সময়মতো নির্বাচন দেওয়া না হলে আমরা মাঠে নামবো : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।
রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ফারুক বলেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই সরকার নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নেই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি, দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন, আমাদের সবার দাবি- এ দেশের মানুষের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। এ জন্য দেশের জনগণ আপনাকে (ড. ইউনূস) সরকারে বসিয়েছে।
তিনি বলেন, কোন দিন নির্বাচন দিবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে কারও কারও শক্তি-সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই।
সাবেক বিরোধীদলীয় এই চিপ হুইপ বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদের থামতে বলেন, আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।
তিনি বলেন, গতকাল মিডিয়াতে দেখলাম দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখনতো হাসিনা নাই এগুলো কে পাচার করল। আমরা তো প্রতিদিনই বলি হাসিনার দোসরদের আইনের আওতায় হোক।
প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি। বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানের ক্ষেত্রে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।
সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।
সাম্য হত্যা : যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব।
রোববার (১৮ মে) শাহবাগ অবরোধ করে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
বিস্তারিত আসছে…
‘সামাজিকভাবে গ্রহণযোগ্য আ. লীগের সমর্থকরা বিএনপিতে যোগ দিতে পারবেন’

আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু বিএনপির কার্যক্রমে কোনো বাধা দেননি — এমন ব্যক্তি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যরা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরীতে অবস্থিত দলীয় কার্যালয় প্রাঙ্গনে 'সদস্য নবায়ন' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আমির খসরু বলেন, দীর্ঘদিন পর এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়।
তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না, যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই।
তিনি আরও উল্লেখ করে বলেন, তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে।
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না।
এর আগে গত বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে রাজধানীর রাজা বাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হোন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের

জনগণের রোষের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। ৯ মাস অতিবাহিত হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে, সকলের এমনটাই প্রত্যাশা ছিল। জনগণের রোষাণলে পড়ার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। কারও কথা না শুনে, নির্বাচন দেন, যাতে সব দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এ দেশের প্রতি ভারত নাখোশ, অথচ এ দেশের এতো মানুষ যে মারা গেল তারা তখন সেটি দেখেনি। বেগম খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায়ও তারা দেখেনি। বিএনপি ধৈর্যশীল দল, তাই এতো অত্যাচার নির্যাতনের পরও আওয়ামী লীগের কারও গায়ে হাত দেয়নি।
মন্তব্য