গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, ৮-১০ জন আহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভেতরের পুরো অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বার্ষিক শিক্ষাসফরের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রিম হলিডে পার্কে যান তারা। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ অংশ নেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে ছাড়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন। এখন বিকল্প উপায়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
জাবিতে তিনদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

জাবি প্রতিনিধিঃ 'যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) এর আয়োজনে কাল ( ১০ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে 'লজেনস-জাডস আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩।'
বৃহস্পতিবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিযোগিতার আহবায়ক মীর হাসিবুল হাসান রিশাদ।
আয়োজকবৃন্দরা বলেন, শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এবারের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পর্দা উঠবে৷ মোট চার রাউন্ড ট্যাবিং পদ্ধতির মাধ্যমে ২৪ টি দলের অংশগ্রহণে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক হবে। সেরা চারটি দল নিয়ে ১১ মার্চ (শনিবার) সকাল দশটায় সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।পরবর্তীতে ১৩ মার্চ (সোমবার) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সমাপনী পর্বের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ী দল ঘোষণা করা হবে।
বিতর্কের পাশাপাশি ১১ মার্চ (শনিবার) সকাল দশটায় নতুন কলা ভবনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলা ও ইংরেজি মাধ্যমের এ আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ এছাড়াও আয়োজনের অংশ হিসেবে ৭ থেকে ১২ মার্চ অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছয়দিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। সমাপনী অনুষ্ঠান শেষে থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
এ বিষয়ে আহ্বায়ক মীর হাসিবুল হাসান রিশাদ বলেন, আমরা আশা করছি আয়োজন সাফল্যমন্ডিত হবে৷ দীর্ঘদিন পর আমরা বৃহৎ পরিসরে প্রতিযোগিতা শুরু করেছি। নবীন শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে আমাদের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিতর্কচর্চা শুরু করে সংগঠনটি। নতুন বিতার্কিক তৈরি ও বিশ্ববিদ্যালয়ে মননশীলতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে সংগঠনটি।
ঢাবির প্রথম ছাত্রী লীলা নাগের নামে পরীক্ষা হলের নামকরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম ছাত্রী লীলা নাগের নামে কলা ভবন পরীক্ষার হলের নামকরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (৯ মার্চ) কলা ভবনের ৫ম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘লীলা নাগ পরীক্ষার হল’-এর নামফলক উন্মোচন করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে ‘লীলা নাগ পরীক্ষার হল’ উদ্বোধনী অনুষ্ঠানে ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক জেরিন আলম বক্তব্য রাখেন। এ সময় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘১৯২১ সালে তিনি ইংরেজি বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবন শেষে তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন এবং সামাজিক রূপান্তর ঘটানোর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেন। নারী শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের মাঝে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি দীপালি সংঘসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা বাঙ্গালি নারী সমাজে ব্যাপক জাগরণ সৃষ্টি করে।’
উচ্চ মাধ্যমিকে শূন্য পাস করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

২০২২ সালে এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, এমন ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী দশ দিনের মধ্যে লিখিত ভাবে এমন ফলাফলের কারণ জানাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারণ দর্শানোর তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর সবুজবাগে সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের ভূয়াপুরের আলোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানী রাতৈল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কিশোরগঞ্জের লে. কর্নেল (অব.) করিম ভূইয়া কলেজ।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে নারী দিবসে চালু হয়েছে প্যাড ব্যাংক

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ(VDB)' এবং 'ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (IHW)' এর যৌথভাবে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহন করেছে। সংগঠনগুলোর উদ্যোগে নারীদের পিরিয়ডের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 'প্যাড ব্যাংক' স্থাপন করা হয়েছে। এতে নারী শিক্ষার্থীরা বিনামূল্যে যেকোনো সময় প্যাড ব্যাংক থেকে সুবিধা নিতে পারবে বলে জানা যায়।
বুধবার (৮ই মার্চ) সকাল ১১ ঘটিকায় বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনে নারীদের স্বাস্থ্য সচেতনার জন্য প্যাড ব্যাংক স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান। এবং প্যাড ব্যাংক উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ(VBD)' এবং 'ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (IHW)' এর সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এবিষয়ে গোপালগঞ্জ জেলা ভলান্টিয়ার ফর বাংলাদেশ(VBD) এর সভাপতি ওমর ফারুক অপু বলেন, আমাদের সংগঠনের বেশিরভাগ সদস্য বিশ্ববিদ্যালয়ের। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলে থাকার কারনে পিরিয়ডের সময়কালে তারা প্যাডের সুবিধা পায়না। কারন এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন সহযোগিতা করা হয়নি৷ সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্যাড ব্যাংক স্থাপন করেছি৷ তিনি বলেন, পিরিয়ড চলাকালে নারী শিক্ষার্থীরা এখান থেকে বিনামূল্যে প্যাড সংগ্রহ করতে পারবে৷
বিশ্ব নারী দিবেস এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, নারী দিবসে 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ(VDB)' এবং 'ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (IHW)'-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই খুশি। বিশেষ করে নারীদের প্রয়োজনীয় এমন একটি অপরিহার্য বিষয়ে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন করার জন্য সংগঠনগুলোকে ধন্যবাদ জানান তিনি। পরবর্তীতে নারীদের স্বাস্থসচেতনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটা টয়লেট নারীদের জন্য আলাদা সাইন যুক্ত এবং গর্ভবতী নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা VBD এবং IHW সংগঠনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এবং প্যাড শেষ হয়ে গেলে প্রশাসনের উদ্যোগে নতুন করে প্যাডের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
প্যাড ব্যাংকের সুবিধা এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বাংলা সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী জ্যোতি রায় বলেন, মেয়েদের পিরিয়ড একটি প্রাকৃতিক বিষয়। এটি আমাদের যেকোনো সময় যেকোনো জায়গায় হয়ে থাকে। কিন্তু সাথে প্যাড না থাকলে আমরা অস্বস্তিকর অবস্থায় পড়ে যাই৷ অন্যদিকে, আমাদেরকে বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ে থাকতে হয়৷ ফলে এটি আরও একটি বিষয় হয়ে দাঁড়ায়৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ফার্মেসী না থাকার কারনে বাহিরে গিয়ে প্যাড নিতে হয়। কিন্তু এখন আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই প্যাডের সুবিধা পাব। প্যাড ব্যাংক স্থাপন করার জন্য তিনি 'ভলান্টিয়ার ফর বাংলাদেশ(VDB)' এবং 'ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (IHW)' সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
মন্তব্য