ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৫ ১৭:১১
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে সিবিআইসি জানায়, ২০২০ সালের ২৯ জুনে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল- তা বাতিল করা হয়েছে। ​

২০২০ সালের সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্য ভারতের স্থল কাস্টমস স্টেশন এলসিএস ব্যবহার করে ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর হয়ে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পাঠাতে পারত। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এর আওতায় বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত। ​

প্রতিবেদনে ট্রানজিট সুবিধা বাতিলের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে।

প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সে সময় বলেছিলেন, “ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য ভূমিবেষ্টিত। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এটি একটি বিশাল সুযোগের দ্বার উন্মেচিত করেছে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হয়ে উঠতে পারে।”

antonov

এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে ‘অত্যন্ত আপত্তিকর’ এবং ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। ​

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, নয়াদিল্লির সঙ্গে যখন ঢাকার সম্পর্কের অবস্থা ভঙ্গুর- তখন চীনকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে চিত্রিত করাও ভারত-বাংলাদেশ সম্পর্ককে জটিল করে তুলেছে।

ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য অবাধ ট্রানজিট সুবিধা নিশ্চিত করতে হয়। ১৯৯৪ সালে সংস্থাটির জারি করা জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড ( জিএটিটি) এর অনুচ্ছেদ পাঁচ অনুসারে, সব সদস্যকে স্থলবেষ্টিত দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট প্রদান করতে হবে। এতে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া যাবে না এবং পরিবহন শুল্কের আওতায় ফেলা যাবে না।

ফলে ভারতের এই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের ক্ষেত্রে ডব্লিওটিও’র নিয়মাবলীর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

    নিজস্ব প্রতিবেদক
    ৭ এপ্রিল, ২০২৫ ০:৪৪
    নিজস্ব প্রতিবেদক
    ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

    সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে - এরই মধ্যে ঘাড়ে চেপেছে নতুন সংকটটি। ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তেই উঠে এসেছে ভয়ংকর তথ্য।

    ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি। শুধু তাই নয় সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের জোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়েই ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি।

    ৭ অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকেই বিতর্ক হয়েছে। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল, হামাস ৭ অক্টোবরে ১২০০ জনকে হত্যা করেছে। তবে উপলব্ধ প্রমাণের সাথে এটি অসঙ্গতিপূর্ণ। কেননা হামাসের কাছে কোনো অস্ত্র-সরঞ্জামই এতটা কার্যকর ছিল না যে, এতটা অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে।

    হারেৎজ পত্রিকা জানিয়েছে, সেদিন কর্তব্যরত সৈন্য এবং এলাকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ করে যে, 'হানিবাল নির্দেশিকার' আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল, যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অন্য কথায়, নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্যও তিনি দায়ী।

    সংকট কীভাবে দেখা দিল?

    সাম্প্রতিক ঘটনাটি পূর্ববর্তী অভিযোগগুলোর চেয়ে ভিন্ন প্রকৃতির। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরিচালিত এবং 'কাতারগেট' নামে পরিচিত তদন্তের ভিত্তিতে, গুরুতর অভিযোগটি পাওয়া গেছে। ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা দেখেছে, নেতানিয়াহু এবং তার অফিস ৭ অক্টোবরের হামলা সম্পর্কে অবগত ছিল, কিন্তু নিরাপত্তা পরিষেবাগুলোকে তা জানায়নি। গাজার বেসামরিক লোকদের এতে যুক্ত করতে বেতন দেওয়ার জন্য কাতার হামাসকে যে অর্থ পাঠিয়েছিল, তা নেতানিয়াহুর উপদেষ্টাদের মাধ্যমে পাঠানো হয়। এই অর্থের কিছু অংশ আত্মসাতও করা হয়েছিল।

    নেতানিয়াহু এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে শিন বেটের তদন্তের প্রকাশ একটি কেলেঙ্কারিজনক অধ্যায়। ৭ অক্টোবর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আমান এবং চিফ অফ স্টাফ তাদের ব্যর্থতার কারণে পদত্যাগ করেছিলেন। এরপর নেতানিয়াহু শিন বেটের প্রধান রোনেন বারের পদত্যাগ চেয়ে বসেন। তবে, রোনেন বার পদত্যাগ করা থেকে বিরত থাকেন এই বলে যে, তারা দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আসছেন এবং এই পর্যায়ে পদত্যাগ করা তার পক্ষে উপযুক্ত হবে না।

    মূলত নতুন সংকট এখান থেকেই শুরু। নেতানিয়াহু তার বিবৃতিতে বলেন, তিনি আর শিন বেট প্রধান রোনেন বারকে বিশ্বাস করেন না এবং তাই তার সাথে কাজ করতে চান না। যদি রোনেন পদত্যাগ না করেন, তাহলে তিনি তাকে বরখাস্ত করবেন। তাছাড়া ইসরায়েলি আইন অনুসারে, প্রধানমন্ত্রীর শিন বেট প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে।

    তবে রোনেন বারের আপত্তির প্রেক্ষিতে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রতিক্রিয়া জানায় যে, প্রধানমন্ত্রীর শিন বেট প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে, তবে পরিস্থিতির অসাধারণ সংবেদনশীলতা এবং বিষয়টির অভূতপূর্ব প্রকৃতি, সেইসঙ্গে এই উদ্বেগ রয়েছে যে, এই বরখাস্ত অবৈধতা এবং স্বার্থের সংঘাতের দ্বারা কলঙ্কিত হবে। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শিন বেট প্রধানের পদ প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগত আস্থার পদ ছিল না এবং প্রধানমন্ত্রীর অভিযোগ করা আস্থার অভাব বরখাস্তের জন্য যথেষ্ট নয়।

    আরও জানা গেছে, সিন বেট প্রধানকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য নেতানিয়াহুকে প্রথমে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে একটি অনুকূল মতামত নিতে হবে। তারপর যদি আইনি উপদেষ্টা বোর্ড সিদ্ধান্ত নেয় যে, প্রধানমন্ত্রীর উপস্থাপিত ভিত্তিগুলো অভিশংসনের জন্য যথেষ্ট, তাহলে নেতানিয়াহু তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। তবে প্রকৃতপক্ষে, নেতানিয়াহুর সাথে একটি বৈঠকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছেন, শিন বেটের সাথে স্বার্থের দ্বন্দ্বের কারণে তাকে বরখাস্ত করা উপযুক্ত হবে না।

    তবে নেতানিয়াহু এই সমস্ত আইনি সতর্কবার্তা উপেক্ষা করে ঘোষণা করেন, তিনি তার সরকারি অংশীদারদের সহায়তায় রোনেনকে বরখাস্ত করেছেন। এই ঘটনার পর, শিন বেট প্রধান সুপ্রিম কোর্টে আপিল করেন, বরখাস্ত স্থগিতের অনুরোধ করেন। অনুরোধের ভিত্তিতে, সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলের সাথে একমত হন এবং রায় দেন যে, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী রোনেনকে বরখাস্ত করতে পারবেন না।

    তা সত্ত্বেও, নেতানিয়াহু অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উপেক্ষা করে বলেছিলেন, তিনি আর রোনেনের সাথে কাজ করবেন না, রোনেনের পদ ছেড়ে দেওয়া উচিত এবং ৭ অক্টোবর নিয়ে তদন্ত অবিলম্বে শেষ করা উচিত।

    ইসরায়েলকে গৃহযুদ্ধে নিক্ষেপ

    অ্যাটর্নি জেনারেলের অফিস এবং সুপ্রিম কোর্ট উভয়ের প্রতিকূল রায় সত্ত্বেও রোনেনকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর জেদকে ইসরায়েলের গণতন্ত্র এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং নেতানিয়াহুর বিরুদ্ধে তার ব্যক্তিগত লাভের জন্য ইসরায়েলকে গৃহযুদ্ধে টেনে আনার অভিযোগ আনা হয়েছিল।

    গাজায় যুদ্ধবিরতি বাতিল করে হামাসের কাছে আটক থাকা ৫৯ জন জিম্মির মধ্যে ২৪ জনের জীবন 'নতুন করে বিপন্ন করার জন্য' নেতানিয়াহুর ওপর ইসরায়েলি সমাজের একটি অংশ ইতিমধ্যেই ক্ষুব্ধ। তারা এখনো জীবিত বলে মনে করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের অফিস এবং সুপ্রিম কোর্টের বিরোধী মতামত সত্ত্বেও, শিন বেট প্রধানকে বরখাস্ত করার সিদ্ধান্তের ফলে জনগণের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

    ফলস্বরূপ, গত সপ্তাহান্তে তেল আবিবে দুই লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়ে আসছে। বিরোধী দলগুলো নেতানিয়াহুর সমালোচনায় যোগ দিয়েছে, বিশেষ করে প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিড। এক বক্তৃতায় তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে নেতানিয়াহুর দ্বন্দ ইসরায়েলের ক্ষতি করছে। নেতানিয়াহুর পথ শেষ।

    সপ্তাহান্তে তেল আবিবে দুই লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছবিছ সংগৃহীত সপ্তাহান্তে তেল আবিবে দুই লাখেরও বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছবিছ সংগৃহীত

    ইয়ার লাপিড সকল প্রতিষ্ঠানকে ধর্মঘটে যাওয়ার এবং জনসাধারণকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নাগরিক অবাধ্যতায় জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে নেতানিয়াহুকে পদত্যাগ করতে বাধ্য করা যায়।

    ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীদের একজন এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হামাস বা ইরান নয়, ইসরায়েলের আসল শত্রু নেতানিয়াহু। এরা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, রাষ্ট্রকে দুর্বল করে দেয়।

    তিনি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু যদি পদত্যাগ না করেন, তাহলে দেশটি দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।

    প্রকৃতপক্ষে, রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং কার্যকারিতার বিরুদ্ধে নেতানিয়াহুর সংগ্রাম কেবল শিন বেট প্রধানকে অপসারণের চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ নয়। নেতানিয়াহুর বিচারমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচনকারী কমিটির গঠন পরিবর্তন নিয়ে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন। বিচারমন্ত্রীর তৈরি খসড়া বিল অনুসারে, তারা বিচার বিভাগীয় নির্বাচন কমিটির গঠন পরিবর্তন করার চেষ্টা করছেন, যাতে তাদের পছন্দের বিচারকরা সুপ্রিম কোর্টে নির্বাচিত হন, তা নিশ্চিত করা যায়।

    বিশেষজ্ঞদের মত, নেতানিয়াহুর শিন বেটের প্রধানকে বরখাস্ত করার প্রচেষ্টা এবং সুপ্রিম কোর্টে বিচারকদের নির্বাচিত করার জন্য বিচার বিভাগীয় নির্বাচন কমিটির গঠন পরিবর্তন আনার ইচ্ছা সম্ভবত দেশে রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করবে এবং একদিকে ইসরায়েলকে গৃহযুদ্ধের দিকে টেনে আনবে, অন্যদিকে অর্থনীতির পতনের দিকে নিয়ে যাবে। ফলে ইসরায়েলের জনগণের জন্য এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে - হয় তারা দুর্নীতিগ্রস্ত এবং গণহত্যাকারী নেতানিয়াহুর সাথেই থাকবে অথবা যত তাড়াতাড়ি সম্ভব নেতানিয়াহুকে অপসারণ করবে।

    তথ্যসূত্র: ডেইলি সাবাহ, তুরস্ক

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ: যুক্তরাষ্ট্রে ভিসা হারালেন বাংলাদেশি শিক্ষার্থী

      নিজস্ব প্রতিবেদক
      ৫ এপ্রিল, ২০২৫ ১১:৩২
      নিজস্ব প্রতিবেদক
      ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ: যুক্তরাষ্ট্রে ভিসা হারালেন বাংলাদেশি শিক্ষার্থী

      গাজায় ইসরায়েলি বর্বতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার পর এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর ভিসা বাতিল করে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া চুরির মামলা নিষ্পত্তি হওয়ার পরও আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

      বিক্ষোভ দেখানো ওই শিক্ষার্থীকে মুক্ত করতে আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন আইনজীবী মঈন চৌধুরী।

      তিনি বলেন, এছাড়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাস কয়েক আগে দোকান থেকে ৭০ ডলারের পণ্য চুরির সময় ধরা পড়েছিলেন।

      “ছোটখাটো চুরির সেই মামলায় দোষ স্বীকার করার পর মাননীয় আদালত মামলাটি নিষ্পত্তি করেছেন। তাকেও গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গ্রেপ্তার করেছে এবং তার ভিসা বাতিল করে ডিটেনশন সেন্টারে নিয়েছে বাংলাদশে পাঠিয়ে দেওয়ার জন্য।”

      এদিকে কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় সম্প্রতি জেএফকে এয়ারপোর্ট থেকে ডজন খানেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিন কার্ডধারী যেমন রয়েছেন, তেমনই পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসাধারীও আছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিশ্বের সবচেয়ে ছোটো পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা

        নিজস্ব প্রতিবেদক
        ৪ এপ্রিল, ২০২৫ ১২:৪৩
        নিজস্ব প্রতিবেদক
        বিশ্বের সবচেয়ে ছোটো পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা

        যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার তৈরি করেছেন। পেসমেকারটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ মিলিমিটার, প্রস্থ ১ দশমিক ৮ মিলিমিটার এবং পুরুত্ব ১ মিলিমিটার।

        আকার-আকৃতিতে নতুন পেসমেকারটি একটি চালের কনার চেয়েও ছোটো। তবে কার্যকারিতার বিবেচনায় এটি বাজারে বর্তমানে প্রচলিত যে কোনো পেসমেকারকে টেক্কা দিতে পারে।

        আমাদের হৃদপিণ্ড স্বাভাবিকভাবে প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার স্পন্দিত হয়। যদি এই স্বাভাবিক গতি না থাকে তাহলে গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যুও ঘটে। যাদের স্পন্দনজনিত সমস্যা রয়েছে, তাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক রাখতে যে যন্ত্রটি ব্যবহার করা হয়, সেটিই পেসমেকার নামে পরিচিত।

        বাজারে বর্তমানে যেসব পেসমেকার প্রচলিত, সেগুলো হৃদপিণ্ডে প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার বা সার্জারি প্রয়োজন হয়। কোনো কারণে যদি পেসমেকারের প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে শরীর থেকে বের করার জন্যও অস্ত্রপোচার বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়; আর যেহেতু পেসমেকার একটি ব্যাটারিচালিত যন্ত্র, তাই ব্যাটারির মেয়াদ একসময় শেষ হয়ে যায় এবং তখন সেই ব্যাটারি রিচার্জ কিংবা নতুন ব্যাটারি স্থাপন করতে হয়। সেটিও বেশ ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল ব্যাপার।

        চালের চেয়েও ছোটো নতুন যে পেসমেকারটি মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন, সেটি সিরিঞ্জের মাধ্যমে হৃদপিণ্ডে প্রতিস্থাপন করা সম্ভব; অর্থাৎ এক্ষেত্রে কোনো অস্ত্রপোচারের প্রয়োজন নেই। যেহেতু পেসমেকারটি তারবিহীন, তাই বাইরে থেকে তারের মাধ্যমে এটি রিচার্জ করারও সুযোগ নেই।

        নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানী দলটির প্রধান জন এ রজার্স জানিয়েছেন, পেসমেকারটিতে একটি গ্যালভানিক সেল রয়েছে। এই সেলটি একধরনের সরল ব্যাটারি এবং রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরে সক্ষম।

        হৃদপিণ্ডে প্রতিস্থাপনের পর চারপাশের বায়োফ্লুইডের সংস্পর্শে আসামাত্র পেসমেকারের গ্যালভানাজিং সেল সক্রিয় হয় এবং পেসমেকারটিও কাজ শুরু করে।

        এএফপিকে জন এ রজার্স বলেন, “এমন অনেক রোগী আছেন, যাদের হৃদপিণ্ডের সমস্যা রয়েছে এবং পেসমেকারও প্রয়োজন—কিন্তু অস্ত্রোপচার তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বিশ্বের একশতাংশেরও বেশি শিশু হৃদপিণ্ডের সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দেহে পেসমেকার স্থাপন অসম্ভব। তাই আমরা এমন একটি যন্ত্র চাইছিলাম, যা কোনোপ্রকার জটিলতা ছাড়াই মানবদেহে প্রবেশ করানো সম্ভব। আমাদের আশা, এটি চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”

        সূত্র : এএফপি

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত

          নিজস্ব প্রতিবেদক
          ৩ এপ্রিল, ২০২৫ ১৮:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত

          ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। নানা চেষ্টায় তা না হলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নপূরণ হয় রাশিয়ায়। রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় তার স্বপ্নের যাত্রা। গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ।

          ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন। রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী।

          গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত সত্তর মিয়া ছেলে ছোট ছেলে ইয়াসিন শেখ। চার ভাই-বোনের মধ্যে দুজন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিল তার সংসার।

          বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা ও বিদেশযাত্রার খরচ বহন করেন।

          রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত তার ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন। গত ১ মার্চ ফেসবুকে তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়া যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং তার স্বপ্নপূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন।

          তখন ইয়াসিন এক ভিডিওবার্তায় জানিয়েছিল, গত বছরের জানুয়ারিতে সে রাশিয়ায় একটি চায়না কম্পানিতে চাকরির জন্য আবেদন করে। গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যায় রাশিয়া।

          মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের ওই কম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেয়। দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্নপূরণ হয় বলেও জানায় সে।

          ওই ভিডিও আওযামীলীগ সরকারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্যও দোয়া প্রার্থনা করেন ছাত্রদল কর্মী ইয়াসিন। সরকারিবিরোধী আন্দোলনে যোগ দিয়ে তার সাহস ও ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মনোবল তৈরি হয় বলে জানায় সে। যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসোস থাকবে না বলেও ভিডিওতে জানায় সে।

          ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাস না পেরুতেই যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় ইয়াসিন।

          নিহত ইয়াসিনের লাশের কী অবস্থা, লাশ দেশে আনা যাবে কি না তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না থামছেই না। শোকে হতবিহবল পরিবারের সমস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত