স্টেশনেই বেড়ে ওঠা

স্টেশনেই বেড়ে ওঠা
ছোট নবী বসে আছে তার মায়ের কোলে । এভাবে স্টেশনে বসে ট্রেনের আসা যাওয়ার শব্দে দিন কাটে তার। ছোট শিশু নবী জানে কি তার অধিকারের কথা? নবীরা কি পাচ্ছে তাদের অধিকার ।আমাদের দেশে এমন অনেক শিশু আছে,পথই যাদের ঠিকানা।
খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছবি তুলেছেন এস এম মানজুরুল ইসলাম সাজিদ।
পথে পথে কাটে জীবন

পথে পথে কাটে জীবন
ভারসাম্যহীন শিশুটি মহাসড়কে পাশে শুয়ে আছে, জানে না তার ঠিকানা। মহাসড়কের পাশে শুয়ে থাকায় যে কোন সময় ঘটতে পাড়ে দুর্ঘটনা। রাস্তাই তার জীবনের সব কিছু।এসব শিশুরা কি পাচ্ছে তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার? শিশুরা যখন নতুন বই হাতে নিয়ে পাঠ্য বইয়ের সুবাস নেয় তখন এরা পড়ে থাকে রাস্তায়। ঠিক মত পায়না দুই মুঠো ভাত, হতে হয় পদে পদে নির্যাতন শিকার
এসব ভারসাম্যহীন শিশু বেড়ে ওঠে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে। আর এভাবেই চলছে যুগের পর যুগ। স্বপ্নকে কোনো শিকলে বাধাঁ যায় না, তবে সামাজিক বিভেদ ছেটে ফেলা যায়। অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রী হতে চায় তারা।
ছবিটা চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে থেকে তুলেছেন এস এম মানজুরুল ইসলাম সাজিদ।
ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মৌসুমী ফল খাওয়ালো 'সিআরসি'

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে পথশিশুদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'সি আর সি' (কাম ফর রোড চাইল্ড)
রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘ফল উৎসব’ নামে ব্যতিক্রমধর্মী এই আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনটি শিশুদের মাঝে আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন, কলা, পেপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ ধরণের ফল বিনামূল্যে বিতরণ করেছেে।
অনুষ্ঠানে রনি সাহার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, সিআরসির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান আকাশ ও উম্মে সালমা বৃষ্টি, ইবি শাখার সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপী, সহ-সভাপতি হাসিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদিম মুনিব ও সৌরভ শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলামসহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সিআরসি ইবি শাখার সভাপতি রনি সাহা বলেন, ফল উৎসবের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের সিআরসি কর্তৃক পরিচালিত স্কুলের ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা। এছাড়াও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং স্টল ভিজিট করতে এসেছে তাদের মাঝেও আমরা বিনামূল্যে ফল বিতরণ করেছি। আমরা চাই এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক।
এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম পরিচালিত করে আসছে সি আর সি।
ওয়াটারএইডে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি দুদিন, বেতন ৬০,৩০০

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ওয়াস প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার—ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/এনভায়রনমেন্ট/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো সংস্থার ওয়াস প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল/বাংলাদেশের আরএমজি সেক্টর বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট ওয়ার্ক প্ল্যান ও বাজেট প্রণয়নে অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অবকাঠামোর ডিজাইন, ড্রয়িং ও এস্টিমেটে পারদর্শী হতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ও এনভায়রনমেন্টাল দূষণ সম্পর্কে জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, সিএডি ও জিআইএসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম কর্মস্থল: ঢাকা কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,৩০০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গ্রাচ্যুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য চিকিৎসাসুবিধা, সপ্তাহে দুই দিন ছুটি ও মুঠোফোন বিলের সুবিধা আছে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২২।
মন্তব্য