ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

জয়পুরহাটে চলছে দুদকের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৫ ১৩:৭
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে চলছে দুদকের গণশুনানি

“এবার আওয়াজ তুলুন” স্লোগানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আজ ১১ আগস্ট ২০২৫ জয়পুরহাটে চলছে উন্মুক্ত গণশুনানি। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ জয়পুরহাট জেলার শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে দুদকের ১৮০তম গণশুনানি শুরু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘এখানে গণভোট হলে শতভাগই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিবেন। জনতা শতভাগ দুর্নীতি বিরোধী হলে দুর্নীতি দমন কঠিন নয়।’

তিনি আরও বলেন, আমরা মানবিক হলে পারস্পরিক অভিযোগ অনেক কমে যাবে। এসময় নিজের সন্তানের কাছে দুর্নীতিবাজ প্রমানিত হওয়ার চেয়ে পরিতাপের কিছু নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সেনাবাহিনীর ৮০ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে

    অনলাইন ডেস্ক
    ১১ আগস্ট, ২০২৫ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    সেনাবাহিনীর ৮০ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 


    সোমবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।


    তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    তিনি জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময়, রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।


    তিনি বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত জুলাইয়ের থেকে এই জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। থানায় কেউ আসতো না। আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীগুলোও অতোটা সক্রিয় ছিল না। এখনও হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনও সমস্যা নেই।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আজ জয়পুরহাটে দুদকের গণশুনানি

      অনলাইন ডেস্ক
      ১১ আগস্ট, ২০২৫ ৭:৪৬
      অনলাইন ডেস্ক
      আজ জয়পুরহাটে দুদকের গণশুনানি

      “এবার আওয়াজ তুলুন” স্লোগানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আজ ১১ আগস্ট ২০২৫ জয়পুরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত গণশুনানি। জেলার সংক্ষুব্ধ ও বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ৯টায় জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

      রোববার (১০ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

      জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন, রাজশাহী বিভাগের পরিচালক মো. ফজলুল হক, জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ সরকারি দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


      গণশুনানিতে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি বা দুর্নীতির শিকার নাগরিকরা সরাসরি অভিযোগ তুলে ধরবেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।

      ইতোমধ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বাক্স ও বুথ স্থাপনসহ গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। দুদক কর্তৃপক্ষ গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জয়পুরহাটবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দেশের বাইরে আ.লীগ কী করছে, নজর রাখছে সরকার : প্রেস সচিব

        অনলাইন ডেস্ক
        ১০ আগস্ট, ২০২৫ ১৭:৪৪
        অনলাইন ডেস্ক
        দেশের বাইরে আ.লীগ কী করছে, নজর রাখছে সরকার : প্রেস সচিব

        কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


        রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


        আসন্ন নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বডি ক্যাম কেনা হচ্ছে।’


        ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের অফিস, আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই তা মনিটরিং করছি।’


        এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


        প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৩ দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।


        ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।


        রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

          অনলাইন ডেস্ক
          ১০ আগস্ট, ২০২৫ ১৬:০
          অনলাইন ডেস্ক
          খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

           নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ৩০ জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন।


          ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান। 


          তিনি বলেন, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ।


          আখতার আহমেদ জানান, গত ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তীতে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে সম্পূরক তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।


          তিনি আরও বলেন, সম্পূরক খসড়া তালিকা আজ (রোববার) আমাদের সব অফিসে প্রকাশ করা হয়েছে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা জানাতে হবে এবং প্রাপ্ত সংশোধনী যাচাই করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


          ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আরও একটি তালিকা প্রকাশ করা হবে। নবীন ভোটারদের দীর্ঘসময় অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে।


          তিনি উল্লেখ করেন, এ বছর মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথমটি করা হয়েছে গত ২ মার্চ। দ্বিতীয়টি আগামী ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত