ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

এবার ইরানে পাল্টা হামলা পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৪ ১২:৪৫
নিজস্ব প্রতিবেদক
এবার ইরানে পাল্টা হামলা পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন ‍উচ্চপর্যায়ের কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এএফপিকে ওই কর্মকর্তা বলেন, ‘আমি কেবল এইটুকু তথ্য নিশ্চিত করতে পারি যে ইরানের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে বসা পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে সেখানে হামলা চালানো হয়েছে।'

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রায় একই তথ্য জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বিভিন্ন জঙ্গি আস্তানা লক্ষ্য করে সুসংগঠিত এবং নির্ভুল সামরিক হামলা পরিচালিত হয়েছে।’

আইএসআইএর অপর একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের দুই বিছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির বেশ কয়েকটি স্থাপনা ও গোপন আস্তানা রয়েছে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে। সেই সব স্থাপনা ও আস্তানাকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সৈকত

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ জানুয়ারি, ২০২৪ ১২:১৪
    নিজস্ব প্রতিবেদক
    রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সৈকত

    রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের দশম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাসুদ ও সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শেখ সৈকত।

    বুধবার (১৭ ই জানুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এম.এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল গ্যালারীতে কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান।

    কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সায়েম আলম ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসান হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক ক্লিনিকাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উম্মে তাহেরা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তামিম রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো.গোলাম রাব্বি । সাংগঠনিক সম্পাদক ভূতত্ত্ব ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তোফায়েল আহমেদ তোফা । প্রাথমিকভাবে ৮ প্রাথমিক কমিটি ঘোষণা করা হয় এবং অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা প্রদান করা হয়।

    স্থায়ী কমিটির নতুন সদস্য পদ পান আবিদ হাসান, আজীবন সদস্য ৩জন হলেন রুহুল আমিন রুমি, মোঃ আশাদুল ইসলাম এবং স্বাগতা বৃতি রায় গুপ্ত।

    কমিটি গঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ।

    এসময় প্রধান অতিথির বক্তব্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, ২০১৫ সালে আজকের এই দিনে অনেক আশা ও প্রত্যাশা নিয়ে রাবি সায়েন্স ক্লাব যাত্রা শুরু করেছিল। যেটি তার উদ্দেশ্য পূরণের দিকে এদিকে যাচ্ছে। আজকে রাবি সায়েন্স ক্লাবের ১০ বছরে পদার্পন করেছে। অনেক বাঁধা অতিক্রম করে এটি সামনে এগিয়ে এসেছে সামনেও ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা রাখছি। প্রত্যেকে নিজের জায়গায় দায়িত্বশীল হিসেবে কাজ করলে প্রত্যেক জায়গায় উন্নয়ন সম্ভব।

    উল্লেখ্য যে, 'আজ রাবি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দুপুর ২টায় র‍্যালী বের হয়েছিল এবং কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।'

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

      নিজস্ব প্রতিবেদক
      ১৮ জানুয়ারি, ২০২৪ ১১:৩২
      নিজস্ব প্রতিবেদক
      কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

      কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

      এমন পরিস্থিতিতে কুড়িগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ।

      জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।

      কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        একমাসেও শেষ হয়নি রাবি শিক্ষার্থী ফুয়াদের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রতিবেদন

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ জানুয়ারি, ২০২৪ ১১:২৪
        নিজস্ব প্রতিবেদক
        একমাসেও শেষ হয়নি রাবি শিক্ষার্থী ফুয়াদের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রতিবেদন

        রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জামান হলের আবাসিক শিক্ষার্থী খতিব আল ফুয়াদের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল হল প্রশাসন। দশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও একমাস চারদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি তদন্ত প্রতিবেদন তৈরির কাজ।

        মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষক ও তদন্ত কমিটির সদস্য ড. মো. ইসমাইল হোসেন।

        গত ১২ ডিসেম্বর হলের আবাসিক শিক্ষক অধ্যাপক মো. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন আবাসিক শিক্ষক মো. রবিউল ইসলাম, ড. মো. ইসমাইল হোসেন ও কে. এম. মনিরুল ইসলাম।

        তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য ড. মো. ইসমাইল হোসেন বলেন, তদন্ত কমিটি গঠনের পর আহ্বায়ক কিছুদিন হলে ছিলেন না। তিনি আসার পর আমরা কাজ শুরু করেছিলাম কিন্তু ক্যাম্পাস শীতকালীন ও জাতীয় নির্বাচনের ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়িতে চলে যায়। হলে শিক্ষার্থীদের না পেয়ে তদন্ত প্রতিবেদন শেষ করা সম্ভব হয়নি। যার ফলে তদন্ত প্রতিবেদন কিছুটা বিলম্ব হয়েছে। তবে বন্ধের মধ্যেও আমরা তদন্ত প্রতিবেদনের কাজ কিছুটা এগিয়ে রেখেছি। এখন ক্যাম্পাস খোলা হওয়ায় আবারও তদন্তের কাজ শুরু করেছি এবং দ্রুত প্রতিবেদনের কাজ শেষ হবে বলে জানান তিনি।

        এ বিষয়ে শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. একরামুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ও নির্বাচনের ছুটি থাকায় হয়তো তদন্ত প্রতিবেদনের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। এ বিষয়টি আমার মাথায় আছে। আগামীকাল এ বিষয়ে খোঁজ খবর নিবো। তবে আমরা এখনো ফরেনসিক রিপোর্ট পায়নি। এ বিষয়ে মতিহার থানার এডিসির সাথে কথা হয়েছে। তারাও জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন যার ফলে এখনো কিছু জানা যায়নি। তবে কিছুদিনের মধ্যেই হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।

        তদন্ত প্রতিবেদন বিলম্ব করায় অসন্তোষ প্রকাশ করেন মৃত ফুয়াদের পরিবার। এ বিষয়ে ফুয়াদের ভাই মো. আব্দুল ফাত্তাহ্ রাফি বলেন, হল থেকে বলা হয়েছিল দশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে কিন্তু খোঁজ নিয়ে জেনেছি এখনো প্রতিবেদনের কাজ শেষ করেনি প্রশাসন। আমার ভাই হলের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছে এ নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যাথা নেই। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন গাফিলতি মেনে নেওয়ার মতো না। তদন্ত প্রতিবেদন ও ফরেনসিক রিপোর্টের মাধ্যমে আমার ভাইয়ের মৃত্যুর আসল কারণ জানতে চাই আমরা।

        উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের শিক্ষার্থী ফুয়াদ আল খতিবকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ নিয়ে যান তার সহপাঠীরা। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

        ময়নাতদন্ত শেষে গত ১১ ডিসেম্বর তার মরদেহ গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়। পরে জানাজার নামাজ শেষে জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিজ গ্রামে তার মরদেহ দাফন করা হয়। হল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের সময় তার মুখ দিয়ে রক্ত পড়ছিল এবং তার বুকসহ বিভিন্ন স্থানে কালশিটে দাগ ছিল। যা নিয়ে সন্দিহান সাধারণ শিক্ষার্থীরা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শতাধিক নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ দিলো জবির এআইএসডিএফ

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ জানুয়ারি, ২০২৪ ১১:৬
          নিজস্ব প্রতিবেদক
          শতাধিক নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ দিলো জবির এআইএসডিএফ

          জবি প্রতিনিধিঃ শতাধিক নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ দিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিবেট ফোরাম (এআইএসডিএফ)। পাশাপাশি প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আনুষ্ঠানিকভাবে নবীন বিতার্কিকদের বরণ করে নিয়েছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি।

          বুধবার (১৭ জানুয়ারি, ২০২৪) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৩১৫ নং কক্ষে অর্ধদিনব্যাপী এআইএসডিএফ কতৃর্ক “নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এআইএসডিএফ এর সাবেক সভাপতি সবুজ আহম্মেদ শিমুল।

          এতে অতিথি হিসেবে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবীনদের পাশাপাশি সংগঠনের বর্তমান বিতার্কিকগণও উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিতার্কিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল সময়টি। কর্মশালা শেষে প্রশিক্ষক সবুজ আহম্মেদ শিমুলকে ডিবেট ফোরাম থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

          বিতর্ক কর্মশালার প্রশিক্ষক সবুজ আহম্মেদ শিমুল বলেন, বিতর্ক জগতে আসতে চাওয়া নবীনদের নিয়ে এধরনের আয়োজন প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা যে মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএসডিএফ সেই জ্ঞানচর্চা এবং স্বাধীন চিন্তা বিকাশের সুযোগ বৃদ্ধি করে দিয়েছে। এখানে তারা সমাজের ও রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপনের সুযোগ সহ নিজেদের মেধা ও মননশীলতা বিকাশের সুযোগ পাবে।

          এসময় এআইএসডিএফ’র সভাপতি হিরা সুলতানা বলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নবীন বিতার্কিকদের বরণ করে নেয়া, বিতর্কের কলাকৌশল শেখানো, বিতর্ক চর্চার মাধ্যম ব্যক্তিগত উৎকর্ষ সাধনের কৌশল শেখানো আমাদের আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আশা করছি নবীন হিসেবে এআইএসডিএফ এর সাথে যারা যুক্ত হয়েছে আগামীতে তারা আত্ন-উৎকর্ষতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

          সাধারণ সম্পাদক রূপা আক্তার বিউটি জানান, এআইএসডিএফ এর সকল বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এই পরিবারের প্রতি সকলের ভালোবাসায় এবারের কর্মশালাকে আরও বেশি প্রানবন্ত করেছে। এই নতুন বিতার্কিকদের মাধ্যমে ডিবেট ফোরাম পাবে নতুন এক মাত্রা এটাই একান্ত কাম্য। উন্মোচিত হোক যৌক্তিক আলোচনার দুয়ার। জয়তু বিতর্ক, জয়তু এআইএস ডিবেট ফোরাম।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত