ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

পরিবহন সংকটে নোবিপ্রবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৭
নিজস্ব প্রতিবেদক
পরিবহন সংকটে নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠার প্রায় ১৮ বছর অতিবাহিত হলেও এখনো শিক্ষার্থীদের বাস সংকট কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের বিভিন্ন সময় বাস বৃদ্ধির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই প্রতিনিয়তই শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ৩১ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় এক হাজার তিনশত শিক্ষার্থী ভর্তি হলেও পরিবহন পুলে যুক্ত হয়নি একটি বাসও। শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

বর্তমানে বিআরটিসির ভাড়ায় চালিত লাল বাস রয়েছে ১০টি, যার বেশিরভাগেরই ফিটনেস নেই। এছাড়া নোবিপ্রবির নিজস্ব বাস ১০টি ও ১টি মিনিবাস রয়েছে। এর মধ্যে প্রায় ১ বছর যাবৎ ২টি বাস নষ্ট হয়ে পড়ে রয়েছে এবং প্রায় এক বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে ১টি মিনি বাস।

গত সোমবার (২০ ফেব্রুয়ারী) সাড়ে নয়টায় মাইজদী থেকে আসা একটি লালবাস ক্যাম্পাস সংলগ্ন মুক্তাঞ্চল আসার পর ইঞ্জিন থেকে আকস্মিকভাবে ধোঁয়া বের হওয়া শুরু করে এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়ে। যাত্রীর লোড বেশী হওয়ায় এমনটি হয়েছে বলে জানান ড্রাইভার।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আবু রাজিব বলেন , শিক্ষার্থী সংখ্যার বিপরীতে মাত্র গুটি কয়েক বাস। যার কারণে শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে ব্যাপক ভোগান্তি।বাসের অভাবে শিক্ষার্থীরা চাপাচাপি করে বাসে উঠছে,যেখানে তিল পরিমাণ জায়গা নেই। ফলে রাস্তার বেহাল দশা এবং ঠেলাঠেলিতে অনেকে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি বাকীদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় ভার্সিটিতে রওনা দিতে হচ্ছে। সোনাপুর -প্রযুক্তি রোডে উঁচুনিচু অবস্থা অনেক পুরোনো। বাসে অতিরিক্ত শিক্ষার্থীর কারণে ওভারলোডের সৃষ্টি হয়। ফলে উঁচুনিচু রাস্তায় ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের একাংশের বাস থেকে নেমে হেটে রওনা দিতে হয়। এমন পরিস্থিতিতে বলতেই হয়,জীবন যেখানে সন্দিহান শিক্ষা সেখানে দূষ্কর। সুতরাং কোন আকস্মিক খবরের অংশ যেন না হতে হয় তাই প্রশাসনের উচিত দ্রুত বাস সংখ্যা বাড়ানো ও পরিবহন ব্যবস্থার আশু উন্নয়ন।

কৃষি বিভাগের শিক্ষার্থী মাহবুবর রহমান বলেন, প্রতিনিয়ত বাসে দাঁড়িয়ে ক্যাম্পাসে আসতে হয়। অনেক সময় দরজার সামনে ঝুলে আসতে হয় যা খুবই ঝুঁকিপূর্ণ। নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর বেশিরভাগ সময় বাসে দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না।

পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী (অটোমোবাইল) মো. সামছুদ্দোহা রাকিব বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটি সাদা বাস ও একটি মিনিবাস অকেজো হয়ে পড়ে আছে । খুব শীঘ্রই টেন্ডার পাশ করে মেরামত করে শিক্ষার্থীদের জন্য বাসগুলো চালু করা হবে। ’

পরিবহন পুলের উপদেষ্টা ড. কাউসার হোসেন বলেন, ‘আমরা পরিবহন পুলে বাস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রশাসন এই বিষয়টা নজরে রেখেছে। গ্যারেজে অকেজো হয়ে পড়ে থাকা বাস সংস্কারের টেন্ডার আহ্বান করা হবে। আশাকরি খুব দ্রুত সমস্যা সমাধান হবে।' বিআরটিসি থেকে ভাড়া করা লাল বাসের ফিটনেসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ' আমি বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এই সমস্যা খুব শীঘ্রই সমাধান করবো।'

মো. আজহারুল হক/

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তানভীর, মামুন

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫৯
    নিজস্ব প্রতিবেদক
    জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে তানভীর, মামুন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন শেখ। সোমবার (২৭ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

    ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী।

    কমিটিতে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাসের সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন এবং কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সরকারি তিতুমীর কলেজে রিসার্চ ক্লাবের উদ্যোগে SPSS কোর্স সম্পূর্ণ

      নিজস্ব প্রতিবেদক
      ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৩১
      নিজস্ব প্রতিবেদক
      সরকারি তিতুমীর কলেজে রিসার্চ ক্লাবের উদ্যোগে SPSS কোর্স সম্পূর্ণ

      পাপ্পু, তিতুমীর কলেজঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাব ( GTCRC) কর্তৃক আয়োজিত ৮ ঘন্টা ব্যাপী " Beginner Course On Date Analysis Using SPSS " কোর্স সম্পূর্ণ হয়েছে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেবার মধ্য দিয়ে। যা গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী ২০২৩ থেকে শুরু হয়ে২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত। দৈনিক ২ ঘন্টা করে মোট ৪ দিনে ৮ ঘন্টা ব্যাপী এই কোর্সটি অনুষ্ঠিত হয়।

      SPSS সমাপনী সেশন ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মো মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন রিসার্চ ক্লাবের প্রধান উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মালেকা বিলকিস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যপক ড. নিলুফা ইয়াসমিন এবং রিসার্চ ক্লাবের মডারেটরগণ।

      উক্ত কোর্সের চিফ ইন্সট্রাকটর ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক মো গালিব হোসেন এবং দুজন কো- ইন্সট্রাকটর ছিলেন মো রাকিব আকন ও আতিকুর রহমান রনি।

      উপাধ্যক্ষ মহোদয় ক্লাসরুম ঘুরে ঘুরে প্রশিক্ষণার্থীদের ডাটা পর্যবেক্ষন করে বলেন " রিসার্চ ক্লাবের ছেলে- মেয়েরা গবেষণার মত গভীর জ্ঞান অন্বেষণের পথে এত চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় দিক হলো এদের নিয়ে আমাদের কখনো টেনশনে থাকতে হয় না! কারন এরা সব সময় তাদের পড়াশোনা গবেষণা এগুলো নিয়েই থাকে "।

      তিনি আরো বলেন, " যেখানে অনেক পাবলিক বিশ্বিবদ্যালয়ে এ পর্যন্ত ঠিকঠাক মতো গবেষণার হয় না, সেখানে আমাদের রিসার্চ ক্লাবের ছেলে - মেয়েরা এত আগ্রহের সাথে গবেষণা লিখছে, ডাটা এনালাইসিস সহ বিভিন্ন স্কিল অর্জন করেছে! এই বিষয় গুলো আমাদের গর্বিত করে"।

      পাশাপাশি কোর্স ইন্সট্রাকটর মো গালিব হোসেন সহ রিসার্চ ক্লাবের উপদেষ্টা ও উপদেষ্টা সহ রিসার্চ ক্লাবের সংশ্লিষ্ট সকল শিক্ষকের ভূয়সি প্রশংসা করেন।

      সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাবের SPSS কোর্সে মোট ৫৬ জন আবেদন করেন এবং ৫৬ জন আবেদনকারী থেকে বাছাইকৃত ৩০ জনকে উক্ত কোর্স টি সম্পূর্ণ ফ্রিতে অফার করা হয়। এবং শতভাগ উপস্থিত ও হোমওর্য়াক করার উপর ভিত্তি করে অবশেষ ২৭ জনকে SPSS " Beginner Course On Data Analysis Using " কোর্সের সার্টিফিকেট প্রধান করে।

      উপাধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে সার্টিফিকেটের বিতরন শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য অতিথিরা সকল শিক্ষার্থীদের হাতে SPSS কোর্সের সার্টিফিকেট তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রশীক্ষণার্থীদের পক্ষ থেকে চিফ  ইন্সট্রাকটর মো গালিব হোসেন ও কো - ইন্সট্রাকটরদের  রাকিব আকন ও আতিকুর রহমান রনির হাতে উপহার সরুপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

        নিজস্ব প্রতিবেদক
        ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪২
        নিজস্ব প্রতিবেদক
        নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

        রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল  বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

        নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, তোমরা তোমাদের মেধার পরিচয় দিয়ে এখানে এসেছো। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয়ের রয়েছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনন্য।জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহূর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে।

        এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিন হাজারের অধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চবিতে লেখক ফোরামের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২
          নিজস্ব প্রতিবেদক
          চবিতে লেখক ফোরামের দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত

          সাইফুল মিয়া, চবিঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আয়োজনে মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণের ২য় দিনের কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

          সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

          কর্মশালায় দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় ছিল সাহিত্য ও শুদ্ধ বানান চর্চা। আজকের এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শেখ সাদী।

          ফোরামের সভাপতি আকিজ মাহমুদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এর সঞ্চালনায় এদিনে কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, সোমবার (৬মার্চ) তৃতীয় দিনের কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক কলাম লেখা বিষয়ের উপর অনুষ্ঠিত হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত