ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ০৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৩ ২২:৩৮
নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ০৩ সেপ্টেম্বর

মেহরাব হোসেন, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর।

সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন ।

ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রবেশপত্র আটকে টাকা আদায়, কলেজে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক
    ১৪ আগস্ট, ২০২৩ ২০:২৮
    নিজস্ব প্রতিবেদক
    প্রবেশপত্র আটকে টাকা আদায়, কলেজে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীল সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে ৬০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে কলেজের ফটকে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

    সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পরীক্ষা বাতিলের হুমকি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ টাকার পরিবর্তে জনপ্রতি ৩০০ টাকা করে আদায়ের সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষায় চরজব্বর ডিগ্রি কলেজ থেকে বিভিন্ন শাখায় ৫৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদের নেতৃত্বে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে দাবি করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

    ইলিয়াস বাদশা নামে এক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, দীর্ঘদিন থেকে এ কলেজে অনিয়ম চলে আসছে। রোববার পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৬০০ টাকা করে দাবি করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে কলেজের নানা অভিযোগ এতে যুক্ত হয়। বিষয়টি আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ কলেজে সরকারি ফির বাইরে নানা অজুহাতে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায় করা হয়। প্রশংসাপত্র, মার্কশিট, সনদ ও প্রবেশপত্র আটকে আগেও টাকা আদায় করা হয়েছে। এছাড়া নিয়ম না থাকলেও কলেজের মাঠে গরুর হাট বসিয়ে সেই টাকা শিক্ষকরা ভাগ-বাটোয়ারা করে নেন।

    দিদার হোসেন নামে এক শিক্ষার্থী জানায়, আজ ১৪ আগস্ট (সোমবার) শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজে তালা লাগিয়ে দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন সমঝোতায় বসেন। তিনি পরীক্ষা কেন্দ্র বাতিলের হুমকি দিয়ে প্রতি প্রবেশপত্রে ৩০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত দেন। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।

    তবে টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ বলেন, আমরা কোনো টাকা আদায় করছি না। তবে ৩০০ টাকা করে কেন নেওয়া হচ্ছে জিজ্ঞেস করলে তিনি ‘সরি’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম বলেন, এ টাকা আদায়ের কোনো বিধান নেই। অভিযোগ পেয়ে অধ্যক্ষকে সতর্ক করা হয়েছে। কলেজের সভাপতি হিসেবে ইউএনওকে বিষয়টি জানাতে পারেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের সভাপতি চৈতি সর্ববিদ্যা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে টাকা আদায়ের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। তবে অধ্যক্ষ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। আপনারা সবই বোঝেন। বিষয়টি স্থানীয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানাতে পারেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ‘গুচ্ছে মাইগ্রেশন বহাল চাই’ প্ল্যাকার্ডে গুচ্ছে ভর্তিচ্ছুদের মানববন্ধন

      নিজস্ব প্রতিবেদক
      ১২ আগস্ট, ২০২৩ ১৮:১৭
      নিজস্ব প্রতিবেদক
      ‘গুচ্ছে মাইগ্রেশন বহাল চাই’ প্ল্যাকার্ডে গুচ্ছে ভর্তিচ্ছুদের মানববন্ধন

      সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: দেশের ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে আসন খালি থাকা সাপেক্ষ সর্বোচ্চ সংখ্যক মেরিট ও মাইগ্রেশন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

      শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুচ্ছে ভর্তিচ্ছু চার শিক্ষার্থী মানবন্ধন করেন। এরা হলেন, ড. খন্দকার মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী মেহেদি হাসান, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মাহবুব ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নাদিয়া নওরিন। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিকট একটি স্মারকলিপিও প্রদান করবেন বলে জানান তারা।

      মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলমান এবং সম্প্রতি তিনটি মেরিট এবং দুইটি মাইগ্রেশন প্রকাশ করেছে। জিএসটির ওয়েবসাইটে বলা হয়েছে সিট খালি থাকা সাপেক্ষে সর্বোচ্চ তিনটি মাইগ্রেশন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইতোমধ্যেই কয়েকটা ভার্সিটি চূড়ান্ত ভর্তির তারিখ এবং ক্লাস শুরুর তারিখ জানিয়েছে। প্রত্যেক বছর শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় এবং যেখানে তাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যায় ভর্তির জন্য সেটাকেই নির্বাচন করে। এ বছর ও এর ব্যতিক্রম নয়।

      তারা আরও বলেন, বর্তমানে ঢাবি, রাবি, বুয়েট, ইঞ্জিনিয়ারিং গুচ্ছসহ এরকম আরও কয়েকটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েজের রেজাল্ট দিচ্ছে। অনেকেই তাদের পছন্দের সাবজেক্ট পেয়ে গুচ্ছের প্রাথমিক ভর্তি বাতিল করছে এবং সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হলো বুধবার কৃষি গুচ্ছের ফলাফল হয়েছে। কৃষিগুচ্ছের ফলাফলের পর আরও অনেকেই গুচ্ছ থেকে ভর্তি বাতিল করবে এবং অনেক সিট ফাঁকা হবে। যা পূরণের জন্য মেরিট এবং মাইগ্রেশন চালু রাখার কোনও বিকল্প নেই।

      তারা বলেন, এখনই যদি মেরিট এবং মাইগ্রেশন বন্ধ করে দেয়া হয় তাহলে শিক্ষার্থীদের নানা ধরনের অসুবিধা হবে। তারা তুলনামূলক ভালো মার্ক নিয়ে ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবে না। বিশ্ববিদ্যালয়গুলো যদি খালি সিট পূরণ করার জন্য গণবিজ্ঞপ্তি দেয় তখন ভার্সিটি মাইগ্রেশনটা অনেক জটিল হয়ে যাবে। যার ফলে অনেকেই পছন্দের ভার্সিটি ও বিষয় পাবে না। চূড়ান্ত ভর্তি হয়ে গেলে এবং ক্লাস শুরু হলে পরে যারা সাবজেক্ট পাবে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে।

      তারা বলেন, ভার্সিটি মাইগ্রেশন চালু না থাকলে অনেক ভালো মার্ক পেয়েও পছন্দের সাবজেক্ট পাবে না। আবার তুলনামূলক কম মার্ক পেয়েও অনেকে ভালো ভার্সিটির ভালো সাবজেক্ট পেয়ে যাবে যেটা এক ধরনের বৈষম্য। সিট খালি থাকা সত্ত্বেও গুচ্ছ যদি মেরিট এবং মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেয় তাহলে অনেক শিক্ষার্থী দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। অনেক শিক্ষার্থী বর্তমানে হতাশা এবং মানসিক কষ্টে দিনাতিপাত করছে যা একজন শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ।

      এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মাইগ্রেশনের বিষয়টি আমার একার পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা হবে।’

      তিনি বলেন, গত বছর অনেক মাইগ্রেশন দেয়ায় সময় নষ্ট হয়েছে। আমরা এখন দ্রুত ক্লাস শুরু করতে চাচ্ছি। ইতিমধ্যে ৯৫ শতাংশ ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম ধাপেই ৭৫ শতাংশ ভর্তি হয়েছে। চূড়ান্ত ভর্তি শেষে দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু করতে চাচ্ছি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বেরোবিতে চূড়ান্ত ভর্তি শুরু ১৩ আগস্ট

        নিজস্ব প্রতিবেদক
        ১২ আগস্ট, ২০২৩ ১৬:৪৭
        নিজস্ব প্রতিবেদক
        বেরোবিতে চূড়ান্ত ভর্তি শুরু ১৩ আগস্ট

        পুলক আহমেদ, বেরোবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ১৩ আগস্ট। শুক্রবার (১০ আগস্ট) বেরোবির স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি কমিটি সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তির কার্যক্রম চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য আগামী ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে অবস্থিত ব্যাংক বুথে ভর্তিকৃত বিভাগের অবশিষ্ট ভর্তি ফি প্রদান করতে হবে। ভর্তি ফি প্রদানের ব্যাংক রশিদ (ব্যাংকের সীলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে প্রদর্শন করে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরম প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংযুক্ত করে ৩টি সেট প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে জমাদানের মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

        বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমাদানের রশিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি ৩ কপি, পূরণকৃত ভর্তি ফরম ৩ কপি, প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমাদানের রশিদের অনুলিপি ৩ কপি, চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদের অনুলিপি ৩ কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি ৩ কপি, এস. এস. সি/সমমান ও এইচ.এস.সি/সমমানের ট্রান্সক্রিপ্টের অনুলিপি ৩ কপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে

        নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে না পারলে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে

          নিজস্ব প্রতিবেদক
          ১১ আগস্ট, ২০২৩ ২১:১৬
          নিজস্ব প্রতিবেদক
          তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে

          প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

          পরীক্ষা পেছানো তিনটি বোর্ড হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

          আজ শুক্রবার (১১ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

          সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই তিন বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

          এছাড়া অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত