ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২২ ২০:৪৭
নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। ‘গ্র‍্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ-২০২২’ এর আওতায় মেলবোর্ন ইউনিভার্সিটি কতৃক অফার লেটার পাওয়া শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২২।

সুযোগ-সুবিধাসমূহঃ > দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি পিএইচডি ডিগ্রী গ্রহণকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। > প্রতি বছর আবাসন ভাতা হিসেবে $31,200 ডলার প্রদান করবে। > আন্তজার্তিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে $3000 ডলার প্রদান করবে। > স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

যোগ্যতাসমূহঃ > আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। > সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়াঃ আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

একাডেমিক ক্ষেত্রসমূহঃ * স্থাপত্য, বিল্ডিং, পরিকল্পনা এবং নকশা। (Architecture, building, planning, and design) * কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান। (Arts, humanities and social sciences) * ব্যবসা এবং অর্থনীতি।(Business and economics) * শিক্ষা। (Education) * প্রকৌশল। (Engineering) * পরিবেশ। (Environment) * স্বাস্থ্য। (Health) * তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার সাইন্স। (Information technology and computer science) * আইন। (Law) * সঙ্গীত, ভিজ্যুয়াল এবং পারফর্মিং আর্ট। (Music, visual and performing ats) * বিজ্ঞান। (Science) * ভেটেরিনারি, কৃষি এবং খাদ্য বিজ্ঞান। (Veterinary, agricultural and food sciences)

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৭
    নিজস্ব প্রতিবেদক
    ফুল-ফ্রিতে স্নাতকোত্তর করুন নরওয়েতে

    বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে নিশীথ সূর্যের দেশ নরওয়েজিয়ান সরকার। "নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NTNU) স্কলারশিপ-২০২৩" এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর, ২০২২। সুযোগ-সুবিধাঃ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ পাবে এবং প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা পাবে।

    যোগ্যতাসমূহঃ • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। • স্নাতক ডিগ্রীধারী হতে হবে। • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। • একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।

    প্রয়োজনীয় নথিপত্র • আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি । • একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি। • দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)। • রিসার্চ প্রপোজাল। • আবেদনকারীর সিভি। • ইংরেজী ভাষা দক্ষতার সনদ। • পার্সোনাল স্টেটমেন্ট। • স্টেটমেন্ট অব পারপাস।

    আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের শুধুমাত্র নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (NTNU) মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। একবার আপনার আবেদন একটি প্রযোজ্য কোর্সের জন্য গৃহীত হলে, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

    আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে করুন। https://www.ntnu.edu/studies/application

    রিলেটেড সংবাদ যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে ফুল-ফ্রি স্কলারশিপ, বছরে বৃত্তি ২৫ লাখ দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে চাকরির সুযোগও বিদেশে উচ্চশিক্ষা: স্কলারশিপ পেতে যে বিষয়গুলো জানা প্রয়োজন

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      কমনওয়েলথ বৃত্তি পেতে কী করবেন

      নিজস্ব প্রতিবেদক
      ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৭
      নিজস্ব প্রতিবেদক
      কমনওয়েলথ বৃত্তি পেতে কী করবেন

      কমনওয়েলথ বৃত্তি ২০২৩-এর জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যুক্তরাজ্যে ফুলফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

      যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ বৃত্তি বিশ্বের সবচেয়ে সম্মানজনক বৃত্তিগুলোর মধ্যে অন্যতম। এর শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী কমনওয়েলথ বৃত্তি ও ফেলোশিপ পেয়েছেন। প্রতিবছর প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। কমনওয়েলথের আওতাধীন হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণত, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির মাধ্যমে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি।

      আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবরের মধ্যে ইউজিসি বরাবর আবেদন করতে পারবেন। কয়েকটি ধাপ পেরিয়ে প্রার্থীরা চূড়ান্তভাবে এ বৃত্তির জন্য নির্বাচিত হয়ে থাকেন।

      কমনওয়েলথ বৃত্তি পেলে কী কী আর্থিক সুবিধা মেলে ১. স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন। ২. যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমানের টিকিট। ৩. লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতাও মিলবে। ৪. মাসিক ভাতার বাইরেও এককালীন অর্থ পাওয়া যাবে। ৫. ‘স্টাডি ট্রাভেল গ্র্যান্ট’ ও ‘থিসিস গ্র্যান্ট’ হিসেবে অর্থ মিলবে এ বৃত্তি পেলে।

      কমনওয়েলথ বৃত্তির পরিচিতি ১৯৫৯ সালে যাত্রা শুরু করে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি)। এখন পর্যন্ত কমনওয়েলথ বৃত্তি ও ফেলোশিপ পেয়েছেন ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দেওয়া হয় ৮০০টি বৃত্তি (স্নাতকোত্তর, পিএইচডি ও স্প্লিট-সাইট স্টাডি)। কমনওয়েলথ কমিশন সচিবালয়, লন্ডনের মাধ্যমে আর্থিক অনুদান দেয় যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)।

      কীভাবে জানবেন বৃত্তির তথ্য www.cscuk.dfid.gov.uk-তে ঢুঁ মারলে কমনওয়েলথ বৃত্তিসংক্রান্ত বেশির ভাগ তথ্য পাওয়া যাবে। এটি এই বৃত্তির অফিশিয়াল ওয়েবপেজ। www.ugc.gov.bd বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউজিসি প্রতিবছর কমনওয়েলথ স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করে। যে কেউ ইউজিসির ওয়েবসাইট থেকে বৃত্তিসংক্রান্ত সার্কুলারসহ বিস্তারিত জানতে পারবেন।

      প্রয়োজনীয় নথি পাসপোর্টের কপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি, রেফারেন্স লেটার ও জীবনবৃত্তান্ত। এ ছাড়া প্রকাশনার বর্ণনা এবং আইইএলটিএস স্কোরের সনদ (যদি থাকে)।

      আবেদনের যোগ্যতা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে, নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে, আর্থিক প্রয়োজনীয়তার কারণ দেখাতে হবে, একাডেমিক ফল ভালো হতে হবে, একটি গবেষণা পরিকল্পনা থাকতে হবে, দ্বিতীয় মাস্টার্স করতে চাইলে কারণ দর্শাতে হবে। যুক্তরাজ্যে কেউ শিক্ষারত অবস্থায় এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না।

      আবেদনের প্রক্রিয়া উন্মুক্তর ক্ষেত্রে ইউজিসির ওয়েবসাইট থেকে আবেদনের নির্দিষ্ট ফরম পূরণ করে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের (যদি থাকে) গ্রুপ/বিষয়, পাসের বছর, মোট নম্বর/জিপিএ/সিজিপিএ ও প্রাপ্ত নম্বরের শতকরা হার উল্লেখ করে সত্যায়িত সনদ, ট্রান্সক্রিপ্টসহ জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীর যদি কোনো প্রকাশনা থাকে, তার বর্ণনা, আইইএলটিএস স্কোর (যদি থাকে) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করে এ ঠিকানায় পাঠাতে হবে: বরাবর, সচিব, উচ্চশিক্ষা কমিশন, আগারগাঁও প্রশাসনিক ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। এ বছর পাঠাতে হবে ১২ অক্টোবরের মধ্যে।

      আবেদনের ক্ষেত্রে সতর্কতা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল হিসেবে গণ্য করবে ইউজিসি। তাই আবেদনের ক্ষেত্রে আন্তরিক হতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

        নিজস্ব প্রতিবেদক
        ২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪২
        নিজস্ব প্রতিবেদক
        স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

        উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য সুযোগ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২২’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর, ২০২২।

        নিম্ন আয়ের দেশের যে সকল শিক্ষার্থী রাজনৈতিক, অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তাদেরকে এ স্কলারশিপ প্রদান করা হয়।

        সুযোগ সুবিধাসমূহ

        কোর্সের মেয়াদ অনুসারে স্কলারশিপের মেয়াদ তিন থেকে চার বছর হয়ে থাকে। সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে। বনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। প্রতিবছর বিমানে আসা-যাওয়ার টিকেট প্রদান করা হবে। যোগ্যতাসমূহ

        অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। আবেদনকারীদের সর্বোচ্চ একাডেমিক অবস্থান থাকতে হবে। প্রার্থীকে তার পড়াশোনা শেষ করার পর তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে। যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া

        আবেদনকারীকে অবশ্যই ১৫ অক্টোবর, ২০২২ এর মধ্যে UCAS (Universities and Colleges Admissions Service) এর মাধ্যমে স্নাতক কোর্সের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন করতে হবে এবং একটি স্থান অর্জনে সফল হতে হবে। এরপর আবেদনকারীকে একটি পৃথক স্কলারশিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। স্কলারশিপের আবেদনের বিশদ বিবরণ জানুয়ারি ২০২৩-এ নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা থাকবে ৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপে আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ‘ওপেন ডোর স্কলারশিপ’ নিয়ে পড়ুন রাশিয়ায়

          নিজস্ব প্রতিবেদক
          ২০ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          ‘ওপেন ডোর স্কলারশিপ’ নিয়ে পড়ুন রাশিয়ায়

          আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার। ‘ওপেন ডোর রাশিয়ান স্কলারশিপ-২০২৩’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর, ২০২২।

          যে যে বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে: স্কলারশিপের আওতায় আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবে।

          রসায়ন ও মেটারিয়াল সাইন্স (Chemistry & Materials Science) কম্পিউটার ও ডেটা সাইন্স (Computer & Data Science) জীববিজ্ঞান এবং বায়োটেকনোলজি (Biology & Biotechnology) নিউরোসায়েন্স এবং সাইকোলজি (Neuroscience & Psychology) গণিত ও কৃত্রিম বুদ্ধি (Mathematics & Artificial Intelligence) ক্লিনিকাল মেডিসিন এবং জনস্বাস্থ্য (Clinical Medicine & Public Health) ব্যবসা ব্যবস্থাপনা (Business & Management) রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক (Politics & International Relations) প্রকৌশলী বিদ্যা (Engineering & Technology) শারীরিক বিজ্ঞান (Physical Sciences) শিক্ষা (Education) ভাষাতত্ত্ব ও আধুনিক ভাষা (Linguistics & Modern Languages) অর্থনীতি এবং একনোমেট্রিক্স (Economics & Econometrics) ভূ বিজ্ঞান (Earth Sciences) সুবিধা-সুবিধা

          রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। তবে জীবনযাত্রার ব্যয় মেটানোর খরচ নিজেকেই বহন করতে হবে।

          আবেদনের যোগ্যতাসমূহ

          স্নাতকোত্তরে আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পিএইচডিতে আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি বা রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে। একাডেমিক ফল ভালো থাকতে হবে।

          প্রয়োজনীয় নথিপত্র

          বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো জাতীয়তার আবেদনকারীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে যা যা লাগবে___

          পাসপোর্টের কপি একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট রেফারেন্স লেটার ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই। স্টেটমেন্ট অব পারপাস আবেদন প্রক্রিয়া

          আবেদনকারীকে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মেনে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত