ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান!

নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান!

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘বেস্ট উইশেস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ভূমিকম্পের পর টুইটারে এরদোয়ান লেখেন- কাহরামানমারাসে যে ভূমিকম্প হয়েছে, যেটি দেশের অনেক জায়গায় অনুভূত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত আমার সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই। এএফএডির সমন্বয়ে সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সেই রহস্যময় বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন, ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক
    ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:২৩
    নিজস্ব প্রতিবেদক
    সেই রহস্যময় বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন, ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা

    গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরে বেড়ানো রহস্যময় চীনা বেলুনটি অবশেষে গুলি করে নামানো হয়েছে। শনিবার স্থানী সময় দুপুর ২ টা ৩৯ মিনিটে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আটলান্টিক উপকূলে বেলুনটি ভূপাতিত করেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। একটি এফ ২২ ফাইটার জেট থেকে ছোড়া এআইএম-৯এক্স সুপারসনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয় সেটি।

    বেলুটি গুলি করে নামানোর অল্প সময়ের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘আমরা আগেও বলেছি—এটা পুরোপুরি বেসামরিক একটি আকাশযান (এয়ারশিপ) এবং বাতাসের গতির কারণে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে।’

    যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় নিজেদের বেলুন প্রবেশের ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করার পরও মার্কিন প্রতিরক্ষা বাহিনী সেই বেলুনটি ধ্বংস করায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে চীন। এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।’

    আরো পড়ুনঃ সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র যেভাবে তার বিমানবাহিনী দিয়ে সেটি ধ্বংস করেছে— তা রীতিমতো অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ। আমরা তীব্র অসন্তোষ জানাচ্ছি।’

    ‘সেই সঙ্গে বলছি—চীন তার বৈধ অধিকার ও স্বার্থের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না এবং অবশ্যই এ ঘটনার উপযুক্ত জবাব দেবে।’

    শনিবার দুপুরে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থান করা সেই বেলুনটিকে চীনের ‘গোয়েন্দা নজরদারি আকাশযান’ বলে উল্লেখ করেছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

      নিজস্ব প্রতিবেদক
      ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১
      নিজস্ব প্রতিবেদক
      সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

      গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরে বেড়ানো রহস্যময় চীনা বেলুনটি অবশেষে গুলি করে নামানো হয়েছে। মার্কিন ফাইটার জেট তাদের আঞ্চলিক জলসীমায় বেলুনটি নামিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

      বার্তা সংস্থা এপি’র ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে গেছে।

      শনিবার সামরিক বাহিনী অভিযান পরিচালনা করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি- চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।

      মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে দেশটির আকাশসীমায় প্রথম উপস্থিত হওয়ার পর থেকে বেলুনটি নামানোর জন্য চাপের মধ্যে ছিলেন।

      অবশ্য যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা বেলুনটি একটি ওয়েদার ডিভাইস বলে দাবি চীনের। নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ও দুঃখও প্রকাশ করে মন্ত্রণালয়। [সূত্র : বিবিসি]

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ‘রহস্যময়’ বেলুনটি একটি ওয়েদার ডিভাইস, দাবি চীনের

        নিজস্ব প্রতিবেদক
        ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৪
        নিজস্ব প্রতিবেদক
        ‘রহস্যময়’ বেলুনটি একটি ওয়েদার ডিভাইস, দাবি চীনের

        গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে ‘রহস্যময়’ যে বেলুনটি ঘুরে বেড়াচ্ছে, সেটি আসলে একটি ওয়েদার ডিভাইস বলে দাবি করেছে চীন। নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছে।

        শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ সম্পর্কিত ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য ও দুঃখও প্রকাশ করছে মন্ত্রণালয়।

        বিবৃতিতে বলা হয়েছে, ‘যে বেলুনটি নিয়ে কথা হচ্ছে, সেটি আসলে একটি ওয়েদার ডিভাইস এবং পুরোপুরি বেসামরিক একটি উপকরণ। মূলত আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেই বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল।’

        দেখা গিয়েছিল, পরে কানাডা এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে উড়তে দেখা গেছে বেলুনটি।

        বুধবার মন্টানার আকাশে বেলুনটি দেখা যাওয়ার পর জরুরি বৈঠকে বসেন পেন্টাগন কর্মকর্তারা। সেই বৈঠকে যুদ্ধ বিমান ব্যবহারের মাধ্যমে বেলুনটি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ এই অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের ‘ক্ষেপণাস্ত্রের গুদাম’ নামেও পরিচিত।

        এই বেলুন সংক্রান্ত জটিলতার জেরে ইতোমধ্যে বেইজিংয়ে নিজের নির্ধারিত সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

        শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘স্বয়ংক্রিয় পরিচালনা ব্যবস্থা অতিমাত্রায় সীমিত হওয়ায় জোর বাতাসে বেলুনটি পরিকল্পিত পথ থেকে অনেক দূরে সরে গেছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। [সূত্র : বিবিসি]

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চিড়িয়াখানার বিশেষ জাতের ছাগল রান্না করে খেলেন কর্মকর্তারা!

          নিজস্ব প্রতিবেদক
          ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:২১
          নিজস্ব প্রতিবেদক
          চিড়িয়াখানার বিশেষ জাতের ছাগল রান্না করে খেলেন কর্মকর্তারা!

          চিড়িয়াখানায় দর্শকদের প্রদর্শনের জন্য রাখা বিশেষ ‘পিগমি’ জাতের চারটি ছাগল রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে মেক্সিকোর স্থানীয় একটি চিড়িয়াখানার কর্মকর্তাদের বিরুদ্ধে।

          মেক্সিকোর দক্ষিণ দিকের অঞ্চল চিলপালচিংগোর স্থানীয় চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, চিড়িয়াখানার সাবেক প্রধান জোসে রুবেন নাভা ২০২২ সালের বড় দিনের উৎসবের সময় বিশেষ জাতের ওই ছাগলগুলো জবাই করে রান্নার নির্দেশ দেন। এরপর সেগুলো দিয়ে পার্টি করেন কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী।

          মেক্সিকোর বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের পরিচালক ফার্নান্দো রুইজ গুতেরেজ এ ব্যপারে বলেছেন, ‘ওই চারটি প্রাণী চিড়িয়াখানার ভেতর জবাই ও রান্না করা হয় এবং সেগুলো বছর শেষের পার্টির খাবার হিসেবে সরবরাহ করা হয়।’ এ ঘটনার জন্য চিড়িয়াখানার তৎকালীন পরিচালক জোসে রুবেন নাভাকে দায়ী করেছেন তিনি।

          বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের এ কমর্কতা আরও বলেছেন, ‘এসব ছাগল ওই কর্মকর্তাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলেছে। কারণ এগুলো মানুষের খাওয়ার উপযোগী নয়।’ [সূত্র: দ্য গার্ডিয়ান]

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত