিয়ার ধর্মীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

    বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, অন্য মানুষের অপরাধের জন্য গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে— এ রক্তপাত ও সংঘর্ষ থামানো। এটি না করতে পারলে এ সংঘর্ষ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমাদের কঠর সমালোচনা করে বৈঠকে পুতিন দাবি করেন, কিছু শক্তি আরও উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। তারা যতটা সম্ভব অন্যান্য দেশ ও জনগণকে এ সংঘাতের দিকে আকৃষ্ট করতে চাইছে।

    পুতিন আরও বলেন, শুধু মধ্যপ্রাচ্যে নয়, এর সীমানার বাইরেও বিশৃঙ্খলা ও পারস্পরিক ঘৃণার প্রকৃত ঢেউ শুরু করবে। অন্যান্য জিনিসের পাশাপাশি, তারা জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করার চেষ্টা করছে। এর ফলে লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে।

    এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় যেসব ইসরাইলি নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। তিনি বলেন, মস্কো ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কাজ করা অব্যাহত রেখেছে। দীর্ঘমেয়াদি শান্তির জন্য এটি একমাত্র উপায়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গাজায় আতিফ আসলামের দেড় কোটি রুপি সহায়তা

      নিজস্ব প্রতিবেদক
      ২৩ অক্টোবর, ২০২৩ ১৮:২১
      নিজস্ব প্রতিবেদক
      গাজায় আতিফ আসলামের দেড় কোটি রুপি সহায়তা

      ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের চলমান সংঘাত ১৭তম দিনে গড়িয়েছে। সংঘাত যতই দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল ততই দীর্ঘ হচ্ছে।  এরই মধ্যে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালগুল ও মসজিদেও হামলা চালাচ্ছে ইসরাইল।

      গাজায় খাদ্য, পানীয় ও জ্বালানি অবরোধ দেওয়ায় ইতোমধ্যে সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে। হাসপাতালের ধারণক্ষমতার বাইরে চলে গেছে আহত মানুষের সংখ্যা। ওষুধ, ব্যান্ডেজ ও চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে।

      গাজায় বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাজ করছে। এমনি একটি পাকিস্তানি দাতব্য সংস্থার মাধ্যমে গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশনে তিনি এ অর্থ দিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

      আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আতিফ আসলাম ইনস্টাগ্রামে ফিলিস্তিনের জাতীয় পতাকার ওপর লিখেছেন, এই সংকটে আসুন এক সঙ্গে দাঁড়াই, শান্তির জন্য দোয়া করি।

      আতিফ আসলামের অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তানি সংস্থা- আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। তারা বলছে, এ কঠিন সময়ে গাজা ও ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য আতিফ আসলাম দেড় কোটি পাকিস্তানি রুপি অনুদান দিয়েছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। তার এ কাজ অন্যদেরও উৎসাহিত করবে।

      গত ৭ অক্টোবর সকালে ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরাইলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থল, জল ও আকাশপথে ইসরাইলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে। এখনো ২০০ জন হামাসের হাতে বন্দি আছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        একদিনেই দেশ ছাড়লেন ৬০ হাজার ইসরাইলি

        নিজস্ব প্রতিবেদক
        ৯ অক্টোবর, ২০২৩ ১২:৬
        নিজস্ব প্রতিবেদক
        একদিনেই দেশ ছাড়লেন ৬০ হাজার ইসরাইলি

        চলমান সংঘাতে মাত্র একদিনে তেলআবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছেন। এখনো হাজার হাজার মানুষ ইসরাইল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছেন। টাইমস অব ইসরাইল ও গ্লোবসের প্রতিবেদন বলছে, আতঙ্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ইসরাইলে ফ্লাইট স্থগিত করেছে। এতে আরও বেড়েছে যাত্রীর চাপ।

        এ ছাড়া বর্তমানে বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল-১ বন্ধ রয়েছে। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল দিয়ে অপারেশন পরিচালনা করা হচ্ছে।

        এরই মধ্যে আমেরিকান বিভিন্ন বিমান কোম্পানি ইসরাইলে ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া জার্মানির লুফথানসা, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও গ্রিক কোম্পানি এজিন এয়ার লাইনসও দেশটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে।

        এদিকে ফিলিস্তিনের পাশাপাশি ইসরাইলেও নিহতের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্য সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে।

        সময় যত গড়াচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল।

        এর আগে ইসরাইলকে লক্ষ্য করে পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতেই থেমে থাকেনি হামাস যোদ্ধারা। সীমানাপ্রাচীর ভেঙে ইসরাইলের অভ্যন্তরেও ঢুকে পড়ে তারা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

          নিজস্ব প্রতিবেদক
          ৮ অক্টোবর, ২০২৩ ১৬:২৪
          নিজস্ব প্রতিবেদক
          বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

          চলতি সপ্তাহের শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি। যার ফলে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দান করার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।

          সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। একই সাথে সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।'

          মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত