ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বিতর্কমুক্ত কমিটি চায় বাঙলা কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২২ ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক
বিতর্কমুক্ত কমিটি চায় বাঙলা কলেজ ছাত্রলীগ

বিতর্কমুক্ত কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল পরবর্তী সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যারা কোনও বিতর্কে জড়াননি, ক্লিন ইমেজ, কলেজের ছাত্র; চুরি-ছিনতাইয়ের অভিযোগ নেই, ক্যাম্পাসে পরিচিত মুখ, ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন- এমন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব চাই আমরা। কোনও বহিরাগত-অছাত্রদের দিয়ে কমিটি করা হলে, সেটা আমরা মেনে নেবো না।

এসময় সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, কোনও অছাত্র, বহিরাগত কিংবা বিতর্কিতদের দিয়ে কমিটি করা হলে তা আমরা মানবো না। এক্ষেত্রে পরবর্তীতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হলে তার সব দায় দায়িত্ব জয়-লেখককে নিতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, মানিক চৌধুরী, রুবেল হোসেন। সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজি লাবু, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক মো. জিহাদ, সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফ, সাবেক উপ সম্পাদক মো. সোহাগ খান, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, মোঃ রায়হান উদ্দিন সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবিতে দুই দিনব্যাপী নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু

    নিজস্ব প্রতিবেদক
    ৯ নভেম্বর, ২০২২ ১৩:২২
    নিজস্ব প্রতিবেদক
    রাবিতে দুই দিনব্যাপী নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু

    মারুফ হোসেন মিশন, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী 'নিরিখ' আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

    'সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী 'নিরিখ' তৃতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে।

    উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারীতে সকাল সাড়ে ১০টায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

    এসময় ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক তারিকুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মধ্যবর্তী শ্রেণীর বিকাশ ও সমকালীন সাহিত্যের সাথে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত। এ ধরনের সাহিত্য সম্মেলনগুলো বর্ষার মেঘের মতো। বর্ষার আশির্বাদে যেমন নতুন বৃক্ষ গজায় তেমনি এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে নব সাহিত্যিকদের জন্য নব দিক উন্মোচন করে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও বাঙালিপনা নিয়ে আয়োজিত এই সাহিত্য সম্মেলন সফল হোক।

    নিরিখ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি বলেন, সাহিত্যকে ঘিরেই এই সম্মেলন। আর এই সম্মেলনের মাধ্যমেই দুই বাংলার সাহিত্যিকরা একসঙ্গে মিলিত হয়েছেন।আমাদের আয়োজিত যে সাহিত্য সম্মেলনের দুইটি থিম আছে। যে কোন দেশের যেকোনো সাহিত্যে সমকাল কীভাবে আছে আর আজকের দেশের সাহিত্য কীভাবে আছে। অপেক্ষাকৃত জ্যেষ্ঠ গবেষকদের সাথে নবীন গবেষকরা পরিচিত হবে ও তাদের কথা শুনবে আবার নবীন গবেষকদের কাছ থেকেও জ্যৈষ্ঠ গবেষকরা কিছু শিখবেন এই দুই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এই সাহিত্য সম্মেলনের আয়োজন করে থাকি।

    আলোচনা সভা শেষে সেখান থেকে একটি শুভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নিরিখ'র কর্তৃবৃন্দ।

    এবারের সম্মেলনে তিনশতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সম্মেলনে সবমিলিয়ে ৮০জন স্কলার বক্তৃতা প্রদান করবেন। এর মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা উপস্থিত হয়েছেন। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় ৫৮জন গবেষক।

    উল্লেখ্য, 'বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য'-এ স্লোগানে শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী 'নিরিখ' রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প সমালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ পত্রিকা কাজ করছে। এর আগে, ২০১৭ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সাহিত্য সম্মেলন করে এই সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য ইবির ৪২ শিক্ষার্থী মনোনীত

      নিজস্ব প্রতিবেদক
      ৯ নভেম্বর, ২০২২ ১২:২৬
      নিজস্ব প্রতিবেদক
      জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য ইবির ৪২ শিক্ষার্থী মনোনীত

      মুনিম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪২ জন শিক্ষার্থী ২০২১-২২ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

      এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ৬ জন, গনিত বিভাগ থেকে ৩ জন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের ২ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ১ জন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১ জন ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন। তিন ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান) ফেলোশীপের জন্য শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

      উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ হলো একধরনের বৃত্তি, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, গবেষণারত এমএসসি, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের গবেষকদের প্রদান করা হয়। এই বৃত্তির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কুবিতে 'অনুপ্রাস' কন্ঠচর্চা কেন্দ্রের নবীনবরণ ও পুরস্কার বিতরণ

        নিজস্ব প্রতিবেদক
        ৯ নভেম্বর, ২০২২ ১২:৯
        নিজস্ব প্রতিবেদক
        কুবিতে 'অনুপ্রাস' কন্ঠচর্চা কেন্দ্রের নবীনবরণ ও পুরস্কার বিতরণ

        হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন 'অনুপ্রাস' কণ্ঠচর্চা কেন্দ্রের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তিতে বিজয়ী, সেরা সংগঠক ও বুক রিভিউতে বিজয়দের পুরষ্কৃত করা হয়।

        সংগঠনটির সভাপতি বায়েজিদ আহমেদ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা ড. জি এম মনিরুজ্জান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.জান্নাতুল ফেরদৌস, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ( ভারপ্রাপ্ত) কাজী এম. আনিছুল ইসলাম।

        বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, কবিতা পড়ে আনন্দ পেতে হলে কবিতার ছন্দ বুঝতে হবে। অনুপ্রাস শিক্ষার্থীদের কন্ঠচর্চা নিয়ে কাজ করে যার মাধ্যমে শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও একাডেমিক শিক্ষার পাশাপাশি মৌলিক উন্নয়নের ক্ষেত্রে কন্ঠচর্চা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

        এসময় আরও উপস্থিত ছিলেন, অনুপ্রাসের সাবেক সভাপতি সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা।

        উল্লেখ্য, ''মানুষের নিরন্তর নিঃশব্দ ক্রন্দনে অনুপ্রাস'' এই স্লোগানকে নিয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনা নিয়ে কাজ করছে ''অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র''।

        আরও পড়ুন: বিলাসবহুল জীবনযাপনে মুকেশ আম্বানিকেও হার মানিয়েছেন তিনি

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চবিতে 'গবেষণা ও প্রকাশনা কর্মশালা' আগামী ১৪ই নভেম্বর

          নিজস্ব প্রতিবেদক
          ৯ নভেম্বর, ২০২২ ১২:৩
          নিজস্ব প্রতিবেদক
          চবিতে 'গবেষণা ও প্রকাশনা কর্মশালা' আগামী ১৪ই নভেম্বর

          নাঈম ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'কম্যুনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন'র উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশ্বমানের গবেষনা ও প্রকাশনা কর্মশালা। উক্ত কর্মশালাটি আগামী ১৪ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।

          দিনব্যাপী চলমান এ কর্মশালায় অধ্যাপক ড. সাইদুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অধ্যাপক ড. সাইদুর রহমান ২০২০ সালের ল্যাঙ্কাস্টার জরিপের সেরা চার জনের অন্যতম একজন। এছাড়াও, তিনি বিশ্বের প্রথম ন্যানোফ্লুয়েড গবেষক হিসেবে স্বীকৃত। বিশ্বের নামী-দামী জার্নালগুলোতে তাঁর প্রকাশিত গবেষণাকর্মের সংখ্যা ৬'শতেরও অধিক। তার গবেষণাকর্ম বিশ্বব্যাপী বেশ সমাদৃত। পেশাজীবনে তিনি বর্তমানে যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

          আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। কর্মশালাটি সভাপতিত্ব করবেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. শহীদুল হক৷

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। এছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নিবেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

          আয়োজিত উক্ত কর্মশালায় দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এবং কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে সনদ প্রদানের ব্যবস্থা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত