ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

দুর্নীতির অভিযোগ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির অভিযোগ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে।

টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া।

তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে।

অবশ্য টিউলিপ সিদ্দিককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই খবরটি সামনে আসে রোববার। অভিযোগ অনুযায়ী, রূপপুরের এই প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন (৩৯০ কোটি) পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা।

সানডে টাইমস রোববার তাদের প্রতিবেদনে জানায়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বন্ধু এবং তার নির্বাচনী এলাকার পাশের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসনের প্রতিনিধিত্ব করেন তিনি।

সংবাদমাধ্যমটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দলের (পিইটি) প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন। গত বৃহস্পতিবার পিইটি’র ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।  ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ তুলছে। জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে ‘মানবতার বিরুদ্ধে অপরাধে’ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হাজারেরও বেশি আন্দোলনকারী নিহত হয় ওই আন্দোলনে।

হাসিনার পাশাপাশি সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-সহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

উল্লেথ্য, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই আসনটি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আসন হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের লাগোয়া।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

    নিজস্ব প্রতিবেদক
    ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৪
    নিজস্ব প্রতিবেদক
    গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক: গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এখানে এলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু’। এমন সতর্কবার্তার পর দেশটিতে সফর বাতিল করেছেন নেতানিয়াহু।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইৎজ মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৮০তম মুক্তি উদযান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেয়ার কথা ছিল।

    কিন্তু শনিবার রিজেকপসপলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে, যদি তিনি (নেতানিয়াহু) পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার; কারণ, আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।”

    “আমরা এই বার্তা দেয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না।”

    প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

    ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি না দিলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের অনেক দেশ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে সাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই তালিকায় পোল্যান্ড থাকায় দেশটিকেও নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তার করতে হবে।

    সূত্র : জেরুজালেম পোস্ট

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      গুলি করে নিজেদের যুদ্ধবিমান বি-ধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

      নিজস্ব প্রতিবেদক
      ২২ ডিসেম্বর, ২০২৪ ১৬:২০
      নিজস্ব প্রতিবেদক
      গুলি করে নিজেদের যুদ্ধবিমান বি-ধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

      ডেস্ক রিপোর্ট: শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সময় ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।

      তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

      যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা একাধিক হুথি ড্রোন এবং লোহিত সাগরের ওপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে।

      যুক্তরাষ্ট্রের দাবি, তারা এফ/এ-১৮ এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুথিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে।

      এর কয়েক ঘণ্টা পরেই সেন্ট্রাল কমান্ড দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে জানায়, লোহিত সাগরের ওপর ভুলবশত ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি এফ/এ-১৮ বিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। তবে ভূপাতিত হওয়া বিমানটি ইয়েমেন অপারেশনে জড়িত ছিল কি না, তা স্পষ্ট নয়।

      হুথি বিদ্রোহীরা গতকাল জানায়, তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরাইলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় ইসরাইল জানিয়েছে, কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

      কিছু সময় না যেতেই এর জবাব দিয়েছে ইসরাইলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্র।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী

        নিজস্ব প্রতিবেদক
        ২১ ডিসেম্বর, ২০২৪ ১৬:২
        নিজস্ব প্রতিবেদক
        ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী

        ডেস্ক রিপোর্ট: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এই মামলাগুলো মূলত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত।

        এটিসির বিশেষ বিচারক আমজাদ আলী শাহ ১৩ জানুয়ারি পর্যন্ত তার জামিন অনুমোদন করেছেন। এটি ইমরানের স্ত্রীর জন্য সাময়িক স্বস্তিদায়ক হলেও আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

        বুশরার বিরুদ্ধে রাওয়ালপিন্ডি, অ্যাটক ও চকওয়ালের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিন শুনানির সময় তিনি আদালতের কক্ষে উপস্থিত ছিলেন এবং তার জামিন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জামিন বন্ড জমা দেন।

        জামিন মঞ্জুর হওয়ার পর বুশরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তার পরবর্তী হাজিরা জানুয়ারির মাঝামাঝি সময়ে।

        এর আগে ইমরান খান জানিয়েছেন, সরকার যদি দাবি না মানে তাহলে তিনি প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।

        পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ৯ মের দাঙ্গা ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।

        সূত্র: জিও নিউজ

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

          নিজস্ব প্রতিবেদক
          ২১ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৪
          নিজস্ব প্রতিবেদক
          অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

          ডেস্ক রিপোর্ট: অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সকল স্কুলকে নির্দেশ দিয়েছে দিল্লির মিউনিসিপ্যাল​ কর্পোরেশন (এমসিডি)। শনিবার (২১ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

          প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলগুলোকে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

          টাইমস অব ইন্ডিয়া বলছে, গত ১২ ডিসেম্বর জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক করে এমসিডি। সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে 'প্রতিরোধমূলক ব্যবস্থা' বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

          খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত