ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম

কুবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২২ ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক
কুবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ছাত্রলীগ নেতাকে হুশিয়ারি দিয়ে বলেছেন মেরিট না থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও ছাত্রলীগকে চাকরি দেবেন না। মঙ্গলবার বিভিন্ন নিয়োগ ইস্যুতে তাঁর কার্যালয়ে কথা বলতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের এমন হুশিয়ারি দেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক ছাত্রলীগ নেতা ও শিক্ষক জানান, আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনে যেতে বাস চাইতে গিয়েছিলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নিয়োগ ইস্যু নিয়ে কথা উঠলে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা ঘটে। এরপর উপাচার্য তাঁর অনুসারী শিক্ষক, প্রক্টর ও কোষাধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ডাকেন। তাঁরা উপস্থিত হয়ে ইলিয়াসকে বোঝাতে থাকেন। সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইস্যু নিয়ে কথা শুরু হয়। এসময় মার্কেটিং বিভাগের নির্দিষ্ট এক প্রার্থীর কথা উল্লেখ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। ওই প্রার্থী কুবি শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে উপাচার্যকে ইলিয়াস বলেন, ‘আপনি (উপাচার্য) নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দিতে ‘অবৈধ’ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তাহলে ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দিতে সমস্যা কোথায়?’ জবাবে উপাচার্য বলেন, ‘সে (মার্কেটিং বিভাগের ওই প্রার্থী) কি ছাত্রলীগের না?’ জবাবে ইলিয়াস বলেন, ‘সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে সেভাবে জড়িত না। তবে তার পরিবার আওয়ামী লীগ।’ বাগবিতন্ডার এক পর্যায়ে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও আমি ছাত্রলীগের কাউকে নিয়োগ দেব না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতেই সকল নিয়োগ হবে।’

এসময় বিভিন্ন বিভাগে সম্প্রতি শিক্ষক নিয়োগ ও কর্মকর্তা পদে পরীক্ষা নিয়েও মৌখিক পরীক্ষার আয়োজন না করার বিষয়েও উপাচার্যের সাথে ইলিয়াসের বাগবিতন্ডা হয়। এ দফায় বাগবিতন্ডার পর উপাচার্যের কার্যালয় থেকে বেরিয়ে যান ইলিয়াস। কিছুক্ষণ পর পুণরায় উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে আবারও বাগবিতন্ডায় জড়িয়ে পড়লে পাশে থাকা কোষাধ্যক্ষ বলেন, ‘ইলিয়াস, ভাইস চ্যন্সেলর চাইলে নিয়মনীতি করে যেকাউকে নিয়োগ দিতে পারে। এতে তোমরা বলার কে? জবাবে উত্তেজিত হয়ে ইলিয়াস বলেন, ‘এখন রাষ্ট্রক্ষমতায় বিএনপি। ছাত্রলীগ হলো নিষিদ্ধ সংগঠন। তারা ভেসে এসেছে। এ কারণে বিশ^বিদ্যালয়ে কোনো ছাত্রলীগ নিয়োগ পাবে না।’

এ দফায় ইলিয়াস উপাচার্যকে বলেন, ‘আপনি বলেছেন প্রধানমন্ত্রী বললেও আপনি কাউকে চাকরি দেবেন না? তখন উপাচার্য বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছি। আমার কথা ছিল, আমি চাকরি দেব মেরিটে। সেখানে যদি ছাত্রলীগের কেউ আসে, সে নিয়োগ পাবে। আমি কাউকে মুখ দেখে চাকরি দিতে আসিনি। জবাবদিহীতা, স্বচ্ছতা ন্যায়নীতি এবং রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে নির্দেশ, সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না।

এ বিষয়ে ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা ছাত্রলীগের সেন্ট্রাল সম্মেলন নিয়ে উপার্চায়ের সাথে কথা বলতে গেলে তিনি আামাদেরকে ওনার রুমে নিয়ে যান। এসময় সার্কুলার নিয়ে বিশ্ববিদ্যালয়ে যে বিতর্ক উঠেছে, সে বিষয়ে আমি বলেছি, আপনি একাডেমিক কাউন্সিল থেকে পাশ করিয়ে নিতে পারতেন। এখানে সিলেক্টেড কিছু প্রার্থী আছে। তখন ওনি ক্ষেপে গিয়ে আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে বলেন, আমি ওদের নিয়োগ দিবো যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমাদের যা খুশি করতে পারো। তুমি মাঝে মাঝে ছাত্রলীগের কথা বল না? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রলীগের নিয়োগ হবে না। সরাসরি প্রধানমন্ত্রীও যদি বলে তাহলেও নিয়োগ দেব না, যদি আমার চাকরি চলে যায়, চলে যাবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রধানমন্ত্রী কোনোদিন অযোগ্য লোকদের চাকরি দেওয়ার জন্য আবদার করবেন না। এবং আমি মেধা ছাড়া অন্যকোনো কন্ডিশনে চাকরি দেব না। কারো হুমকি-ধমকি, শাসানিতে চাকরি দেব না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় চলবে নিয়মে, চলবে মেধাতে, সুষ্ঠু নিয়মে। ভালো ছাত্রছাত্রীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

