ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

তুরস্কে ভূমিকম্প: সিরিয়ায় ধ্বংস্তূপের নিচে শিশুর জন্ম, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
তুরস্কে ভূমিকম্প: সিরিয়ায় ধ্বংস্তূপের নিচে শিশুর জন্ম, ভিডিও ভাইরাল

তুরস্কে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে মারা গেছেন ২ হাজার ৯২১ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছে এক হাজার ৪৪৪ জন। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।প্রচণ্ড কম্পনে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে এখন অভিযান চলছে।

উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে করুণ কাহিনী। এমনই একটি ঘটনা শোনা গেছে সিরিয়ার আলেপ্পো শহরে। যেখানে ধ্বংস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর। তবে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছে।

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। ওই সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তাকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন।

ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘একটি শিশু জন্ম নেওয়ার মুহূর্ত। সিরিয়ার আলেপ্পোতে তার মা ধ্বংস্তূপের নিচে ছিল। শিশুটির জন্মের পরই তার মা মারা গেছেন।’

‘আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মানুষকে ধৈর্য্য ধরার শক্তি দিক এবং ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া প্রদর্শন করুক।’

https://twitter.com/Talhaofficial01/status/1622665033309200387?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1622665033309200387%7Ctwgr%5E114c357a3d930b49e92978779e73451c04116de6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F172233

তবে শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে সেটি উল্লেখ করা হয়নি। ফলে এখনো নিশ্চিত নয় ওই শিশুটি বেঁচে আছে কি না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    তুরস্কে ভূমিকম্প : উদ্ধার কাজে যেতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ভিড়

    নিজস্ব প্রতিবেদক
    ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪১
    নিজস্ব প্রতিবেদক
    তুরস্কে ভূমিকম্প : উদ্ধার কাজে যেতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ভিড়

    তুরস্কে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে মারা গেছেন ২ হাজার ৯২১ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছে এক হাজার ৪৪৪ জন। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

    এদিকে, তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর এলাকায় হাজারো মানুষ জড়ো হয়েছেন। তারা সবাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে চান।

    স্থানীয়দের বরাতে বিবিসি বলছে, তারা ভূমিকম্পের পর সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলে যাওয়ার জন্য জড়ো হয়েছেন। অনেকে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশের বিভিন্ন স্থানে যেতে চেয়েছেন। সেখানার উদ্ধার কাজে সহযোগিতার জন্য তারা ইস্তাম্বুল বিমানবন্দরে ভিড় করছেন। তবে, বিবিসি যাচাই করতে পারেনি যে ছবিতে দেখা যাওয়া সবাই স্বেচ্ছাসেবক হওয়ার আশা করছে কি-না। তবে, ভিড়ের মাত্রা অবশ্যই অস্বাভাবিক।

    ১৯৯৯ সালে একই মাত্রার একটি ভূমিকম্প পূর্ব মারমারা সাগরতীরে ইস্তাম্বুলের কাছে আঘাত হানলে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়। বিশ্ব সাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের পর আরো অন্তত ৭৭টি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়, যার মধ্যে তিনটি ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি। আবার দুপুরের দিকে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

    এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিশ্বের বহু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান!

      নিজস্ব প্রতিবেদক
      ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৯
      নিজস্ব প্রতিবেদক
      ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান!

      ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘বেস্ট উইশেস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ভূমিকম্পের পর টুইটারে এরদোয়ান লেখেন- কাহরামানমারাসে যে ভূমিকম্প হয়েছে, যেটি দেশের অনেক জায়গায় অনুভূত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত আমার সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই। এএফএডির সমন্বয়ে সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রয়েছে।

      স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

      সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

      বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সেই রহস্যময় বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন, ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা

        নিজস্ব প্রতিবেদক
        ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:২৩
        নিজস্ব প্রতিবেদক
        সেই রহস্যময় বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন, ‘উপযুক্ত জবাব’ দেওয়ার ঘোষণা

        গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরে বেড়ানো রহস্যময় চীনা বেলুনটি অবশেষে গুলি করে নামানো হয়েছে। শনিবার স্থানী সময় দুপুর ২ টা ৩৯ মিনিটে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আটলান্টিক উপকূলে বেলুনটি ভূপাতিত করেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। একটি এফ ২২ ফাইটার জেট থেকে ছোড়া এআইএম-৯এক্স সুপারসনিক এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করা হয় সেটি।

        বেলুটি গুলি করে নামানোর অল্প সময়ের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘আমরা আগেও বলেছি—এটা পুরোপুরি বেসামরিক একটি আকাশযান (এয়ারশিপ) এবং বাতাসের গতির কারণে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে।’

        যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় নিজেদের বেলুন প্রবেশের ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করার পরও মার্কিন প্রতিরক্ষা বাহিনী সেই বেলুনটি ধ্বংস করায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে চীন। এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।’

        আরো পড়ুনঃ সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

        চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র যেভাবে তার বিমানবাহিনী দিয়ে সেটি ধ্বংস করেছে— তা রীতিমতো অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ। আমরা তীব্র অসন্তোষ জানাচ্ছি।’

        ‘সেই সঙ্গে বলছি—চীন তার বৈধ অধিকার ও স্বার্থের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না এবং অবশ্যই এ ঘটনার উপযুক্ত জবাব দেবে।’

        শনিবার দুপুরে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থান করা সেই বেলুনটিকে চীনের ‘গোয়েন্দা নজরদারি আকাশযান’ বলে উল্লেখ করেছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

          নিজস্ব প্রতিবেদক
          ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১
          নিজস্ব প্রতিবেদক
          সেই রহস্যময় চীনা বেলুন গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

          গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরে বেড়ানো রহস্যময় চীনা বেলুনটি অবশেষে গুলি করে নামানো হয়েছে। মার্কিন ফাইটার জেট তাদের আঞ্চলিক জলসীমায় বেলুনটি নামিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

          বার্তা সংস্থা এপি’র ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে গেছে।

          শনিবার সামরিক বাহিনী অভিযান পরিচালনা করায় যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার উপকূলে তিনটি বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি- চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল।

          মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে দেশটির আকাশসীমায় প্রথম উপস্থিত হওয়ার পর থেকে বেলুনটি নামানোর জন্য চাপের মধ্যে ছিলেন।

          অবশ্য যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা বেলুনটি একটি ওয়েদার ডিভাইস বলে দাবি চীনের। নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ও দুঃখও প্রকাশ করে মন্ত্রণালয়। [সূত্র : বিবিসি]

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত