চট্টগ্রামে ইসকন সমর্থকদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি ) চট্টগ্রামে ইসকন সমর্থকদের সন্ত্রাসী হামলায় সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা, ধর্মীয় উপসনালয় (মসজিদ) ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বেরোবির সাধারণ শিক্ষার্থীরা।
আজ ২৬ নভেম্বর ( মঙ্গলবার ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল আবু সাঈদ চত্ত্বর হয়ে মডার্ন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিবাদি স্লোগান দেন। 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি, জঙ্গিবাদের ঠাই নাই, আমার সোনার বাংলায়, জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, ইসকনের ঠাই নাই, আমার সোনার বাংলায়, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইসকনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন' ।
এসময় শিক্ষার্থীরা জানান, আমাদের এই আন্দোলন ইসকনের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নয়। আপনারা দেখতে পাচ্ছেন ইসকন সারাদেশে যেরকম নৈরাজ্য সৃষ্টি করছে আমাদের এই আন্দোলনটা তাই ইসকনের বিরুদ্ধে। আজকে চট্টগ্রামে ইসকনের নেতাকে আদালত জামিন নামঞ্জুর করায় ইসকনের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি একজন আইনজীবী কে হত্যা করেছে। এতেই বোঝা যায় ইসকন কতটা উগ্রপন্থী সংগঠন। আমরা চাই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে।
মূলত রাষ্ট্রদ্রোহ মামলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময়কে দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর চিন্ময়ের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
আদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় প্রিজন ভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় আদালত এলাকার মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
নতুন ট্রেজারার পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল খান, (অবসরপ্রাপ্ত)।
মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২ (১) ধারা অনুসারে জনাব আবু হেনা মোস্তফা কামাল খান, কর্ণেল (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সেনাবাহিনী-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো। ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার দিন থেকে চার বছর হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অনিশ্চয়তায় গুচ্ছ ভর্তি পরীক্ষা, জরুরী সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: সরকার পরিবর্তনের পর বিগত সরকারের নেওয়া গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে একে একে বেরিয়ে আসছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
শুধু জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতোমধ্যে প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তাছাড়া, কৃষি গুচ্ছে থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে প্রদান

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৮ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে ৫ লাখ টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার(২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্বরণিতে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা বীর যোদ্ধাদের বীরত্বে নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের রক্তে রঞ্জিত সবুজ বাংলার আকাশে দেশের মানুষ মুক্ত পাখির মতো কথা বলার স্বাধীনতা পেয়েছে। এর জন্য সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমাদের শহীদের যেন ভুলে না যাই, এর জন্য কলেজে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতি কর্ণার করা হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (results.nu.ac.bd অথবা www.nubd.info/results) তে পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে কোন গড়মিল পরিলক্ষিত হলে সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে পারবে।
বি:দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য