‘অবৈধ’ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে উপাচার্য বলেন, যারা দাবি করে নিয়ম ভঙ্গ হয়েছে তারা বোঝে না, তারা জানে না। ইউজিসির নিয়মে যা আছে আমরা তাই করেছি। আমরা বলছি বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইউজিসির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ে পাশ না হওয়া সত্তে¡ও সে অনুযায়ী কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়-এমন প্রশ্নের জবাবে উপাচার্য মঈন বলেন, ইউজিসির নিয়ম পাস হয় নাই, পাস হয়ে যাবে। ইউজিসির যে নীতিমালা সে নীতিমালা অনুসরণ করেই বিজ্ঞপ্তি দিয়েছি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা আলিয়া ছাত্রলীগের সভাপতি জুবায়ের, সম্পাদক জুনায়েদে

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ নভেম্বর, ২০২২ ২২:৩৩
    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা আলিয়া ছাত্রলীগের সভাপতি জুবায়ের, সম্পাদক জুনায়েদে

    আগামী এক বছরের জন্য ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে জুবায়ের খানকে সভাপতি এবং সাধারন সম্পাদক হিসেবে মোতাকিফ বিল্লাহ জুনায়েদের নাম ঘোষণা করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার (২৯শে নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।

    ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১২ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি পদে আবু রায়হান শাওন,শাহেদ হোসাইন,ফরহাদ আহমেদ, আজিম উদ্দিন আল আযাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম,নাইমুল ইসলাম মাইফুল,শেখ রায়হান,মৃধা মেহেদি হাসান ও সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বিজয়,ফাহিম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন সভাপতি বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ নভেম্বর, ২০২২ ২২:২১
      নিজস্ব প্রতিবেদক
      পাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন সভাপতি বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

      আজ বুধবার ৩০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।

      পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আনন্দ র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সভাপতিসহ সদ্য প্রকাশিত কমিটির নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাফাত বিন ইসলাম শোভন,সাংগঠনিক সম্পাদক মোঃহামিদুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ আলমিন অন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‍্যালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

      এসময় নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম বাবুসহ সবাই মাননীয় উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

      শুভেচ্ছা বিনিময় শেষে ফরিদুল ইসলাম বাবু জানান- প্রথমেই এই অর্পিত দায়িত্বের জন্য মহান সৃষ্টিকর্তা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ ইউনিট। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে এই অঙ্গীকার ব্যাক্ত করছি। সেই সাথে আগামীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, গনতন্ত্র, সমৃদ্ধ ধারাকে অক্ষুন্ন রাখতে এবং আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য অতীতের ন্যায় রাজপথে দেখে কাজ করে যাবে। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ হবে একটি মডেল ছাত্রলীগ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৩৮৮ সদস্যবিশিষ্ট জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ নভেম্বর, ২০২২ ৮:৫৭
        নিজস্ব প্রতিবেদক
        ৩৮৮ সদস্যবিশিষ্ট জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

        জাবি প্রতিনিধিঃ দীর্ঘ ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার মাধ্যমে পূর্ণতা পেল বর্তমান সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটনের কমিটি৷

        মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

        কমিটিতে সহ-সভাপতি পদে মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।

        সদ্য সহ-সভাপতি পদে মনোনীত আরিফুল ইসলাম প্রীতম বলেন, ক্যাম্পাস জীবনের রাজনীতি আজ পূর্ণতা পেল। দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন পেলাম। সামনের দিনগুলোতে আরো ভাল কিছু হবে।

        এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু'জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

        উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে এবছরের শুরুতে সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

          নিজস্ব প্রতিবেদক
          ২৯ নভেম্বর, ২০২২ ১৮:১৬
          নিজস্ব প্রতিবেদক
          কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

          কুবি প্রতিনিধি: আসন্ন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (সাইদুল-মুর্শেদ) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।

          মঙ্গলবার (২৯ নভেম্বর) বিজ্ঞান অনুষদের হল রুমে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি সাইদুল আল-আমিন ও সাধারণ সম্পাদক মুর্শেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করেন তারা।

          এতে সভাপতি পদে নির্বাচন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, সহসভাপতি পদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে জাহান চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, সাধারণ সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন।

          এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রহমান মানিক।

          উল্লেখ্য, পহেলা ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিনই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ ৪ঠা ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত