ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৪ ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন। তিনি বলেন, সোমবার (১১ নভেম্বর) দুপুরে মোট তিন মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ দিকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে রাজ্জাককে আদালতে তোলার সময়ে তার ওপর ডিম নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী নানা স্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজ্জাকের উপযুক্ত বিচার চাই। যারা এখনো বাহিরে তাদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক
    ১১ নভেম্বর, ২০২৪ ১৮:৩
    নিজস্ব প্রতিবেদক
    ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার

    ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

    রোববার (১০ নভেম্বর) রাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাকে আটক করে পুলিশ।আটককৃত আব্দুল মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

    পুলিশ জানায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মতিন। ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মতিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      “আমার ছেলেকে হত্যা করেছে ছাত্রলীগের কুলাঙ্গাররা” কুবি শিক্ষার্থীর মা

      নিজস্ব প্রতিবেদক
      ১০ নভেম্বর, ২০২৪ ২০:১১
      নিজস্ব প্রতিবেদক
      “আমার ছেলেকে হত্যা করেছে ছাত্রলীগের কুলাঙ্গাররা” কুবি শিক্ষার্থীর মা

      বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “আমার একটা মাত্র ছেলেকে হত্যা করেছে ছাত্রলীগের কুলাঙ্গাররা। আমার বুকটা ঝাঁজরা হয়ে গিয়েছে। ছাত্রলীগের হাতে রক্ত রঞ্জিত হয়ে আমার ছেলে পৃথিবীর মায়া ত্যাগ করছে।” অশ্রুশিক্ত চোখে এভাবে ছেলে হত্যার বিচার চেয়েছেন ফাতেমা বেগম। ২০১৬ সালের ১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তঃকোন্দলে নিহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ।

      আজ রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুবির প্রশাসনিক ভবনের নীচ তালায় ছেলে খালেদ সাইফুল্লাহর হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন মা ফাতেমা বেগম ও বাবা মোহাম্মদ নুরুল আবেদিন।

      সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলের খুনিরা বিশ্ববিদ্যালয়ে চাকরি পায় আর আমি এখনও ছেলে হত্যার বিচার পেলাম না। সাবেক ভিসি আব্দুল মঈন, ইমরান কবির তাঁদের চাকরির ব্যবস্থা করেছে। আমি চাই হত্যা জড়িত থাকা সকল আসামিদের বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করা হোক এবং এদের মধ্যে যারা চাকরি পেয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরি বাতিল করার দাবি জানাই।

      নিহত খালেদ সাইফুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই বিষয়ে তিনি বলেন, “আমার ছেলেকে ছাত্রলীগ করতে জোর করেছে ছাত্রলীগের আলিফ ও মাসুম। আমার ছেলে যদি আসলেই ছাত্রলীগ করতো তাহলে আমরা আওয়মিলীগের আমলে এই হত্যার বিচার পেলাম না কেনো। উলটো ছাত্রলীগের নেতা ইলিয়াস হোসেন সবুজ, বিপ্লব চন্দ্র দাস, রেজা ই এলাহি, আলিফ, ফিরোজ, আবু বক্কর সিদ্দিক, সাইফ সোহেল, মাজহারুল ইসলাম হানিফ আমাকে বার বার চাপ প্রয়োগ করে আসছে চার্জশিট থেকে নাম তুলে নেওয়ার জন্য।”

      এছাড়াও তিনি বলেন, “ আজকে নয় বছর হচ্ছে আমার ছেলে হত্যার। মামলা তদন্ত প্রতিবেদন আমি বার বার নারাজি দিয়ে আসছি। কারণ মূল আসামিদের বাদ দেওয়া হচ্ছে প্রতিবেদনে। আমার দুই মেয়েকে কুমিল্লা বিশ^বিদ্যারয়ে চাকরির লোভ দেখানো হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা ছেলের রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। আমি তত্ত¡বধায়ক সরকার ও কুমিল্লা বিশ^বিদ্যালয়ের বর্তমান উপাচার্যের কাছে ছেলে হত্যার বিচারের দাবি জনাই।”

      সংবাদ সম্মেলনে নিহতের পিতা মোহাম্মদ আবেদিন বলেন, “আমার পুত্র হারানোর ৯ বছর অতিবাহিত হচ্ছে , কিন্তু বিচারের কোন আশা দেখছি না। আমরা পুত্র হারা পিতা-মাতা এই সংবাদ সম্মেলনের মাধ্যম বর্তমান তত্ত¡বধায়ক সরকারের কাছে ছেলে হত্যার বিচার চাই।”

      খালেদ সাইফুল্লাহ হত্যার মামলায় অভিযুক্ত ২০জন আসামি হলেন, বিপ্লব চন্দ্র দাস (মার্কেটিং), ইলিয়াস হোসেন সবুজ (লোক প্রশাসন), মাহমুদুর রহমান মাসুম (লোক প্রশাসন), নাজমুল হাসান আলিফ (মার্কেটিং), রেজাউল ইসলাম মাজেদ (গণিত), রেজা ই এলাহি (লোক প্রশাসন), রূপম দেবনাথ (ম্যানেজমেন্ট), স্বজন বরণ বিশ্বাস (নৃবিজ্ঞান), জাহিদুল ইসলাম জুয়েল (ইংরেজি), আবু বকর ছিদ্দিক (লোক প্রশাসন), সুদীপ্ত নাথ (হিসাব বিজ্ঞান), আতিকুল ইসলাম (লোক প্রশাসন), পিচ্চি মাসুম, সাইফুল ইসলাম ওরফে সাঈফ সোহেল (আইসিটি), গোলাম দস্তগীর ফরহাদ (ম্যানেজমেন্ট), আরিফুল ইসলাম খাঁন বাপ্পি, মাসুদ আলম (অর্থনীতি), ইকবাল খাঁন (ফিন্যান্স), নুর মোহাম্মদ জিসান (বাংলা), সাইফুল ইসলাম সাদী (আইসিটি)।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হত্যাচেষ্টা মামলায় সাবেক ঢাবি ছাত্রলীগ নেতা ও যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার

        নিজস্ব প্রতিবেদক
        ১০ নভেম্বর, ২০২৪ ১৬:৪৪
        নিজস্ব প্রতিবেদক
        হত্যাচেষ্টা মামলায় সাবেক ঢাবি ছাত্রলীগ নেতা ও যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার

        যবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক।

        আজ রবিবার(১০ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) প্রতিনিধি দল। 'একতা এম্বুলেন্স' নামের একটি মাইক্রোবাসে করে তাঁকে নিয়ে যেতে দেখা যায়।

        মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১ টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালাই। ভুক্তভোগী শিক্ষার্থীরা অস্বীকার জানালে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও জিহ্বায় ছুরি চালাই তাঁরা। একপর্যায়ে ঐ পাঁচ শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এবিষয়ে গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় ভুক্তভোগী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসরুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পি মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইবরাহীম হোসেন, মেহেদী হাসান এবং আবদুল গাফফারের পক্ষে মাসরুর বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

        মামলার তিন নং আসামি সাইফুর রহমানকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত পত্র দেয় ডিএমপির শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযুক্ত সাইফুর রহমানকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন।

        এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের শিক্ষার্থীকে মারধরের অপরাধে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার আসামী ঢাবি ছাত্রলীগের তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান যবিপ্রবির সেকশন অফিসার সাইফুর রহমান। তাঁকে আটকের জন্য শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তা চাইলে, বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করি।

        এবিষয়ে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঢাকা থেকে ডিএমপির একটি টিম এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আসামি আটকের পর তাঁরা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ট্রাম্পের ছবিসহ ঢাকায় অর্ধশতাধিক গ্রেপ্তার

          নিজস্ব প্রতিবেদক
          ১০ নভেম্বর, ২০২৪ ১৬:২৫
          নিজস্ব প্রতিবেদক
          ট্রাম্পের ছবিসহ ঢাকায় অর্ধশতাধিক গ্রেপ্তার

          ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

          রোববার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।

          তিনি জানান, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এ অপতৎপরতার পরিকল্পনা করেছেন।

          ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার ও আজ রোববার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ পর্যন্ত এই কুচক্রী মহলের ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যোগ করেন ডিএমপির এই কর্মকর্তা।

          এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

          মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, মতিঝিল ও পল্টন এলাকায় ১৫ জনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ষড়যন্ত্রে যোগসাজশ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত