৪৫ তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-০১ [বাংলা]
![৪৫ তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-০১ [বাংলা]](/_next/image?url=https%3A%2F%2Ftherisingcampus.com%2Fmedia%2Fnews%2F2025%2F04%2F1fe9e49c5758465880185b300ce7dc92.jpg&w=3840&q=100)
শিশির আসাদঃ বাংলাদেশের সবথেকে বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিকল্পনা মাফিক গোছানো উপায়ে প্রস্তুতি নেওয়া। সেই প্রচেষ্টাকে ধারাবহিকতা দিতেই এই মডেল টেস্টটি সহায়ক হবে আশা করি। একই সাথে নিয়মতান্ত্রিক পড়ালেখায় আপনি যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন অন্যের তুলনায়।
১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? ক. মার্শম্যান খ. ব্রাসি হ্যালহেড গ. অক্ষয় দত্ত ঘ. রাজা রামমোহন
২। বাংলা সাহিত্যের আদি কবি কে? ক. কাহ্নপা খ. চেগুনপা গ. লুইপা ঘ. ভসুকুপা
৩। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? ক. নবম শতকে খ. ত্রয়োদশ শতকে গ. ষোড়শ শতকে ঘ. উনিশ শতকে
৪। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? ক. ধূসর পাণ্ডুলিপি খ. কবিতার কথা গ. ঝরা পালকের কবি ঘ. দুর্দিনের যাত্রী
৫। কতো নদী সরোবর' কার লেখা? ক. ড. হায়াৎ মামুদ খ. জ্যোতিভূষণ চাকী গ. ড. হুমায়ুন আজাদ ঘ. সেলিনা হোসেন
৬। কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রকাব্যের অনুবিশ্ব ক. সোনার তরী খ. ক্ষণিকা গ. মানসী ঘ. গীতাঞ্জলি
৭। জহির রায়হানের প্রকৃত নাম বা আসল নাম কী ছিল? ক. মুহম্মদ জহির খ. জহির রায়হান গ. জহিরুল্লাহ ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ
৮। 'নয়নচারা' কোন শ্রেণির রচনা? ক. উপন্যাস খ. কাব্য গ. গল্প ঘ. নাটক
৯। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. জীবনানন্দ দাশ
১০। 'সাতনরী হার' কাব্যগ্রন্থটির রচয়িতা- ক. কামাল চৌধুরী খ. আসাদ চৌধুরী গ. আবু জাফর ওবায়দুল্লাহ ঘ. আবু হেনা মোস্তফা কামাল
১১ 'কালকূট' কার ছদ্মনাম? ক. সমরেশ বসু খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. জসীমউদ্দীন ঘ. প্রমথ চৌধুরী
১২। 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? ক. সাম্যবাদী খ. বিষের বাঁশী গ. সিন্ধুহিল্লোল ঘ. নতুন চাঁদ
১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? ক. সোনার তরী খ. মানসী গ. বনফুল ঘ. শেষের কবিতা
১৪। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা? ক. ঢাকা খ. বরিশাল গ. কুমিল্লা ঘ. বর্ধমান
১৫। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী? ক. প্রকৃতি প্রেম খ. আত্মমগ্নতা গ. গভীর জীবনবোধ ঘ. বাস্তব জীবনবোধ
১৬। জসীমউদ্দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়? ক. গোপালগঞ্জ খ. ফরিদপুর গ. রাজবাড়ী ঘ. মাদারীপুর
১৭। 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? ক. বিদ্রোহী খ. অগ্রপথিক গ. প্রলয়োল্লাস ঘ. ধূমকেতু
১৮। 'ভাটিয়ালী' কোন অঞ্চলের গান? ক. রংপুর খ. দিনাজপুর গ. ময়মনসিংহ ঘ. বরিশাল
১৯। মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের উৎস কি? ক. রামায়ণ খ. মহাভারত গ. ভগবৎ ঘ. কুমারসম্ভব
২০। ওমর খৈয়াম কোন দেশের কবি? ক. পাকিস্তান খ. ইরাক গ. তুরস্ক ঘ. ইরান
মডেল টেস্ট -০১ উত্তরমালা- ১.ঘ ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ
সংস্কারের জন্য বরাদ্দ পেলো ২২১০ প্রাথমিক বিদ্যালয়

সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পেয়েছে দুই হাজার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যেক বিদ্যালয়কে দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বরাদ্দ দেওয়া হলো।
এ বরাদ্দের আওতায় দেওয়ালের প্লাস্টার মেরামত, দরজা, জানালা, বেঞ্চ, চেয়ার, কলাপসিবল গেট মেরামতসহ অন্য অবকাঠামো সংস্কার করা যাবে।
ইবিতে বিষয় পুনর্বণ্টন ও মাইগ্রেশানের তালিকা প্রকাশ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সপ্তম ধাপের বিষয় পুনর্বণ্টন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ হয়েছে। এতে মোট ৪৩৩ জন স্থান পেয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনও মোট আসনের ৩৬ শতাংশ অর্থাৎ ৫২৯টি আসন ফাঁকা রয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম (আন্ত-বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) পর্যায়ের কার্যক্রম আগামী ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সড়কে ঝরে গেল ঢাবি শিক্ষার্থীর প্রাণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. মাহির শাহরিয়ার বাসের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মাহিরের বন্ধুরা জানায়, গত কাল রোববার মোটরসাইকেলে করে মাহির ও আরেকজন যাচ্ছিলেন। সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি হটাৎ ডানে চাপিয়ে দেয়। পরে মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। মটরসাইকেলটি মাহির চালাচ্ছিলেন।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানাচ্ছে চিকিৎসকরা।
মো. মাহির শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
মাহিরের মৃত্যুতে ঢাবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।
অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে অসাধারণ ছিলেন বলে জানান তার বন্ধু ও সহপাঠীরা।
নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড.মো. আতিকুর রহমান ভূঞা

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান ভূঞা
রবিবার (৮ জানুয়ারি ) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি ২০২৩ হতে এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
অধ্যাপক ড.মো.আতিকুর রহমান ভূঞা বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে বিজ্ঞান শিক্ষার গুনগত মান উন্নয়ন ও গবেষণায় অধিকতর গুরুত্ব দিয়ে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। ”
মন্তব্য