ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

অনিবার্য কারণে বন্ধ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম

ক্যাম্পাস প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৫ ১৫:৪
ক্যাম্পাস প্রতিনিধি
অনিবার্য কারণে বন্ধ রাকসু নির্বাচনের  মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম

অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে রাকসু নির্বাচন কমিশনার। ২০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাতে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ জুলাই রাকসু'র নির্বাচন কমিশনারের তফসীল ঘোষণা অনুযায়ী আজ ২০ আগষ্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

এদিকে কোনো কারণ ছাড়াই হঠাৎ নির্দিষ্ট সময়ে রাকসু'র মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ২০শে আগস্ট (বুধবার) রাত ২টায় শাখা ছাত্রশিবির প্রচার সম্পাদক মো. শামীম পাটোয়ারীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ উদ্বেগ ও প্রতিবাদ জানান সংগঠনটি।

হঠাৎ কেন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হলো? এ বিষয়ে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, "আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সকাল থেকে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটে ছিল। হল পর্যায়ে কার্যক্রম বন্ধ ছিল। আমাদের অফিস কিছু সময়ের জন্য বন্ধ ছিল। আমরা ভেতরে ভেতরে কাজ করেছি। এজন্য হল পর্যায়ে মনোনয়নপত্র পৌঁছানো সম্ভব হয়নি। আজকে আমরা নির্বাচন কমিশনের সবাই বসে মনোনয়নপত্র বিতরণের একটা নতুন তারিখ ঠিক করো।"
 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাকসু'র মনোনয়ন বিতরণ স্থগিতের ঘোষণায় রাবি ছাত্রশিবিরের প্রতিবাদ

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২০ আগস্ট, ২০২৫ ১৪:২২
    ক্যাম্পাস প্রতিনিধি
    রাকসু'র মনোনয়ন বিতরণ স্থগিতের ঘোষণায় রাবি ছাত্রশিবিরের প্রতিবাদ

    অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মনোনয়ন ফরম বিতরণ। এদিকে রাকসু কমিশনের এ সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

    বুধবার (২০ আগস্ট) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শামীম পাটোয়ারীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগ ও প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা।

    শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এক যৌথ বিবৃতিতে বলেন, "রাকসু রাবি শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় ৩৫ বছরের এক আকাঙ্ক্ষার নাম। জুলাই বিপ্লব পরবর্তী প্রশাসন নিয়োগ হওয়ার পরেই ঘোষণা করেছিল ছয়মাসের মধ্যে রাকসু বাস্তবায়ন করবে। কিন্তু সেটা নিয়ে বিগত কয়েকমাস ধরে টালবাহানা শুরু করে আসছে। সর্বশেষ গত ২৮শে জুলাই সিনেট ভবনে ঘোষিত রাকসুর তফসিলে ২০ আগস্ট মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও কোনো কারণ ছাড়াই আজ হঠাৎ সেটি বন্ধ ঘোষণা করা হলো। রাকসু নির্বাচন কমিশনের এহেন দ্বিচারিতায় আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি, সেইসাথে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

    নেতৃবৃন্দ আরো বলেন, "রাবি শাখা ছাত্রশিবির মনে করে রাকসু নির্বাচন কমিশন একটা রাজনৈতিক ছাত্রসংগঠনের অছাত্রদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন কমিশন যদি কোনো সংগঠনের সাথে সমঝোতা করে থাকে এবং নির্দিষ্ট সময়ে রাকসুর সকল কাজ সমাধান কিংবা শেষ করতে ব্যর্থ হয় তাহলে এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী এটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং রাকসু আদায়ের জন্য কঠোর হবে।

    উল্লেখ্য, গতকাল ১৯ আগষ্ট রাকসু নির্বাচনের 
    চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও প্রকাশ হয়নি এবং আজকে ২০ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ রাতে ১২টায় অনিবার্য কারণবশত আজকে মনোনয়নপত্র বিতরন কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দেয় রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।
     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দুপুরে ডাকসুর ছাত্রদলের প্যানেল ঘোষণা

      অনলাইন ডেস্ক
      ২০ আগস্ট, ২০২৫ ৮:১৭
      অনলাইন ডেস্ক
      দুপুরে ডাকসুর ছাত্রদলের প্যানেল ঘোষণা

      ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল নিয়ে অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।


      বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ছাত্রদলের ডাকসু ও হল সংসদগুলোর পূর্ণাঙ্গ প্যানেল।


      এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 


      বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার, অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত আসতে পারে আজ

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ আগস্ট, ২০২৫ ১৫:২
        নিজস্ব প্রতিবেদক
        ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত আসতে পারে আজ

        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতা–কর্মীরা।


        গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা। দুপুরের পর থেকে তিন ধাপে ভাগ হয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।


        তাঁরা বলছেন, সংগঠন থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে তাঁরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কে কোন পদে প্রার্থী হবেন, সেটি এখনো ঠিক হয়নি। আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই আমাদের প্যানেল ঘোষণা হতে পারে। প্যানেলে কাকে রাখা যায়, সেটা নিয়ে পার্টি অভ্যন্তরীণভাবে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছে।


        ছাত্রদল ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমা মনোনয়নপত্র নিয়েছেন।


        ডাকসুর তফসিল অনুযায়ী, ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল রবিবার যা পরে একদিন বধিত করা হয়। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


        ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

          প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

          ক্যাম্পাস প্রতিনিধি
          ১৯ আগস্ট, ২০২৫ ১৩:৩৫
          ক্যাম্পাস প্রতিনিধি
          প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

          রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং বৈষম্য দূরীকরণসহ ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


          ১৯ আগষ্ট (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও হলের কক্ষে তালা ঝুলিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।


          বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব দপ্তরের কর্মকর্তা নিয়াজ উদ্দিন বলেন, আমরা আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি সকল প্রকারের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার জন্য। আমরা এর জন্য আট দফা দাবি তুলে ধরেছি। আমরা আসা করছি প্রশাসন আমাদের দাবি গুলো মেনে নিবে। তারা যদি আমাদের দাবি গুলো না মেনে নেয় তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা সম্মিলিত ভাবে এই অবস্থান কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় সম্পুর্ন অচল করে দেব। আমাদের কর্মসূচি অফিস বন্ধ না হওয়া পর্যন্ত চলতে থাকবে।"


          অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, "আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। বহু বছর ধরে পাওয়া প্রাতিষ্ঠানিক সুবিধা কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। এই দাবি আদায়ের লক্ষ্যে আজ পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি মনে করে আমাদের ন্যায্য অধিকার হরণ করা যাবে, তবে তারা আসলে বোকার সর্গে বসবাস করছেন।"


          তিনি আরও বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা দ্রুত ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত