হত্যা মামলার প্রধান আসামি ভর্তি হচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিহত ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামালার প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস আবারও ভর্তি হতে যাচ্ছেন কুবিতে। হত্যা মামলার ঘটনায় সেসময় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশসান। হত্যাকান্ডের ছয় বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।
বিপ্লব চন্দ্র দাস মার্কেটিং বিভাগের ২০০৯-’১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলনকে কেন্দ্র করে গোলযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একই বিভাগের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ। ঘটনার তিনদিন পর বিপ্লবকে রাজধানী থেকে অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিসেবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বিপ্লব চন্দ্র দাস। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে কুবির সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সে ভর্তির চেষ্টা করছেন।
এছাড়া বিপ্লব চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ রয়েছে। সবশেষ ২০২২ সালের ১ অক্টোবর তাঁর নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তাৎক্ষণিক হল বন্ধ করে ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন ইস্যুতে আবারও অঘটন ঘটানোর জন্য তাকে পৃষ্ঠপোষকতা করছে খোদ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকদের একটি পক্ষ। এরই ধারাবহিকতায় ক’দিন আগে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানকে সরিয়ে অছাত্র বিপ্লবকে মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এরপরই বিপ্লব বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। নিজের অবস্থান তৈরি করতে স্থানীয় পুলিশ সুপার আব্দুল মান্নানকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিপ্লবের ভর্তির বিষয়ে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমজাদ হোসাইন সরকার বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তার ফলাফল স্থগিত করেছি। এ বিষয়ে আমরা প্রশাসন থেকে জেনে পরবর্তী পদক্ষেপ নেব।
হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রের ভর্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় নেবে কি না- এমন প্রশ্নে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না। প্রশাসনকে জানানো হলে তারা বসে সিদ্ধান্ত নেবে।
ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘জাপানোলজি ইন নিউ ইরা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন শুরু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ এই সম্পর্ক উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখে চলেছে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দু'দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার এবং চীনসহ ১৪টি দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
ইবিতে আইইউমুনা'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ও স্কিল ডেভলপমেন্ট বিষয়ক সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এ্যাসোসিয়েশনের (আইইউমুনা) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি থেকে আনন্দ র্যালি বের করে সংগঠনটি।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় পরস্পরের মধ্যে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে পিকনিকের আয়োজন করে তারা। পরে সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সংগঠনটির সভাপতি মো. রাসেল মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সাইমন, ডিরেক্টর অব ফাইনান্স নাজমুস সাকিব, ডিরেক্টর অব ব্রান্ডিং এন্ড প্রমোশন আহমেদ জুবায়ের, ডিরেক্টর অব সোশ্যাল আয়েশা বিনতে রাশেদ তিথি। এছাড়া এক্সেকিউটিভ মেম্বারস, জেনেরাল মেম্বারস এবং এসোসিয়েট মেম্বাররা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সভাপতি মো. রাসেল মুরাদ ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান সংগঠনের কার্যক্রম, অগ্রগতি, অর্জনসহ নানা দিক নিয়ে আলোচনা করেন ।
ডিআইইউ ফার্মেসি বিভাগের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের নবীনবরণ ও পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা -১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ,বোর্ড অব ট্রাস্টিজ ভাইস-চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী, উপ- উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, ডিএনসিসি ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন।
এ সময় ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনের অন্যতম হলো কো-কারিকুলাম কার্যক্রমের সাথে যুক্ত থাকা। নবীন বরণ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শিক্ষারই এক অংশ। একই সাথে তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় স্বাগতম জানান এবং পিঠা উৎসবের সফলতা কামনা করেন।
সরেজমিনে দেখা যায়, একাডেমিক ভবনের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষর্থীরা। বাহারি নামের পিঠাগুলোর মধ্যে রয়েছে, চিকেন মমোপিঠা, শামুক পিঠা, পুলি পিঠা, চমুচাই পিঠা, নকশি পিঠা, পাহাড়ি সান্নি পিঠা এছাড়াও ছিটা পিঠা ও হাঁসের মাংস।
ফার্মেসী বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী জেসি বলেন, আমাদের স্টলে হরেক রকমের পিঠা ও হাঁসের মাংস রয়েছে। ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত খাবারের মূল্য রাখা হয়েছে। দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এই আয়োজন। অনুভূতি জানতে চাইলে বলেন, পিঠা উৎসবে সবাই মিলে অনেক আনন্দ করেছি এবং স্টলের জন্য সবাই মিলে পিঠা তৈরিতে অংশগ্রহণ করে মনে হচ্ছে এরকম প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ ক্যম্পাসে আরও হোক সেই কামনা করছি।
উল্লেখ্য, পিঠা উৎসবের শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
ইবি তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রথম ধাপে প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) ১০.৩০ ঘটিকায় কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম এর উপস্থাপনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো. ওবাইদুর রহমান, সহ-সভাপতি মো. রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মুকুল খসরু, তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত।
এসময় তারুণ্য'র বর্তমান সভাপতি আশিফা ইসরাত বলেন, অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।"
উল্লেখ্য, "অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য " এই স্লোগানকে বুকে ধারন করে ২৯ শে জুলাই ২০০৯ সালে তারুণ্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য'র সদস্যরা রক্তদানের প্রাত্যাহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গনে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং,তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন, ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।
মন্তব্য