টিকা না নিলে জীবন কারাগার বানিয়ে দেব: ফ্রান্সের প্রেসিডেন্ট

করোনা টিকার যথেষ্ট সরবরাহ থাকার পরও যারা টিকা নেননি বা টিকার বিরোধিতা করেন, তাদের জীবনকে কারাগার বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁ।
ফ্রান্সের লা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘যারা ভ্যাকসিন নেয়নি আমি তাদের হয়রানি করতে চাই এবং এটা করে যেতে চাই।
তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোঁ। বিরোধী দলের নেতারা বলেছেন, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা একজন প্রেসিডেন্টের মুখে মানায় না।
বিবিসি জানিয়েছে, করোনা সংক্রান্ত একটি বিল পাসে বিলম্ব হওয়ার কারণে এমন মন্তব্য করেছেন ম্যাক্রোঁ।
জানা গেছে, বিরোধী আইনপ্রণেতারা বিলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এই সপ্তাহে ভোটাভুটির পর বিলটি পাস হওয়ার কথা রয়েছে। তবে আইনপ্রণেতারা বলছেন, এই নিয়ে তারা মৃত্যুর হুমকিও পেয়েছেন।
ওই সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, আমি জোর করে কাউকে ভ্যাকসিন দিতে চাই না। তবে সামাজিক জীবনে যোগাযোগ সীমিত করে সবাইকে আগ্রহী করে তুলতে চাই।
ম্যাক্রোঁ আরো বলেন, ‘ভ্যাকসিন যারা নেয়নি আমি তাদেরকে কারাগারে পাঠাবো না। তাই আমাদের তাদেরকে বলা দরকার ১৫ জানুয়ারী থেকে আপনারা রেঁস্তোরায় যেয়ে খেতে পারবেন না। এমনকি কফি খেতে যেতে পারবেন না। থিয়েটারে যেতে পারবেন না, সিনেমায় যেতে পারবেন না।
দুর্নীতি-যৌন অপরাধ মুসলিম বিশ্বের দু’টি প্রধান শত্রু: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে, ক্রমবর্ধমান দুর্নীতি এবং যৌন অপরাধ মুসলিম বিশ্বের দু’টি প্রধান শত্রু।
রোববার ন্যাশনাল রাহমাতুল-লিল-আলামিন অথোরিটি (এনআরএএ) আয়োজিত সংলাপের দ্বিতীয় অংশ ‘রিয়াসাতে মদিনা : ইসলাম, সমাজ ও নৈতিক পুনরুজ্জীবন’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সমাজে দুই ধরনের অপরাধ রয়েছে। একটি দুর্নীতি এবং অন্যটি যৌন অপরাধ। আমাদের সমাজে যৌন অপরাধ তীব্রভাবে বেড়েছে, যেমন, ধর্ষণ ও শিশু নির্যাতন এবং এর মাত্র এক শতাংশ নথিভুক্ত করা হয়েছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইন্টারনেটের অশ্লীলতা এবং পর্নোগ্রাফিক সামগ্রীতে ডুবে যাওয়া থেকে মুসলিম তারুণ্যকে বাঁচানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাকি ৯৯ শতাংশের সাথে সমাজকে লড়াই করতে হবে। দুর্নীতির ক্ষেত্রেও তাই। সমাজে দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে হবে। দুর্ভাগ্যক্রমে, যখন আপনাদের নেতৃবৃন্দ সময়ের সাথে সাথে দুর্নীতিগ্রস্ত হয়, তারা দুর্নীতিকে গ্রহণযোগ্য করে তোলেন।’
অনুষ্ঠানটিতে উপস্থিত ইসলামিক বিশেষজ্ঞরা ইমরান খানের সাথে একমত হয়েছেন যে, তরুণদের শেখানো উচিত কীভাবে আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তারা আধুনিকতার নেতিবাচক প্রভাব মোকাবেলায় মুসলিম দেশগুলোর কিছু সম্মিলিত প্রচেষ্টার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবন ও সুন্নাহ সম্পর্কে সচেতনতা তৈরি করার মাধ্যমে মুসলিম তরুণদের আধুনিক যুগের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় গুণাবলীতে দীক্ষিত করা যেতে পারে। সূত্র: ডন।
মন্তব্য