ইবি'র অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)” নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পেজ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহাজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধের চেষ্টা করা হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। এজন্য বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল পেজ চালু করেছি। এখান থেকে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই পেজ অনুসরণ করলে স্বাভাবিকভাবেই অন্যান্য পেজের প্রভাব কমে যাবে। পাশাপাশি আমরা আজই একটি নোটিশ জারি করবো যেন অন্য পেজগুলো দ্রুত বন্ধ করা হয়।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আমরা আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছি। এ পেজকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করতে সবাইকে অনুরোধ করছি। ভবিষ্যতে আমাদের অনুমোদিত পেজ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ পরিচালনা করলে সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি প্রার্থী হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস হিসেবে সাবিনা ইয়াসমিন মনোনয়ন পেয়েছেন। এজিএস হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামের।
সোমবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।
এছাড়া প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন স্থান পেয়েছেন।
ঘোষিত প্যানেলে সদস্য হিসেবে আছেন- রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক, মাহতাপ ইসলাম।
এর আগে, আলোচিত ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের ঘোষিত প্যানেলে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। আর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
অন্যদিকে, দুটি ভিন্ন ভিন্ন সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।
সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তারা।
এ সময় তারা জানান, মোট ১০টি সম্পাদক পদে তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। যেখানে তাদের আংশিক প্যানেলে দশজন প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
ডাকসু নির্বাচন
সবাইকে ফরম নেয়ার নির্দেশনা ছাত্রদলের, প্যানেল ঘোষণা পরে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান। সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৮ আগস্ট)। তবে এখনও প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল। অবশ্য আলাদা আলাদাভাবে ফরম তুলছেন সংগঠনটির নেতাকর্মীরা। যদিও ছাত্রশিবির ইতোমধ্যে ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।
সোমবার ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সবাইকে ফরম নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বা পরে প্যানেল ঘোষণা হতে পারে। তবে আজ রাতেও ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন একাধিক নেতা।
ছাত্রদলের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। পাশাপাশি এ পদে নাম এসেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মেহেদী হাসানেরও। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দফতর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নামও প্যানেলে আসতে পারে বলে জানা গেছে।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট, বাছাই হবে ২০ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ঢাবি অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে স্বাধীনতার পর ৫৩ বছরে মাত্র ৮ বার নির্বাচন হয়েছে। শতবর্ষী ঢাবিতে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ২৯টিই ব্রিটিশ ও পাকিস্তান আমলে।
অভ্যুত্থানবিরোধী ভূমিকা
ইবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী ৬১ জনকে শাস্তির সুপারিশ

জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ১৯ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিরোধী ভূমিকায় ছিলেন, তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে এসেছে। সেজন্য শোকজ নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।’
জানা গেছে ১৯ শিক্ষকের নাম, তাদের মধ্যে— অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান (ইংরেজি), অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম (ইংরেজি), সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু (ইংরেজি), অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ (বাংলা), অধ্যাপক ড. রবিউল হোসেন (বাংলা), সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক (মার্কেটিং), সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (ব্যবস্থাপনা), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি), অধ্যাপক ড. শেলীনা নাসরীন (হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (অর্থনীতি), সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. মাহবুবর রহমান (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি), অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি), অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন (আল ফিকাহ এন্ড ল), আইন অধ্যাপক ড. বেরা মণ্ডল (আইন), অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল (আইন), সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান (ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট)।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা রাখা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মোট ৬১ জনের্শাতে বলা হয়েছে তাদের।
ডাকসু ও হল সংসদ নির্বাচন : মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ মনোনয়নপত্র সংগ্রহে এখন পর্যন্ত ডাকসুতে ১২৪ জন ও হল সংসদের ২০০-এর বেশি প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন। আজ বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারবেন। এদিকে নির্বাচনী কৌশল হিসেবে ছাত্রসংগঠনগুলো এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
রবিবার (১৭ আগস্ট) ৬৩ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তিনজন, সম্পাদক পদে ২৩ জন ও সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য রবিবার ১২টি হলে ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাকি হলগুলোর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রবিবার বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এখন পর্যন্ত ছয় দিনে মোট ১২৪ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন। তাঁদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে দুজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন।
এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। আর হল সংসদের এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই শতাধিক প্রার্থী। প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সকাল থেকে বসে আছি। তারা তাদের সুবিধামতো আসছে। আমরা আশা করছি কালকে সবাই চলে আসবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।
তিনি বলেন, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো কারণ দেখছি না। এদিকে গতকাল পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাদে আর কোনো ছাত্রসংগঠন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি এবং মনোনয়নপত্রও তুলতে আসেনি। ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে তারা কেউ এখনো মনোনয়নপত্র তোলেনি। সবাই জানতে চাইছে, অন্য ছাত্রসংগঠনগুলোর কে কোন পদে মনোনয়নপত্র তুলেছে। সেই অনুযায়ী অন্যরা প্রার্থী ঠিক করে মনোনয়নপত্র সংগ্রহ করবে।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমাদের প্যানেল গঠন নিয়ে এখনো কাজ চলমান। আশা করি আজকের মধ্যে (রবিবার) কাজ সম্পন্ন হবে। সোমবার সকালে আমরা মনোনয়নপত্র তুলতে যাব।’
ঢাবি শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘আমাদের প্যানেলে শিবিরের বাইরেও অনেকেই থাকছেন। সবকিছু ঠিকঠাক করার জন্য এখনো আলোচনা চলমান। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করব।’
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘অনেকটা চমক রাখার জন্যই শেষ দিনে এসে মনোনয়নপত্র তোলা হবে। পাশাপাশি প্যানেল প্রস্তুত করার বিষয়টিও রয়েছে। আজকের (রবিবার) মধ্যে আমাদের প্যানেল চূড়ান্ত হবে। অন্তত শীর্ষ তিনটি পদে কারা থাকবেন সেটি জানা যাবে।’
মন্তব্য